এই কাজ না করলে রান্নার গ্যাস ও LPG Subsidy পাবেন না। পহেলা জুন এর আগে সকলকে করতে হবে।

১লা জুন থেকে বন্ধ হতে চলেছে রান্নার গ্যাসের ভর্তুকি তথা LPG Subsidy! কিন্তু কেন এমনটা হবে বা কোন গ্রাহকদের জন্য এমনটা হতে চলেছে? সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নিতে চলেছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় থাকা গ্রাহকদের জন্য বিরাট বড় আপডেট। কিন্তু আপনারও যদি রান্নার গ্যাস (LPG Gas) থাকে এবং এটি যদি উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত হয়, তবে নির্দিষ্ট তারিখের আগেই জমা করতে হবে নিজের কেওয়াইসি (KYC) নথি। নইলে পরের মাস থেকেই সিলিন্ডার বুক করলে আর এক টাকাও ভর্তুকি পাবেন না কেউ (Liquefied Petroleum Gas).

LPG Subsidy Will Stop for PM Ujjwala Yojana Holders From 1st June 2024.

উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana LPG Subsidy) চালু করা হয়েছিল গরিব দুঃখী মা বোনেদের রান্নার কষ্ট দূর করার জন্য। এর মাধ্যমে তাদেরকে বিনামূল্যে গ্যাসের সংযোগ (Free LPG Gas) এবং প্রতি সিলিন্ডারের উপর ৩০০ টাকা ভর্তুকি দেয় সরকার। এতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে তেমন কোন কড়াকড়ি ছিল না। তবে বর্তমানে কেন্দ্র জানিয়েছে সুবিধা অক্ষুন্ন রাখতে হলে বায়োমেট্রিক আপডেট (LPG Biometric Update) করাতে হবে গ্রাহকদের। নয়তো এরপর থেকে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে তাদের নামে।

রান্নার গ্যাসে বায়োমেট্রিক আপডেট

রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করা নিয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। সাধারণ এবং উজ্জ্বলা দুই ধরনের গ্রাহকদেরই বলা হয় নির্দিষ্ট তারিখের মধ্যে কেওয়াইসি আপডেট করতে। অনেকেরই ভয় ছিল এই কাজ না করালে হয়তো রান্নার গ্যাসের সংযোগই বিচ্ছিন্ন করে দেবে সরকার। তবে পরে জানানো হয় যে বায়োমেট্রিক জরুরী কেবল ভর্তুকি (LPG Subsidy) চালিয়ে যাওয়ার জন্য।

কাদের এই LPG আপডেট করা বাধ্যতামূলক?

সাধারণ গ্রাহকরা চাইলে তা করাতে পারেন। তবে উজ্জ্বলা গ্রাহকদের যেহেতু মোটা টাকা ভর্তুকি (LPG Subsidy) ঢোকে তাই তাদের এই কাজ করা বাধ্যতামূলক। না হলে তারা আর ভর্তুকি পাবেন না। আর এছাড়াও দেশের সকল রান্নার গ্যাস গ্রাহকদের জন্য এই কাজটি করা বাধ্যতামূলক। আর আপনারা সকলে এই LPG Subsidy পাওয়ার জন্য আপনারা এই কাজটি শীঘ্রই সম্পন্ন করুন।

কত তারিখ পর্যন্ত চলবে বায়োমেট্রিক আপডেট?

প্রথমে ৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করার জন্য। ভর্তুকি (LPG Subsidy) বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি এই প্রক্রিয়া করতে ছুটে যায় মানুষ। কিন্তু প্রথম প্রথম প্রচুর ভিড় বাড়ায় নাজেহাল হতে হচ্ছিল মানুষকে লাইনে দাঁড়িয়ে। তাই সুবিধার কথা চিন্তা করে তেল প্রস্তুত কারো সংস্থা গুলো পরে সিদ্ধান্ত নেয় এই প্রক্রিয়াকে আরো বেশি দিন চালানোর।

সেই মতো ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত সময় সীমা বাড়ানো হয়। কিন্তু তখনও দেখা যায় যে অনেকে বাদ রয়েছেন। তাই গত এপ্রিল মাসে আবার বিজ্ঞপ্তি জারি করে 30 শে জুন পর্যন্ত সেই সময় সীমা তৃতীয়বার বৃদ্ধি করেছে সংস্থা গুলো। আর এই তারিখের মধ্যে সকলকে চূড়ান্ত সতর্ক বার্তা দেওয়া হয়েছে নিজেদের বায়োমেট্রিক (LPG Subsidy) আপডেট করার জন্য।

How to Update Biometric to Get LPG Subsidy

রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের জন্য সাধারণত গ্রাহককে নিজের নিজের গ্যাস ডিলারের অফিসে গিয়ে এই কাজ করতে হচ্ছে। তবে এক্ষেত্রে কারোর বায়োমেট্রিক উঠছে না, কাউকে ডিলার আবার প্রক্রিয়ার জন্য টাকা নিয়ে ঠকাচ্ছে, এরকম আরো নানা সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। যদিও এই ব্যাপারে সতর্ক করে Indian Oil বলেছে বায়োমেট্রিক আপডেটের (LPG Subsidy) জন্য কোন টাকা লাগছে না। তাই কোন ডিলার টাকা চাইলে তা সঙ্গে সঙ্গে নির্দিষ্ট নম্বরে ফোন করে তারা জানাতে বলেছেন গ্রাহকদের।

বিনামূল্যে রেশন সামগ্রী বা Free Ration items

এই দিকে এইসব ঝক্কির কথা ভেবে তেল প্রস্তুতকারক সংস্থা গুলো গ্ৰাহকদের সুবিধার্থে অনলাইন প্রক্রিয়াও চালু করেছে এজন্য। গ্ৰাহকরা বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট অফিসিয়াল অ্যাপ মারফত এই বায়োমেট্রিক আপডেট করে নিতে পারেন ঘরে বসেই। যেমন ভারত গ্যাসের জন্য ‘হ্যালো বিপিসিএল অ্যাপ’ রয়েছে। তেমনই ইন্ডিয়ান অয়েল এবং এইচপি গ্যাসের গ্রাহক রাও সংস্থার নির্দিষ্ট অ্যাপ থেকে বায়োমেট্রিক (LPG Subsidy) করতে পারেন ঘরে বসেই।

মাসিক আয় ২০ হাজার টাকা হলে, ১ কোটি টাকা জমাতে কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।

আবার Mylpg ওয়েবসাইট মারফত যে কোন সংস্থার গ্রাহকরা আধার লিঙ্ক (LPG Subsidy) করতে পারেন। এটি একটি সরকারি ওয়েবসাইট। রান্নার গ্যাসের কেওয়াইসি আপডেটের জন্য প্রথমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে আবেদনকারীদের। যার মধ্যে রয়েছে নাম, গ্রাহক নম্বর, স্বামী কিংবা বাবার নাম। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রমাণ জমা দিতে হবে। যেমন ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লিজ চুক্তি, ভোটার আইডি কার্ডের জেরক্স, পাসপোর্ট, রেশন কার্ডের জেরক্স ইত্যাদি।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment