Prachesta Scheme – লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রতিমাসে ১০০০ টাকা পাবেন। পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন কবেন?

এবারে প্রতিমাসে ১০০০ টাকা পাবেন সবাই Prachesta Scheme বা প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) কথা আমরা সবাই জানি। রাজ্যের মা বোনেদের প্রতিমাসে এখন ১০০০ এবং ১২০০ টাকা করে ভাতা দেওয়া হয় এর মাধ্যমে। তবে এবার আরও একটি প্রকল্পের (Prochesta Prokolpo) মাধ্যমে ১০০০ টাকা ভাতা পাওয়ার সুযোগ রয়েছে রাজ্যবাসীর (Government of West Bengal).

West Bengal Prachesta Scheme Online Apply Process.

পশ্চিমবঙ্গে চালু হয়েছে নতুন একটি প্রকল্প (New Govt Scheme). যার নাম প্রচেষ্টা প্রকল্প (Prochesta Prokolpo) যেটা আমরা আগেই জেনেছি। আর যেখানে আবেদন করলেই পাওয়া যাবে নগদ ১০০০ টাকা ভাতা প্রতিমাসে। আপনি কি এই সুবিধা পেতে চান। তবে আগে জেনে নিন,

  • এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি?
  • আবেদন করতে হবে কিভাবে?
  • কি কি সুবিধা পাবেন?
  • কাদের জন্য এই প্রকল্প?

পশ্চিমবঙ্গে প্রচেষ্টা প্রকল্প ২০২৪

অতিমারীর সময় থেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই Prachesta Scheme. এটাও রাজ্য সরকারের অন্যান্য ভাতা প্রকল্প গুলোর মধ্যে একটি। করোনার সময় রাজ্যের বহু মানুষ নিজের জীবিকা হারিয়ে ফেলে। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মী তারা বেশি বিপদে পড়েছিলেন। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই রাজ্য সরকার এই প্রকল্প চালু করে তখন।

এই Prachesta Scheme এর মাধ্যমে প্রতিমাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় সেই সমস্ত ব্যক্তিদের ব্যাংক একাউন্টে। এতে স্বাচ্ছন্দ না থাকলেও কোন রকমে জীবন ধারণ করতে পারেন তারা। “নেই মামার থেকে কানা মামা শ্রেয়” এই বাংলা প্রবাদ বাক্য আমাদের সকলের জানা। আর যেই সকল মানুষ এই কথা বিশ্বাস করেন তারা এই প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।

Prachesta Scheme eligibility

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আগেই বলা হয়েছে যে অসংগঠিত ক্ষেত্রের কর্মী।
৩. যারা করোনার সময়ে কাজ হারিয়েছেন তারাই আবেদন করতে পারবেন এই Prachesta Scheme.
৪. আবেদনকারী যেন সেই পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে থাকেন।

৫. ওই পরিবারের অন্য কোন সদস্য কর্মরত হওয়া চলবে না।
৬. একটি পরিবার থেকে একজন সদস্যই সুবিধা পাওয়ার যোগ্য।
৭. এখানে পরিবার বলতে স্বামী স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে।
৮. আবেদনকারী সদস্যের অন্য কোন সরকারি প্রকল্পে (West Bengal Government Scheme) বর্তমানে সুবিধা পাওয়া চলবেনা।

বিনামূল্যে রেশন সামগ্রী বা Free Ration items

Prachesta Scheme Apply Process

  • যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইন মারফত আবেদন জানাতে হবে।
  • এই জন্য পৌরসভার অফিসে অথবা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে (DM Office) গিয়ে Annexure A ফর্ম নিতে হবে।
  • তারপর সেই ফরম নিজের হাতে ফিলাপ করে জমা করে দিতে হবে।
  • সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। সেই গুলোর জেরক্স জমা করতে হবে।
  • আবেদনের কাজ শেষ। আপনি উপযুক্ত হয়ে থাকলে ফোনে কনফার্মেশন মেসেজ পাবেন টাকা পাওয়ার।

এই প্রকল্পে ছেলে মেয়ে সবাই মাসে ২৫০০ টাকা পাবেন। Employment Bank এ আবেদন করলেই লক্ষ্মীর ভান্ডারের মতো টাকা পাবেন।

Prachesta Scheme Apply Last Date

প্রচেষ্টা প্রকল্পের (Prochesta Prokolpo) জন্য আবেদন গ্রহণ করা সেই করোনার সময় থেকেই শুরু হয়েছে এবং এখনো জারি আছে। এখানে আবেদন করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই। ব্যক্তি যোগ্য হয়ে থাকলে নিকটবর্তী ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হলে সেখানে গিয়েও সরাসরি আবেদন করতে পারেন।
এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং প্রকল্প ও বিভিন্ন দরকারি তথ্য পেতে Ek24 News Follow করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment