সারা দেশে রেশন কার্ড তথা Ration Card ও রেশন ব্যবস্থা (Rationing System) এবং বিনামূল্যে রেশন বা Free Ration নিয়ে নতুন নিয়ম বেঁধে দিলো খাদ্য মন্ত্রক। সরাসরি বিনামূল্যে রেশন বন্ধ না করলেও, এবার থেকে আর ফ্রিতে রেশন পাবেন না বহু মানুষ। তৃতীয়বার ক্ষমতায় এসে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি।
Free Ration Scheme in India
সবেমাত্র লোকসভা ভোট শেষ হয়েছে দেশে। এবং এরই মধ্যে ২৯৪ টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে NDA তথা বিজেপি, অন্যদিকে ২৩২ টি আসন পেয়েছে INDI জোট। এখনো কেন্দ্রে নতুন সরকার প্রতিষ্ঠিত হয় নি। তার আগেই খাদ্য দপ্তরের এক খবরে মাথায় হাত পড়েছে দেশের রেশন কার্ড হোল্ডারদের। গরীব দুঃখী মানুষদের অন্ন সংস্থান নিশ্চিত করার জন্য চালু হয়েছে রেশন ব্যবস্থা। যার জেরে কার্যত Free Ration থেকে বঞ্চিত হতে পারেন প্রচুর সাধারণ মানুষ।
বিনামূল্যে রেশন কেন জরুরী?
বিশেষ করে অতিমারী আবহের সময় ও তার পরবর্তী অবস্থা থেকে ফ্রি রেশন চালু হওয়ায় এর দ্বারা আরো বেশি উপকৃত হতে শুরু করেছেন সারা দেশের সাধারণ ও প্রান্তিক মানুষেরা। আর পরবর্তী সময়ে সবাই কাজ ফিরে পাওয়ার পরও দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ওই সামান্য সাহায্যটুকু ও অনেক কে একটু হলেও স্বচ্ছল হতে সাহায্য করেছে। যদিও যাদের অনেক সমপ রয়েছে তাদের ফ্রি রেশনের প্রয়োজনীয়তা না তো থাকতে পারে।
কিন্তু খেটে খাওয়া মানুষের ওইটুকু সাহায্য ছিনিয়ে নিলে কি হবে? আর এরই মধ্যে এবার কোটি কোটি গরীব দুঃখীর রেশন কার্ডই বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এই মাস থেকেই এইসব মানুষদের রেশনে জিনিস দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কাদের কার্ডই বা ব্লক করছে কেন্দ্রীয় সরকার? জেনে নিন তালিকায় আপনারও নাম আছে কিনা।
কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে?
NFSA এর আওতায় চার ধরনের রেশন কার্ড দেওয়া হয় উপভোক্তাদের। যাদের আয় ভালো অর্থাৎ দারিদ্র সীমার ওপরে আছেন তাদেরকে দেওয়া হয় RKSY-1 এবং RKSY-2. অন্যদিকে যাদের স্ট্যাটাস দারিদ্র সীমার নিচে পড়ে (BPL Ration Card) তারা SPHH এবং AAY কার্ডের মাধ্যমে রেশন পান। এর মধ্যে যারা হতদরিদ্র তাদেরকে এ এ ওয়াই ক্যাটেগরির মধ্যে ফেলা হয়। সবচেয়ে বেশি পরিমাণ চাল, গম, আটা প্রদান করা হয় এই কার্ড হোল্ডারদের।
এই কার্ডের সুবিধাভোগীরা অন্ত্যোদয় অন্ন যোজনার (Antyodaya Anna Yojana) অন্তর্ভুক্ত। যাকে অতিমারী যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Garib Kalyan Yojana) নাম দিয়ে সেই রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদির ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট যোজনার অন্তর্ভুক্ত ৮০ কোটি গ্রাহক তাদের কার্ডের ক্যাটাগরি অনুসারে এখনো পাঁচ বছর সেই সুবিধা লাভ করবেন। তবে সম্প্রতি অনেক অন্ত্যোদয় উপভোক্তার রেশন কার্ড বাতিল করে দেওয়ায় কার্যত প্রচুর মানুষ বঞ্চিত হতে চলেছে সেই বিনামূল্যে রেশন প্রকল্প থাকে!
আরও পড়ুন, ব্যাংক একাউন্ট থেকে ৪৫৬ টাকা কেটে নিচ্ছে। দুই দুই বার টাকা কাটার কারন কি জেনে নিন।
কেন বাতিল করা হচ্ছে অন্ত্যোদয়দের রেশন কার্ড?
রেশন কার্ডের রেজিস্ট্রেশন করার সময়ে সমস্ত তথ্য সঠিক জানালে তবেই সেই ব্যক্তিকে রেশন কার্ড দেওয়া হয় এবং তিনি রেশন পান। যদি কেউ ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন সেই ব্যক্তির রেশন কার্ড ব্লক করে দেওয়া হয় সরকার মারফত। জানা যাচ্ছে যে অন্ত্যোদয় যোজনার আওতায়ও এমন কিছু ব্যক্তি সুবিধা ভোগ করছেন যাদের সুবিধা পাওয়ার কথা নয়।
কারা বিনামূল্যে রেশন পাবেন না?
Garib Kalyan Yojana প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত পরিমানে বিনামূল্যে রেশন পেতে হলে তাকে অবশ্যই দরীদ্রসীমার নিচে থাকতে হবে। তবে অনেকেই এই ক্যাটাগরির নন। তেমন কয়েকটি ক্যাটাগরি হলো।
- যেমন অনেকে রয়েছেন যারা ভারতের স্থায়ী বাসিন্দা নন
- আবার কারোর কারোর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি,
- শুধু তাই নয় অনেকের আবার দোতলা বাড়ি রয়েছে
- নিজের নামে গাড়ি রয়েছে
- এমনকি আড়াই একরের বেশি জমিও রয়েছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে নতুন কার্ড দিচ্ছে। এই কার্ড থাকলেই ফ্রিতে চিকিৎসা, ওষুধ, বাসে ট্রেনে যাতায়াত।
আর বিষয়টি খাদ্য মন্ত্রকের নজরে আসার পরই এদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে। সুতরাং বিনামূল্যে রেশন তিনিই এবার থেকে পাবেন, যিনি প্রকৃত গরীব। আর এবার এই ব্যবস্থা আরও কড়া করতে চলেছে কেন্দ্র সরকার। ভোট চলাকালীন ABP আনন্দে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানান, “প্রকল্পের টাকা বা অল্প কিছু সাহায্য দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই গরিবী হটাও অভিযানের মাধ্যমে দেশের গরীবের সংখ্যা শূন্যে আনতে হবে,যাতে সাধারণ মানুষের বিনামূল্যে রেশন (Free ration) বা সাবসিডি যুক্ত LPG রান্নার গ্যাস সিলিন্ডারের প্রয়োজনই না পড়ে।”
তবে এই ঘোষণা দিয়েই সার হলে চলবে না। আগে জনগন কে সেই অবস্থায় তুলতে হবে, তারপর প্রকল্প বা ভর্তুকি তোলার ভাবনা আনা উচিত। এই বিষয়ে আপনি কি মনে করেন, নিচে কমেন্ট করে জানাবেন।
কারা ফ্রি রেশন পাবেন?
তবে যারা RKSY-1 বা RKSY-2 কার্ডে রেশন লাভ করেন তাদের দারিদ্র সীমার উপরে ধরা হয়। এইসব গ্রাহকদের আয় সামান্য বেশি হলেও বা কম বেশি সম্পত্তি, জমি জমা থাকলেও তার জন্য রেশন কার্ডে কোন প্রভাব পড়বে না। কিন্তু তা যদি কারোর অত্যধিক হয় তবে তারও রেশন তালিকা থেকে নাম বাতিল করবে সরকার।
এই মুহুর্তে কি রান্নার গ্যাসের সাবসিডি ও ফ্রি রেশন তুলে দেওয়া উচিত, আপনি কি মনে করেন? নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.