লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য DA Hike তথা বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে লক্ষীর ঝাঁপি খুলেছিল তৃণমূল সরকার। ভোটে জেতার পরেও রাজ্য সরকারের তরফে একের পর এক সুখবর পেয়েই চলেছেন তারা। এর মধ্যে যে বিষয়টি নিয়ে বর্তমানে রাজ্যের জল্পনা তুঙ্গে সেটি হল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance).
DA Hike in West Bengal Govt Employees
এদিকে পহেলা মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাস থেকে আরো ৪ শতাংশ ডিএ বাড়ার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু ভোট মেটার পর এই মঙ্গলবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সেই মহার্ঘ ভাতা মে থেকে নয় বরং এপ্রিল মাস থেকেই প্রদান করা হবে। তবে যেহেতু ইতিমধ্যে মে মাসের বেতন সকলের ঢুকে গেছে, তাই বকেয়া এক মাসের এরিয়ার জুন মাসের বেতনে মিটিয়ে দেবে সরকার, এমনটা ঘোষণা করেছে নবান্ন।
তাহলে এরপর থেকে কত করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা? তবে কি পরের মাস থেকে ডিএ বেড়ে (DA Hike) ১৮ শতাংশ হচ্ছে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বর্তমানে কর্মীদের মনে।
ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের আগে ডি এ এর পরিমাণ ছিল 6 শতাংশ। গত ফেব্রুয়ারি মাসে তা ৪ শতাংশ বৃদ্ধি পায়। যাতে মহার্ঘভাতার পরিমাণ এসে দাঁড়ায় ১০%।
এরপর কিছুদিন পরই রাজ্য বাজেটে আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল এবং জুনে ঢোকার কথা ছিল রাজ্য সরকারই কর্মী ও পেনশনারদের ব্যাংক একাউন্টে। যাইহোক, সর্বসাকুল্যে মহার্ঘ ভাতা এরপর বেড়ে হয় ১৪ শতাংশ। এটাই ছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের চূড়ান্ত মহার্ঘ ভাতা।
কিন্তু মঙ্গলবার নবান্নের বিজ্ঞপ্তি পর তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে একাংশের মনে। রাজ্য সরকার এরিয়ার তো দেবে, কিন্তু তার জন্য কি DA Hike এর পরিমাণও বাড়বে এরপর থেকে? সেটাই ভেবে পাচ্ছিলেন না কেউ।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এই প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন। আর তার কথা শুনে স্বস্তি মিলেছে রাজ্য সরকারি কর্মীদের। জুলাই মাসে কত বেতন ঢুকবে, এরপর থেকে কত শতাংশ ডিএ পাবেন যে সরকারি কর্মীরা, সেই সব কিছু স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন, “এপ্রিলে বেসিকের সঙ্গে ১০ শতাংশ হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন রাজ্যের কর্মীরা।
আরও পড়ুন, ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র সরকার। কারা পাবেন? কিভাবে আবেদন করবেন?
মে’তে বেসিকের সঙ্গে ১৪ শতাংশ ডিএ যোগ করে বেতন পেয়েছেন। ঘোষণা মত, জুনের বেতনে ১৪ শতাংশ DA Hike এয়ের পাশাপাশি চার শতাংশ এরিয়ার পাবেন তারা। কিন্তু জুলাই এর বেতনে আর কোন অতিরিক্ত টাকা পাবেন না। তখন থেকে পুনরায় ফিক্সড ১৪ শতাংশ হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের।”
আরও পড়ুন, রান্নার গ্যাসের দাম কমলো। প্রথম কেবিনেটেই বড় ঘোষণা নরেন্দ্র মোদীর।
DA Hike Percentange
অর্থাৎ সহজ কথায় এই ঘোষণা নতুন কোনও DA Hike নয়। বরং যে অর্ডার মে মাস থেকে কার্যকর হয়েছিলো, এবার থেকে নতুন অর্থবর্ষ তথা এপ্রিল মাস থেকেই বেতন বাড়বে। আর যেহেতু এপ্রিল মাস থেকে কার্যকর হচ্ছে, আর এপ্রিল মাসের বেতন যারা পেয়েছেন, তাদের অতিরিক্ত টাকা বকেয়া হিসাবে পরবর্তীতে পেয়ে যাবেন। তাই বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ ১৪% ই হবে।
Written by Nabadip Saha