কয়েকদিন আগে সামাজিক গন মাধ্যমে Electricity Bill তথা কারেন্ট বিলের খবর ভাইরাল হয়েছিলো। তবে সাথে সাথে WBSEDCL তথা রাজ্যের বিদ্যুৎ সংস্থা জানিয়ে দেয়, বিদ্যুৎ নিগম কারেন্ট বিল বাড়ায়নি, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা। তবে এবারের কারেন্ট বিল আসায় কারেন্ট বিল নিয়ে নতুন জল্পনা শুরু হলো। অভিযোগ এবার নাকি বিল বাড়াতে কার্যত নতুন চালাকি বিদ্যুৎ সংস্থা গুলোর!! এমনটাই মনে করছেন অনেকেই। আদৌ কি বিদ্যুৎ বিল বেড়েছে? নাকি বিল না বাড়িয়ে অন্যভাবে চার্জ বাড়িয়ে খরচ বাড়িয়ে নিচ্ছে? নাকি সম্পূর্ণ তথ্যই ভুয়ো বা উদ্দেশ্য প্রণোদিত? জেনে নিন।
WBSEDCL Electricity Bill Increase Fact Check.
গরমে টিকতে পারছে না মানুষ। স্বাভাবিকভাবেই প্রতিটি ঘরে এসি, কুলার, ফ্রিজ ইত্যাদির ব্যবহার বেড়েছে এই মুহূর্তে। বিদ্যুৎ বিলের (Electric Bill) কথা চিন্তা না করে আগে গরমের হাত থেকে বাঁচার কথা ভাবছে মানুষ। কিন্তু অভিযোগ, এই সুযোগে নতুন কায়দায় বিদ্যুৎ বিল বেশি নিতে শুরু করেছে বিদ্যুৎ সংস্থা গুলি।
সম্প্রতি CESC এবং WBSEDCL এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। কোন ঘোষণা না করেই চুপিসারে বিদ্যুতের দাম (Electricity Bill) বাড়িয়ে দিয়েছে তারা? হিসেবে দেখানো হয়েছে, আগে যা ছিল তার চেয়ে কম পক্ষে ৩ গুণ বেড়েছে ইউনিট প্রতি বিদ্যুতের দাম (WBSEDCL Electricity Bill). ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ার যোগাড় হয়েছে এখন।
CESC WBSEDCL Electricity Bill Tariff Price Hike?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইলেকট্রিসিটি বিল ভাইরাল হতে দেখা গেছে। ওই বিলে দাবি করা হচ্ছে যে এরপর থেকে দাম বাড়ানো হয়েছে বিদ্যুতের। চালাকি করে ইউনিটের দাম (Electric Unit Price) না বাড়িয়ে স্ল্যাব কমিয়ে দেওয়া হয়েছে ওই বিলে। ফলে আরও বেড়েছে বিদ্যুতের দাম। বিলে দেখানো হয়েছে, ডোমেস্টিক কাস্টমারদের জন্য পুরনো ট্যারিফ গুলি সরিয়ে নতুন ট্যারিফ চালু করেছে।
যেখানে দেখা যাচ্ছে, প্রথম ৭৭ ইউনিটের দাম নেওয়া হবে ৫ টাকা ৪ পয়সা, পরের ৫৮ ইউনিটের জন্য ৬ টাকা ৩৩ পয়সা, তৃতীয় বারের ৯০ ইউনিটের জন্য ৭ টাকা ১২ পয়সা, ১৯৬ ইউনিটের জন্য ৭ টাকা ৬৯ পয়সা এবং ২২৫ ইউনিটের জন্য ৭ টাকা ৫২ পয়সা নেওয়া হবে এরপর থেকে। ফলে নতুন হিসাব অনুযায়ী প্রায় তিন গুণ বেড়ে গিয়েছে বিদ্যুৎ খরচ। আগে ২৫০ ইউনিট বিদ্যুতের দাম যদি নেওয়া হত ১৫৬৩ টাকা, তো এখন নেওয়া হবে ১৭৪৮ টাকা।
আগে ৩০০ ইউনিট বিদ্যুত খরচ করলে যেখানে লাগত ১৬৯৯ টাকা। এখন সেই খরচা বেড়ে হবে ১৯৫৯ টাকা। এই দিকে এইভাবে বিদ্যুৎ খরচ হঠাৎ করে বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। একদিকে এত গরমে টেকা দায়। আর তার ওপর কোন ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুতের দাম (WBSEDCL Electricity Bill). একে বিদ্যুৎ কোম্পানি গুলোর বেশি টাকা নেওয়ার চালাকি বলে মনে করছে সকলে।
আরও পড়ুন, মহিলাদের ৫০০০ টাকা দেবে সরকার। PMMVY প্রকল্পে মায়েরা আবেদন করুন।
কারণ যেখানে কয়লার দাম বাড়েনি, জিএসটি (GST) কমে অর্ধেক হয়ে গিয়েছে সেখানে বিদ্যুতের দাম হঠাৎ করে কেন বাড়লো? রাজ্য বিদ্যুৎ দপ্তরের অনুমতি ছাড়াই কোম্পানি গুলি এই কাজ করেছে বলে খবর। যা অত্যন্ত অন্যায়! এই কারণে কোম্পানি গুলির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ করেছেন গ্রাহকেরা। এখনো তার কোনো উত্তর মেলেনি।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন বিদ্যুৎ কর্মী ও প্রযুক্তিবিদ আন্দোলনের সর্বভারতীয় নেতা প্রশান্ত নন্দী চৌধুরি। তিনি বলেন, “অর্ডারে নেই, অথচ বিল করা হচ্ছে, এটা অন্যায়। ভুল স্বীকার করে এই অতিরিক্ত অর্থ অবশ্যই ফেরত দিতে হবে সাধারণ মানুষকে।” কিন্তু এখন পর্যন্ত Electric Bill বা পশ্চিমবঙ্গে কারেন্টের বিল বৃদ্ধি নিয়ে কোন ধরণের অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আর এরপরই কারেন্ট বিল নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত।
PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। Fixed Deposit এর টাকা যখন খুশি তুলুন, জরিমানা হবে না
আর এই সম্পূর্ণ তথ্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ওপরে ভিত্তি করে জন সাধারণের উদ্দেশ্যে প্রকাশিত করা হয়েছে। তাই এই খবর বিশ্বাস না করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নিয়ে কোন ধরণের জিজ্ঞাস্য থাকলে আপনারা কোম্পানির হেল্পলাইন নম্বর অথবা সরাসরি ইলেকট্রিক জমা দেওয়ার অফিসে গিয়ে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। এবং নিয়মিত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
অবশেষে SSC মামলায় অযোগ্য শিক্ষকদের ডাকতে শুরু করলো CBI. এবার মূল মাথা ধরা পড়বে।
Lakhir bhander er taka ai bhabe nebe
Amar goto bochor April 2023 e bill Chilo 2860 ac and fan niye . Ei bochor bill eseche 3880 eki unit er connect.