NEET 2024 পরীক্ষার গ্রেস মার্ক বাতিল, আবার পরীক্ষায় বসতে হবে। NEET মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট।

NEET পরীক্ষায় পাশ করতে গেলে পুনরায় দিতে হবে পরীক্ষা। কোন গ্রেস মার্ক আর কার্যকর করা হবে না। NEET মামলায় স্পষ্ট রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট। যা শুনে মাথায় হাত পড়ল হাজার হাজার পরীক্ষার্থীর। সর্বভারতীয় ডাক্তারি বা নীট পরীক্ষা নিয়ে বর্তমানে কার্যত নাজেহাল অবস্থার মধ্যে পরীক্ষার্থীরা। গত কয়েকদিন আগেই নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে।

NEET Result 2024

কিন্তু NEET রেজাল্টে গ্রেস মার্ক নিয়ে দুর্নীতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সী বা NTA এর বিরুদ্ধে মামলা করেছিলেন পরীক্ষার্থীরা। সেই মামলারই রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোন পরীক্ষার্থীকে কোন গ্রেস মার্ক দেওয়া হবে না। যারা পাশ করেনি তাদেরকে ফের পরীক্ষা দিতে হবে পাস করার জন্য।

৪ জুন লোকসভা ভোটের ফলাফলের দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার রেজাল্ট (NEET Exam Result) প্রকাশ করেছে। এবারে মোট 24 লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় বসে ছিলেন বলে খবর। যার মধ্যে ৬৭ জন পেয়েছেন সর্বভারতীয় স্তরে প্রথম স্থান। একই সেন্টার থেকে ৮ জন পরীক্ষার্থী প্রথম স্থানাধিকারী হয়েছেন। পাশের সংখ্যাও ও যথেষ্ট বেশি। গ্রেস মার্ক দিয়েও উত্তীর্ণ করা হয়েছে অনেক পরীক্ষার্থীকে। তবে যারা এই গ্রেস মার্ক পেয়েছিলেন তাদের মধ্যে দুজনের রেজাল্টে গরমিল দেখা গেছে। আর সেই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিভিন্ন অভিভাবক ও কোচিং সেন্টার গুলি।

NEET Result Case in Supreme Court

পরীক্ষায় গ্রেস মার্ক দিয়ে পাস করানোর জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৭১৮ এবং ৭১৯ করে নম্বর দিয়েছে দুইজন পরীক্ষার্থীকে। যেখানে পরীক্ষার ফুল মার্কসই থাকে ৭২০। অর্থাৎ গ্রেস মার্কের কারণে সেই পরীক্ষার্থীরা রয়েছেন প্রথম স্থান অধিকারীদের তালিকায়। একে ঘিরেই বিতর্ক শুরু হয়। সেই বিতর্ক থেকে মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টের কাছে।

NEET Court Decision today live

সুপ্রিম কোর্ট বিষয়টিকে বিচার করে দেখে রায় ঘোষণা করে। জানানো হয় শুধু ওই দুজন নয়, যে সকল পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে তাদের সকলের নম্বর বাতিল করা হবে। এই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে 23 শে জুন তারিখে। তারপরেই পাশ করার যোগ্য হলে পাশ করানো যাবে তাদের। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে ঘোষণা করবে বলে জানিয়েছে কোর্ট।

আরও পড়ুন, রেগুলার কোর্সের ছাত্র ছাত্রীদের ১০০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে। অনলাইনে কিভাবে আবেদন করবেন?

কাদের ফের পরীক্ষা দিতে হবে?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর তথ্য বলছে মোট ১৫৬৩ জন পরীক্ষার্থী এবারে এই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তাদের সকলকেই পুনরায় দিতে হবে পরীক্ষা। ২৩ জুন হবে পরীক্ষা এবং ৩০ তারিখ তার রেজাল্ট বেরোবে। তারপরে পাশ ফেলের সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষার্থীদের। তবে ইতি মধ্যেই যারা পাশ করে গেছেন, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছে কোর্ট। কাউন্সিলিং সম্পন্ন করে সঠিক সময়ের মধ্যে ভর্তি নিতে হবে এইসব পরীক্ষার্থীদের।।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের মাসে 800 টাকা করে দেওয়া হচ্ছে। কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment