২৫% বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। নতুন Mobile Recharge Plan দেখে নিন। Jio, AirTe, VI, BSNL tarrif hike

ফের বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। এবার মোবাইলের পরিষেবা চালু রাখতে হলে আরও বেশি খরচে Mobile Recharge করাতে হবে। যার জেরে কার্যত পকেট থেকে খসাতে হবে আরও বেশি টাকা। এমনই একটি আভাস মিলেছে সংবাদ সূত্র মারফত। ভোটের পর রিচার্জ এর উপর শুল্ক বাড়াতে চলেছে টেলিকম কোম্পানি গুলো। যার ফলে চতুর্থ বারের মতো বাড়তে চলেছে রিচার্জের দাম। যতদূর জানা যাচ্ছে, আগের চেয়ে এক ধাক্কায় ২৫ শতাংশ বৃদ্ধি আসতে পারে রিচার্জ ট্যারিফে। যার ফলে অনেকটাই খরচ বাড়বে এরপর রিচার্জের উপর।

Mobile Recharge Tariff Hike After Electionin India.

অ্যাক্সিস ক্যাপিটাল ব্রোকারেজের রিপোর্ট অনুসারে, ফাইভ-জি পরিষেবা (5G Internet) চালু করতে যে বিশাল খরচ হয়েছে তা তোলার জন্যই এবার Mobile Recharge এর উপর অতিরিক্ত ট্যারিফ বসালো কোম্পানি গুলো। জিও (Reliance Jio), এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোন আইডিয়ার (VI) মত জনপ্রিয় সিম কোম্পানি গুলির সকলেই এই এক পরিকল্পনা নিয়েছে। গ্ৰাহক প্রতি গড় আয় বা ARPU (Average Revenue Per User) প্রায় ১৬% বাড়ানো হবে বলে জানিয়েছে কোম্পানি গুলো।

তবে Mobile Recharge এর দাম বাড়লেও তা সবার জন্য একই তা নয়। শহুরে এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য শুল্ক বর্তমানের 3.2% থেকে বেড়ে হবে মাত্র 3.6%. যেখানে গ্রামীণ এলাকার ব্যবহারকারীদের জন্য শুল্কের পরিমাণ বর্তমানে ৫.২ শতাংশ থেকে একবারে ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। আর Mobile Recharge এর দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের পকেটে টান পরতে চলেছে সেই নিয়ে কোন সন্দেহ নেই বললেই চলে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসীকে এয়ারটেলের ARPU ছিল ২০৮ টাকা। অন্যদিকে Vodafone Idea ক্ষেত্রে এর পরিমাণ ছিল ১৪৫ টাকা। আবার Reliance Jio চলতি মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে 181 টাকা গ্রাহক প্রতি গড় আয় ছিল। কিন্তু ভোটের পর থেকে যদি কোম্পানি গুলো ARPU বাড়ায়, তবে জিওর ক্ষেত্রে আরো ২৬ টাকা, এয়ারটেল এর ক্ষেত্রে আরও ২৯ টাকা Mobile Recharge এর দাম বাড়বে। ভোডাফোনের খবর এখনো ঠিক মতো পাওয়া যায়নি।

এর আগেই বিভিন্ন টেলিকম কোম্পানি গুলো বলেছিল সমস্ত 2G এবং 3G প্ল্যান গুলো বাজার থেকে সরিয়ে ফেলা হবে। কারণ বর্তমানে বেশিরভাগ মানুষের হাতে স্মার্টফোন। এই পরিস্থিতিতে 4G এবং 5G প্ল্যানই বেশি চালু আছে। সেক্ষেত্রে পুরনো সংস্থার প্ল্যান গুলো এখনো চালিয়ে যাওয়া মানে কোম্পানির উপর বাড়তি খরচের বোঝা। তাই রিচার্জের দাম যদি একবার বাড়ে সেক্ষেত্রে পুরনো সস্তার প্ল্যান গুলোকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানি গুলো।

তার পরিবর্তে বাজারে চালু করা হবে উন্নত হাই স্পিড দামি রিচার্জ প্ল্যান গুলো। মনে করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ ARPU-তে 10-15% বৃদ্ধি পাবে এবং ব্যবহারকারী প্রতি প্রায় 100 টাকা বৃদ্ধি পাবে। এই দিকে Mobile Recharge এর দাম যদি এই হারে বাড়ে তা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের ওপর। ইতিমধ্যেই গত তিন চার বছরে এক ধাক্কায় অনেকটা বেড়েছে রিচার্জের দাম।

প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMAY Scheme (PM Awas Yojana)

আগে যেখানে ১৪৯ টাকায় ২৮ দিনের জিওর একটি প্ল্যান মিলতো সেটারই এখন দাম হয়েছে ২০৯ টাকা। এয়ারটেল এবং VI এর খরচ তো আরো বেশি। এই দিকে টেলিকম কোম্পানি গুলো পৃথক ডাটা, এসএমএস, কলিং এর প্ল্যান গুলোকেও ক্রমশ সরিয়ে দেওয়ায় মানুষ বাধ্য হচ্ছে Combo Mobile Recharge করাতে। ইতিমধ্যেই কোম্পানি গুলোর গ্রাহক প্রতি গড় আয় ১২০ থেকে ২০০ টাকা বেড়েছে এই কারণে।

হটাত টাকার দরকার হলে ফটাফট পাবেন। Instant Personal Loan মাত্র ৫ মিনিটে দিচ্ছে সরকার। তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের আবেদন।

আগামী দিনে যত Mobile Recharge দাম বাড়বে গ্রাহকদের পকেট ততটাই ফাঁকা হতে থাকবে, আর কোম্পানি গুলোর পকেট ভরতে থাকবে। কিন্তু অনেক সাধারণ মানুষদের মত অনুসারে কিছুটা দাম বাড়লেও যদি পরিষেবা ভালো পাওয়া যায় তাহলে কোন অসুবিধা নেই। কিন্তু এবারে টাকা বাড়িয়ে দিয়েও যদি একই ধরণের সমস্যা থাকে তাহলে আর কিছু বলার নেই!
Written by Nabadip Saha.

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারের মত এবারে ছেলে মেয়ে সবাই প্রতিমাসে ১০০০ টাকা পাবেন। কিভাবে আবেদন কবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment