গত কয়েক বছর ধরেই বৈশাখ মাস শুরুর থেকেই অস্বাভাবিক মাত্রায় গরম পড়ে, যার জেরে একাধিকবার Summer Vacation তথা গরমের ছুটি একাধিক বার বাড়ানো হয়েছে। আর এবছরও তার ব্যতিক্রম নয়। বৈশাখের শুরু থেকেই অতিরিক্ত গরমের তীব্রতায় স্কুল ছাত্র ছাত্রীদের (School Students) স্কুলে ক্লাস করা ও যাতায়াতে অনেকটাই সমস্যা হচ্ছিল। বাতাসে এতটাই গরমের তাপ যে চোখ জ্বালা থেকে শুরু করে অনেক রকম অসুস্থতায় ভুগতে হচ্ছিল ছাত্রছাত্রীদের। তাপমাত্রার পারদ কোনো কোনো দিন ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছিল।
Summer Vacation Extend in West Bengal Schools
যদিও গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) পড়ার কথা ছিল ২ মে থেকে ৬ই জুন পর্যন্ত। কিন্তু তাপমাত্রার এতটাই ক্রমবর্ধমান দশার জন্য নির্দিষ্ট তারিখের অনেক আগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর (West Bengal Department of School Education).
তাই ২২ শে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। প্রায় একমাসের বেশি সময় গরমের ছুটি কাটিয়ে ৩ জুন পুনরায় স্কুলগুলো খোলার (School Reopen) কথা ছিল।
এরই মধ্যে মে মাসে হঠাৎ কালবৈশাখী ও নিম্নচাপ হওয়ায় পরিবেশ ও প্রকৃতি অনেকটাই ঠান্ডা হয়েছিল। তাপমাত্রার পারদ অনেকটাই কমে এসেছিল তাই স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ।
কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তিতে এই বলা হয় যে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন শুরু হবে না। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের শিক্ষা কর্মীরা স্কুলে ৩রা জুন থেকে উপস্থিত হতে পারবেন।
তবে এমন কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কারণ হলো যেহেতু ৪ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে এবং সরকারি সমস্ত স্কুলগুলিকে ভোট কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল তাই স্কুলগুলিতে এখনো পর্যন্ত পঠন-পাঠনের অনুকূল পরিবেশ নেই তাই আপাতত স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে গিয়ে বিদ্যালয় গুলোকে পঠন পাঠনের উপযোগী করে তুলবেন আর তারপরেই ছাত্র ছাত্রীরা ১০ জুন থেকে পুনরায় বিদ্যালয়ে আসতে পারবে অর্থাৎ এই ৭ টা দিন আরও অতিরিক্ত ছুটি থাকছে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য।
দীর্ঘকালীন ছুটিতে সিলেবাস নিয়ে চিন্তা
তবে এই বছর গরমের ছুটি যে কটা দিন থাকার কথা ছিল তার থেকে অনেক বেশি লম্বা গরমের ছুটি (Summer Vacation) পেয়েছে ছাত্রছাত্রীরা। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে সেই সাথে স্কুল খুললেই পরীক্ষা চালু হলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিলেবাস (Syllabus) কভার করতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবক ও পড়ুয়ারা সেই সাথে শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের এককালীন বিরাট অংকের অর্থলাভ! আদালতের রায়ে অবশেষে দীর্ঘ ১১ বছরের দাবী পূরণ
তার মধ্যে ইলেভেনের জন্য এবার একেবারে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে কিন্তু গরমের ছুটি (Leave) এতদিন লম্বা থাকার কারণে সেই নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা তেমনটা হতেই পারেনি। তাই সেদিক থেকে চিন্তায় রয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা।
তবে শিক্ষা দপ্তর (School Education Department) থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল খুললে যেন অতিরিক্ত ক্লাস করানো হয় তাদের সিলেবাস কভার করার জন্য।
এরই মধ্যে লোকসভা ভোটের জন্যও স্কুলগুলো বন্ধ রাখার কথা ছিল। যেহেতু গরমের ছুটি পড়ে গেছিল তাই লোকসভা ভোটের জন্য আলাদা করে কোন স্কুল ছুটি দেওয়ার দরকার পড়েনি। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হয় ৪ ঠা জুন। এদিকে আবারও রীতিমতো তাপমাত্রা পারদের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। প্রত্যেক দিনই অসম্ভব গরমের জন্য হাঁসফাঁস করছে মানুষজন। দুপুরবেলা বাইরে বেরোনোই কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে।
৪০ ডিগ্রিকে ছাড়িয়ে যাচ্ছে কোন কোন সময় তাপমাত্রার পারদ। যদিও ১০ ই জুন স্কুল খুলে যাওয়ার কথা তবে হঠাৎ যেভাবেই আবারো গরম পড়া শুরু হয়েছে তাতে অভিভাবক এবং শিক্ষক, শিক্ষার্থীদের আশঙ্কা করে বসছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হয়তো আবারো বাড়িয়ে দেওয়া হয় গরমের ছুটি।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জোড়া বেতন বৃদ্ধি। প্রত্যেক কর্মীর প্রায় ৭% বেতন বাড়ছে।
এদিকে গরমের ছুটিতে ছাত্র ছাত্রীরা বাড়িতে সেইভাবে পড়াশুনা করেনি বললেই চলে, অন্যদিকে ইলেভেন থেকে এবারের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেই নতুন পদ্ধতি সম্পর্কে অতটা অবগত নন ছাত্র-ছাত্রীরা। শিক্ষক শিক্ষিকারাও অনলাইনের মাধ্যমে তেমন ক্লাস নিতে পারেননি। তাই আবারও যদি স্কুল বন্ধ হয় তাহলে কিভাবে সিলেবাস শেষ হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর সকলেই।
একাধিক রাজ্যের বাড়লো গরমের ছুটি
অন্যদিকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫২ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে। তাই উত্তরপ্রদেশ সরকার ১৮ই জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিহারে ৭ম দফার ভোট চলাকালীন ১০ জন ভোটকর্মী শিক্ষক সহ মোট ১৪ জন হিটস্ট্রোকে মারা গেছেন। যার জেরে ফের বাড়ানো হয়েছে গরমের ছুটি।
জানা যাচ্ছে, রাজস্থানেও ১৭ই মে অবধি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাপমাত্রার পারদ বাড়তে থাকায় সেখানেও গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। নতুন করে ঘোষণা রাজস্থান সরকার ঘোষনা করেন আগামী ৩০ শে জুন পর্যন্ত স্কুলগুলো ছুটি থাকবে।
আরও পড়ুন, LIC এর বাম্পার পলিসি, মাসে 1000 টাকা জমিয়ে সরকারি চাকরির মতো সুবিধা নিন।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যেও আবারও তাপমাত্রা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ফলে প্রচন্ড গরমে অস্বস্তি বেড়েছে মানুষজনের।
তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও আবারও গরমের ছুটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই সম্পর্কিত এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তবে আগাম কোনও নির্দেশ না থাকলে আগামী সোমবার থেকেই স্কুল খুলবে। যদিও তার আগে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকে, সেই ব্যাপারে নজর অবশ্যই রয়েছে আধিকারিকদের।
পরবর্তী কোনো আপডেট পেতে চোখ রাখুন EK24 News এ।