১০ হাজার টাকা পাবে পড়ুয়ারা Aadhar Kaushal Scholarship বা আধার কৌশল স্কলারশিপের মাধ্যমে। দুস্থ ও মেধাবী পড়ুয়াদের শিক্ষায় সাহায্য করার জন্য সরকার এমনকি বেসরকারি সংস্থা গুলো এর আগে অনেক ধরনের স্কলারশিপ (Scholarship) চালু করেছে। যে গুলোর দ্বারা প্রতি বছর উপকৃত হন কোটি কোটি শিক্ষার্থী। এই রকমই একটি স্কলারশিপের বিষয়ে আজ জানাতে চলেছি এই প্রতিবেদনে।
Aadhar Kaushal Scholarship 2024.
যেখানে সর্বনিম্ন 10 হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে সমস্ত পড়ুয়ারা। তার জন্য করতে হবে শুধু সঠিক ভাবে আবেদন। দেশের যে কোন প্রান্তের ছেলে মেয়ে এই Aadhar Kaushal Scholarship এর মাধ্যমে সুবিধা পেতে পারেন। শুধু নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। কাদের জন্য এই স্কলারশিপ? কিভাবে এখানে আবেদন করবেন? সব জানতে হলে নিচে পড়ুন।
আধার কৌশল স্কলারশিপ ২০২৪
Aadhar Kaushal Scholarship টি বেসরকারি স্কলারশিপ (Private Scholarship 2024) গুলির মধ্যে বেশ জনপ্রিয়। আধার হাউসিং ফাইন্যান্স (Aadhar Housing Finance Limited) কোম্পানির পক্ষ থেকে স্কলারশিপটি দেওয়া হয় প্রতি বছর। তবে সাধারণ প্রার্থীদের জন্য কিন্তু এই স্কলারশিপ নয়। কেবল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের (Disabled Students) এই স্কলারশিপ প্রদান করা হয়।
আধার কৌশল স্কলারশিপে কত টাকা পাবেন?
ন্যূনতম ১০০০০ টাকা থেকে এখানে বৃত্তি দেওয়া শুরু হয়। তবে কোর্সের উপর নির্ভর করে সর্বোচ্চ ৫০০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ থাকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে। ২০২৪ ২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের জন্য সম্প্রতি এই স্কলারশিপের (Aadhar Kaushal Scholarship) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যোগ্য তারা এইভাবে আবেদন করুন।
Who are Eligible to Get Aadhar Kaushal Scholarship?
- এই স্কলারশিপ পেতে হলে অবশ্যই বর্তমানে আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী অনুসরণ করতে হবে।
- আগের ক্লাসের পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
- কেবল মাত্র শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরই এই স্কলারশিপে টাকা দেওয়া হবে।
- শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
Documents for Apply on Aadhar Kaushal Scholarship
১. আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
২. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৩. একটি ইনকাম সার্টিফিকেট।
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৬. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৭. ব্যাংকের পাস বই।
৮. আবেদনের সময় আরও কিছু নথি চাওয়া হতে পারে।
Aadhar Kaushal Scholarship Apply Process
১. প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩. রেজিস্ট্রেশন করা না থাকলে নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে তা করে ফেলুন।
৪. লগইনের পর Aadhar Kaushal Scholarship Program 2024-25 এ ক্লিক করুন।
৫. Start Application ক্লিক করে আবেদন করা শুরু করুন।
৬. প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে নিন।
৭. Save and Next করে পরের পেজে এসে উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিন।
৮. আবার Save and Next করে Terms and Conditions সেকশনে গিয়ে Accept বাটনে ক্লিক করুন।
৯. এরপর Preview বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন যাচাই করে নিয়ে Submit বাটন প্রেস করুন।
১০. আবেদন শেষ। নিজের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট নিয়ে নিন।
Aadhar Kaushal Scholarship Last Date to Apply
এই স্কলারশিপের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী ২৩ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। ইচ্ছুক এবং উপযুক্ত প্রার্থীরা আর দেরি না করে শীঘ্রই নিজেদের আবেদন সম্পূর্ণ করূন। আর ওপরে উল্লেখিত সকল তথ্য সম্পর্কে কোন প্রকারের জিজ্ঞাস্য এবং বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.