একটি ব্যাংক একাউন্ট (Bank Account) থাকা প্রত্যেকেরই দরকার। আর এখন দেশের জনগণের কাছে Zero Balance Savings Account বা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ প্রত্যেক ব্যাংকে আর ফ্রিতে একাউন্ট খোলা যাচ্ছে না! একাউন্ট খোলার জন্য প্রত্যেককেই মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) রাখতে হচ্ছে একাউন্টে। কিন্তু কোন কোন ব্যাংকে এই পরিমাণ এত বেশি যে অনেকেই এই টাকা জমা দিতে সক্ষম হন না।
Top Best Zero Balance Savings Account 2024.
আর এই জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMJDY Yojana (Pradhan Mantri Jan Dhan Yojana) 15ই আগস্ট ২০১৪ সালে শুরু করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের যাতে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায়। আর এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে ৫১ কোটি ৫ লাখ জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট (Zero Balance Savings Account) আছে। আর প্রতিদিন অন্তর এই সুবিধা বৃদ্ধি পাচ্ছে।
ব্যাংকে শুধু টাকা পয়সা তো জমাই রাখা হয় না, সেই টাকার ওপর অনেক লাভও পায় গ্রাহক। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই ব্যাংকে একাউন্ট রয়েছে। কিন্তু জানেন কি, সব ব্যাংক গ্রাহকদের এক রকম সুবিধা দেয় না। কোনো ব্যাংকে সেভিংস একাউন্টে সুদ কম দেওয়া হয়, আবার কোনো ব্যাংকে একাউন্টের উপর বাড়তি চার্জ কাটা হয়। ফলে ব্যাংকের লাভ বেশি, কিন্তু গ্ৰাহকের লাভ কম হয়। তাই Zero Balance Savings Account খোলা ভালো যেখানে আপনি সুবিধা বেশি পাবেন।
ভারতে কয় ধরণের ব্যাংক একাউন্ট আছে?
আমরা ব্যাংকে অনেক ধরনের একাউন্ট খুলে থাকি। যেমন সেভিংস একাউন্ট (Savings Account), কারেন্ট একাউন্ট (Current Account), স্যালারি একাউন্ট (Salary Account), জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট (Zero Balance Savings Account) ইত্যাদি। এর মধ্যে জিরো ব্যালেন্স একাউন্ট হলো সবচেয়ে সুবিধা জনক। কারণ এই একাউন্ট চালানোর জন্য কোন নূন্যতম ব্যালেন্স রাখার প্রয়োজন পড়ে না।
জিরো ব্যালেন্স একাউন্টের সুবিধা
এইখানে কোন রকম হিডেন চার্জ কাটা হয় না এবং ১ টাকাও আপনাকে একাউন্ট খোলার (Online Zero Balance Account) সময় দিতে হয় না। এছাড়াও একটি জিরো ব্যালেন্স একাউন্টে (PMJDY Zero Balance Account) বিমা সহ অন্যান্য সুবিধাও দেয় সরকার। এই একাউন্ট গুলো প্রধানত দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের ব্যাংকিং সিস্টেমের সুবিধা দেওয়ার জন্য তৈরি।
কোন ব্যাংকে জিরো ব্যালেন্স একাউন্ট খুলবেন?
দেশের যে কোনো পাবলিক (PSU) অথবা প্রাইভেট সেক্টর ব্যাংকে (Private Sector Bank) আপনি জিরো ব্যালান্স একাউন্ট (Open Zero Balance Savings Account Online) ওপেন করতে পারেন। কিন্তু আপনি যদি সুবিধা বেশি পেতে চান তাহলে এই জন্য সেরা কয়েকটি ব্যাংকের নাম দেওয়া হলো নিচে। দেশের সব ব্যাংকেই সমান সুবিধা আপনারা পাবেন।
Zero Balance Savings Account Open Bank List
- IndusInd Bank
- RBL Bank
- IDFC Bank
- ICICI Bank
- Kotak Mahindra Bank
- Axis Bank
- Yes Bank
Interest Rate of Zero Balance Savings Account in Different Banks
১. RBL ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস একাউন্টে সুদের হার দেওয়া হয় বার্ষিক ৭ শতাংশ।
২. IDFC ব্যাংক দেয় ৬.৭৫ শতাংশ।
৩. IndusInd ব্যাংকে জিরো ব্যালেন্স একাউন্ট ধারীদের সুদ দেওয়া হয় ৪ শতাংশ।
৪. Axis Bank সুদ দেয় ৪ শতাংশ।
৫. Kotak Mahindra ব্যাংকে সুদের পরিমাণ বার্ষিক ৩.৫০ শতাংশ।
৬. HDFC ব্যাংক সেভিংস একাউন্ট এর উপর বছরে সুদ দেয় ৩ শতাংশ।
৭. দেশের সবচেয়ে বড় ব্যাংক State Bank of India এর গ্রাহকরা Zero Balance Savings Account এর উপর সুদ লাভ করেন বছরে ২.৭ শতাংশ।
Written by Nabadip Saha.
আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন আমি অনাহুত একজন।
চাকরি বাকরি হবে কি????