Summer Vacation – গরমের জেরে অসুস্থ বহু পড়ুয়া। তড়িঘড়ি করে স্কুল ছুটি ঘোষণা।

ছাত্রছাত্রীদের জন্য জরুরি আপডেট। তীব্র গরমের জন্য ফের ছুটি ঘোষণা করে দিল স্কুল শিক্ষা দপ্তর। এত তারিখ পর্যন্ত পুনরায় বন্ধ থাকতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল গুলি। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষকদের অবগত করেছে শিক্ষা দপ্তর।

গরম কমার কোন লক্ষন নেই এই মুহূর্তে। উল্টে দিনকে দিন বেড়েই চলেছে তাপমাত্রা। উত্তরবঙ্গ বর্ষার জলে ভিজলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে। কোনো কোনো দিন হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপ প্রবাহ। প্রায় তিন মাস ধরে এই ভাবে জেরবার হয়ে চলেছে বঙ্গবাসী। সেই কারণে এবছর গরমের ছুটিও এরাজ্যে খানিকটা এগিয়ে এনে ৬ মে এর বদলে ২২ এপ্রিল থেকে ফেলেছিল সরকার।

কথা ছিল ১০ জুন পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। ততদিনে গরম খানিকটা কমে বৃষ্টি শুরু হয়ে যাবে। ফলে তখন আর স্কুল খুলতে কোনো অসুবিধা হবে না। তবে এরই মধ্যে লোকসভা ভোট পড়ে যাওয়ায় সেই ছুটিটিও ঢুকে গেছিল গরমের ছুটির মধ্যে।

যাইহোক, ১০ জুন থেকে সেই ছুটি কাটিয়ে ফের খুলে গিয়েছে পশ্চিমবঙ্গের স্কুলগুলি। আগের নিয়মে আবার শুরু হয়েছে পড়াশোনা। যদিও শিক্ষকদের ৩ তারিখ থেকেই স্কুলে যেতে হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে অনেককেই অসুবিধায় পড়তে হচ্ছে বলে শোনা যাচ্ছে। ছাত্রছাত্রীরা রোদের তাপে স্কুলে যেতে পারছে না। আবার কোনো রকমে স্কুলে পৌছালেও অসুস্থ হয়ে পড়ছে। বা প্রচন্ড ঘামের কারণে নিস্তেজ হয়ে পড়ছে।

একই সমস্যা হচ্ছে অনেক শিক্ষকেরও। ‌এই নিয়ে ইতিমধ্যে প্রধান শিক্ষকদের কাছে অভিযোগও আসছে অনেক।
সেই কারণে এবার রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে গরমের ছুটি আরো বাড়ানোর। উল্লেখ্য, পড়শী রাজ্য বিহারে এই খবর মিলেছে সম্প্রতি। বিহারে কয়েকদিন যাবত তাপমাত্রা ৪৫ এর কোটা ছাড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুন, ১৪ শতাংশ নয়, ১৮% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? জুলাইতে কত বেতন ঢুকবে? সঠিক তথ্য জেনে নিন।

আগামীতে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনাও দেখেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেই কারণে ১৫ জুন গরমের ছুটি বাড়ানো হয়েছে সেখানে। শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়েছে নির্দিষ্ট দিন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলো। আবহাবিদরা আশা করছেন ১৫ তারিখের পর গরম খানিকটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করেই স্কুল খোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment