AMRUT Scheme – মহিলাদের ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করলেই ৭ দিনে টাকা পাবেন। কারা যোগ্য?

কেন্দ্র সরকারের অমৃত যোজনা প্রকল্পের মাধ্যমে ৩০০০ টাকা করে পাওয়া যায়। এই প্রকল্প AMRUT Scheme, অমৃত যোজনা প্রকল্প, Amrut Yojana, अमृत ​​योजना, Lok Pahal প্রভৃতি নামে অবিহিত করা হয়। AMRUT এর অর্থ হলো Atal Mission for Rejuvenation and Urban Transformation. এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মহিলাকে নিয়োগ করা হচ্ছে অমৃত মিত্র (AMRUT Mitra) হিসেবে। এই প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, আবেদন পদ্ধতি ও নিয়ম কানুন জেনে নিন।

AMRUT Scheme AMRUT Yajana for Women Empowerment

অমৃত যোজনা প্রকল্পের উদ্দেশ্য

অমৃত সরোবর যোজনা 24 শে এপ্রিল 2022-এ চালু করা হয়েছিল। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর আজাদী কা অমৃত মহোৎসব মিশনের অঙ্গ হিসেবে এই প্রকল্পটি শুরু হয়। উদ্দেশ্য ছিল পানীয় জল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবহার বাড়ানো। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় 75টি অমৃত সরোবর (পুকুর) উন্নয়ন/পুনরুজ্জীবিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়

এই প্রকল্পের (अमृत ​​योजना) পরিচালনার দায়িত্ব বিভিন্ন রাজ্যের সরকারের হাতে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। মোট ২৪০০০ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প চালু করেছে সরকার। এখনো পর্যন্ত ৬৮,১১৯ টি অমৃত সরোবরের কাজ সম্পন্ন করা হয়েছে। এখনো বাকি রয়েছে ১৫০০০ এর কাছাকাছি কাজ।

যেখানে কাজ করে প্রতি মাসে তারা আয় করছেন ৩০০০ টাকা। মাত্র ৭ দিনের মধ্যেই টাকা ঢুকে যাচ্ছে সকলের ব্যাংক একাউন্টে। কি এই যোজনা? কাদের জন্য চালু করা হয়েছে? কিভাবে এখানে আবেদন করবেন? সবকিছু বিস্তারিত দেখে নিন।

আরও পড়ুন, রেশন কার্ড থাকলেই ৭ ভাবে টাকা দিচ্ছে সরকার। কোন প্রকল্পে আপনি পাবেন, জেনে নিয়ে আবেদন করুন

অমৃত যোজনার বৈশিষ্ট্য

১. এর আওতায় সচেতনামূলক শিবিরের আয়োজন, পানীয় জলের পরীক্ষা-নিরীক্ষার জন্য রাসায়নিক কিট ব্যবহার ও সকলের বাড়ি বাড়িতে পানীয় জলের সংযোগও পৌঁছে দেওয়া হচ্ছে।
২. পানীয় জল সংরক্ষণের জন্য ১৬৬ টি হ্রদ ও পুকুর সংস্করণ করার কাজ শুরু হয়েছে। যেগুলোর নাম দেওয়া হয়েছে ‘অমৃত সরোবর।’
৩. গ্ৰাম ও শহর উভয় এলাকাতেই পানীয় জলের সচেতনতা প্রচার এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি করা হয়েছে।

৪. অমৃত যোজনার আওতায় মহিলাদের নিয়োগ করা হচ্ছে অমৃত মিত্র হিসেবে। যেখানে তাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করতে হচ্ছে পানীয় জলের ব্যবহার সম্পর্কে।
৫. অমৃত মিত্র হিসেবে কাজ করে সেই মহিলারা প্রতিমাসে পাচ্ছেন ৩০০০ টাকা করে বেতন। যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করছে।
৬. এই প্রকল্পে যোগদানের ৭ দিনের মধ্যেই এই টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যান তারা।

click here

কারা আবেদন করতে পারবেন?

বর্তমানে সমস্ত রাজ্যে এখনও এই প্রকল্প চালু হয়নি। ভারতে সর্বপ্রথম উড়িষ্যা রাজ্যে এই প্রকল্প চালু হয়। এবং এরপর চন্ডিগড়ে এই প্রকল্প জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এই AMRUT Scheme প্রকল্প হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক ও মহারাষ্ট্রে চালু রয়েছে। গতকাল নতুন সরকার গঠনের পর এবার হয়তো আরও কিছু রাজ্যে এই প্রকল্প চালু হতে পারে। সুতরাং বর্তমানে উক্ত রাজ্যের বাসিন্দারাই এই প্রকল্পের যোগ্য।

আরও পড়ুন, প্রতিমাসে ৩০ হাজার টাকা আয় করতে হলে, এই কাজ শুরু করুন।

পশ্চিমবঙ্গে অমৃত যোজনা প্রকল্প

পশ্চিমবঙ্গেও AMRUT Scheme শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের ৫৫ টি বড় শহর কে চিহ্নিত করা হয়েছে, যেখানে ১ লাখের ও বেশি জনসংখ্যা রয়েছে। যেখানে মোট ৪৭৯ টি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে,৪৩ টি জল সরবরাহের জন্য, ৭ টি নিষ্কাশনের জন্য, ৩ টি পয়ঃনিষ্কাশন ও সেপ্টেজ ব্যবস্থাপনার জন্য, ২ টি নন-মোটরাইজড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের জন্য এবং ৪২৪ টি গ্রীন স্পেস ডেভেলপমেন্টের জন্য পরিকল্পনা করা হয়েছে। আর এই কাজ শুরু হলে প্রচুর লক নেওয়া হবে। এই সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের এই ওয়েবসাইটে রয়েছে। কাজ শুরু হলে আবেদন শুরু হতে পারে। পরবর্তী আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment