লোকসভা ভোটে জিতেই রাজ্যের কৃষক তথা কৃষক বন্ধুদের জন্য আনন্দ সংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Krishak Bandhu প্রকল্পে শীঘ্রই টাকা ঢুকবে অনেক কৃষকের একাউন্টে। কেউ পাবেন ৪০০০, তো কেউ ১০০০০। এই জন্য ২৯০০ কোটি টাকার ফান্ডও বরাদ্দ করা হয়েছে। মোট ১.৫ কোটি কৃষককে এই মারফত টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেকে টাকা পেয়ে গেছেন। আপনিও কি পেলেন? নতুন আবেদন কিভাবে করবেন? জানুন এইভাবে।
Krishak Bandhu installment date 2024
মোট তিনবার মুখোমুখি নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু করেছেন। রাজ্যের ৮ থেকে ৮০ সকল বয়সের নাগরিক এগুলোর দ্বারা কোন না কোন ভাবে উপকৃত। কৃষকদের জন্যেও মুখ্যমন্ত্রী নিয়েছেন একাধিক উদ্যোগ। যার মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে যেসব কৃষকের এক একরের বেশি জমি আছে তাদের বছরে ৪০০০ থেকে ১০০০০ টাকা ভাতা দেয় রাজ্য।
এই টাকা তাদের চাষবাস তথা জীবন ধারণকেও উন্নত করতে সাহায্য করে। প্রতিবছর রবি এবং খারিফ মরসুমের শুরুতে টাকা প্রদান করে রাজ্য। সামনেই বর্ষায় খারিফ শস্য চাষ শুরু হতে চলেছে। তাই নিয়মমাফিক, এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন কৃষকরা।
কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক
কৃষক বন্ধু নিয়ে মুখ্যমন্ত্রীর ট্যুইট
সম্প্রতি এক্স হ্যান্ডেলে টুইট মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এই খারিফ মরসুমের টাকা দেওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেছেন , “২০১৯ সালের পর থেকে আজ পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মোট ১৮ হাজার ২৩৪ কোটি টাকা দিয়েছি। এছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্য কোন কৃষক মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা বাবদ ২০১৯ সাল থেকে মোট ১ লক্ষ ১২ হাজার কৃষক পরিবারকে মোট ২ হাজার ২৪০ কোটি টাকা প্রদান করা হয়েছে।”
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
গত ১২ জুন মুখ্যমন্ত্রী টুইটে বলেছেন সেদিন থেকেই টাকা দেওয়া শুরু হচ্ছে কৃষকদের। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইতিমধ্যেই অনেকে এই টাকা পেয়ে গেছেন তাদের একাউন্টে। আপনি যদি এখনো না পেয়ে থাকেন তবে অপেক্ষা করুন। ধীরে ধীরে রাজ্য সরকার সকলের ভাগের টুকুই মিটিয়ে দেবে। এজন্য হয়তো এক কিংবা দেড় মাস পর্যন্ত সময় লাগতে পারে।
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা জানুন এইভাবে
কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছে কিনা তা অনলাইনে স্ট্যাটাস দেখে বোঝা যাবে। এজন্য,
১. প্রথমে কৃষকবন্ধু প্রকল্পের জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজে Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন, কারা টাকা পাবেন, জানতে ক্লিক করুন।
৩. এরপর নতুন পেজ খুলবে যেখানে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাংক একাউন্টের নাম্বার ইত্যাদি প্রদান করতে হবে।
৪. তারপর Search বাটনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস দেখাবে স্ক্রিনে। যদি টাকা ঢুকে গিয়ে থাকে তাহলে Payment Successful দেখতে পাবেন।
সুতরাং যারা আগেই আবেদন করেছেন তারা এবার টাকা পাবেন। আর নতুন করে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ের জাম ও আধার নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর ও যাবতীয় তথ্য ও মোবাইল নম্বর দিয়ে আবেদন করলেই নির্দিষ্ট সময় পর টাকা একাউন্টে ঢুকে যাবে।
Written by Nabadip Saha.