দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এর তরফে মাঝে মধ্যেই নানা ধরনের অফার (Jio Offers) দেওয়া হয় তার গ্রাহকদের। যেমন রিচার্জের (Jio Recharge Plan) উপর বিভিন্ন ডিসকাউন্ট কুপন, ক্যাশব্যাক এবং অতিরিক্ত ডেটা ইত্যাদি। বর্তমানেও এই রকম একটি রিচার্জ অফার দিচ্ছে জিও, যেখানে প্রতিদিন ২ জিবি ডাটা তো গ্রাহকরা পাচ্ছেনই। সঙ্গে আরো ২০ জিবি ডাটা অতিরিক্ত দেওয়া হচ্ছে।
Reliance Jio IPL Plan 2024.
আসলে এখন আইপিএল (TATA IPL 2024) খেলা চলছে। তাই এই আবহে যাতে ক্রিকেটপ্রেমীদের ডাটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করে ম্যাচ দেখতে বিঘ্ন না ঘটে, সেই জন্যই এই নতুন ক্রিকেট প্ল্যান অফার চালু করেছে কোম্পানি। কত টাকা দিয়ে এর রিচার্জ (Jio 5G Recharge) করতে হবে? কিভাবে রিচার্জ করবেন? সে সব বিষয়ে জানানো হলো।
New IPL Plan
রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য বর্তমানে দুটি ক্রিকেট প্ল্যান চালু করেছে। গ্রাহকদের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা জনক দামে এই প্ল্যান গুলি প্রদান করছে কোম্পানি। দুটির মধ্যে একটি দিয়ে রিচার্জ করলে আপনি পাবেন ২০ জিবি ডাটা অতিরিক্ত। এটার দাম একটু বেশি। আবার অন্যটি দামে সস্তা, কিন্তু এখানে বাড়তি ডেটা দেওয়া হবে মাত্র ৬ জিবি। চলুন দেখে নেয়া যাক প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিতভাবে।
20 GB Bonus
রিলায়েন্স জিওর এই Jio IPL Plan দিয়ে রিচার্জ করলে আপনি পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং ২ জিবি করে ডাটা। সেই সঙ্গে ক্রিকেট অফার হিসেবে বর্তমানে দেওয়া হচ্ছে আরো ২০ জিবি ডেটা অতিরিক্ত। আপনি যদি বেশি ইন্টারনেট ব্যবহার করেন তবে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত। এছাড়াও থাকছে বিভিন্ন Jio Apps যেমন Saavn, Cinema,TV, Cloud ইত্যাদির ফ্রি সাবস্ক্রিপশন।
প্ল্যানের বৈধতা মোট ৯০ দিন অর্থাৎ একবার রিচার্জ করালে তিন মাস আপনি জিও নেটওয়ার্কে Unlimited সুবিধা পাবেন। এই প্ল্যানটি রিচার্জ করতে লাগবে ৭৪৯ টাকা। আর এই Jio 749 Recharge Plan অনেক পুরনো হলেও আপনারা এই প্ল্যানের মাধ্যমে এখন বর্তমানে অতিরিক্ত 20 GB ডেটা পেয়ে যাবেন। আর যে কয়দিন এই IPL চলছে অর্থাৎ ২৬শে মে এর মধ্যেই করতে হবে।
6 GB Bonus IPL Plan
এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং, ১০০ টি করে এসএমএস এবং 2 GB ডাটার সুবিধা প্রতিদিন। তবে বোনাস অফার হিসেবে এখানে গ্রাহক পাচ্ছেন 6 জিবি ডাটা অতিরিক্ত। সেই সঙ্গে Jio Saavn, Cinema, TV, Cloud সহ বিভিন্ন জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকছে আগের প্ল্যান এর মতোই। এই প্লানটি দিয়ে রিচার্জ করালে আপনি জিও নেটওয়ার্কে ২৮ দিন আনলিমিটেড সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের জন্য আপনার খরচ হবে ৩৯৮ টাকা।
How to Get The Jio IPL Plan Offer?
১. প্রথমে আপনাকে নিজের ডিভাইসে My Jio অ্যাপ ইন্সটল করতে হবে অথবা ইনস্টলড থাকলে তা ওপেন করে নিতে হবে।
২. এরপর Recharge সেকশনে গিয়ে Cricket Plan ট্যাবে ক্লিক করতে হবে।
৩. এরপর দুটির মধ্যে আপনি যে প্ল্যান দিয়ে রিচার্জ করবেন সেটিকে নির্বাচন করে Jio IPL Plan বাটনে ক্লিক করতে হবে।
৪. তারপর পেমেন্ট পেজ খুলবে।
৫. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং মধ্যে যে কোন একটি পদ্ধতি নির্বাচন করুন।
৬. সঙ্গে কোনো অফার কুপন থাকলে Apply Coupon এ ক্লিক করে সেটিকে এপ্লাই করে দিন।
৭. Pay বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করে দিলেই রিচার্জ হয়ে যাবে এবং অফার অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার নম্বরে।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। সবার মনের আশা পূরণ হলো।