Ration – রেশন কার্ড গ্রাহকদের সুবিধার্থে রেশন দোকানে চালু হচ্ছে নতুন সুবিধা।

গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে রেশন (Free Ration) সেই অতিমারি কাল থেকে সরকার দেওয়া শুরু করেছে। যাতে উপকৃত হয়েছেন কয়েক কোটি মানুষ। এবার রাজ্যের মানুষের স্বার্থে আরও এক বিরাট উদ্যোগ নিল এই রাজ্য সরকার (State Government). সাধারণ মানুষের টানাপোড়েন কমাতে এবার এক জায়গাতেই সমস্ত সরকারি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

রেশন দোকানে চালু হচ্ছে নতুন সুবিধা

রেশন দোকান গুলিতেই (Ration Shop) তৈরি করা হবে কমন সার্ভিস সেন্টার বা CSC. এতদিন রেশন দোকানে কেবল রেশন দেওয়ার কাজই হতো, কিন্তু এই CSC চালু হওয়ার পর থেকে আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি থেকে শুরু করে রেশনের সঙ্গে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) বা কোন সরকারি প্রকল্পের আবেদন সবই করা যাবে রেশন দোকান থেকেই। যাতে সময় এবং পরিশ্রম দুই কম খরচ হবে সাধারণ মানুষের। ফলে সুবিধা হবে আরও।

Ration Card গ্রাহকদের নতুন পরিষেবা

রেশন দোকান গুলিকে কমন সার্ভিস সেন্টারে পরিণত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার (Government Of India) সমস্ত রাজ্য গুলিকে এই পরিকাঠামো তৈরি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কাজ শুরু হলেও এতদিন যে পরিষেবা চালু হয়নি সাধারন মানুষের জন্য। এবার অবশেষে তা হল।

সম্প্রতি উত্তর প্রদেশের সরকার সে রাজ্যের সকল রেশন দোকান গুলিতে (Ration Shops) সি এস সি কেন্দ্র স্থাপন করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দ্রুত কাজ চালানো হচ্ছে। চলতি বছরের মধ্যেই সেখানকার সাধারণ মানুষেরা এই অভিনব পরিষেবা পেতে শুরু করবেন। আর এই ব্যবস্থা শুরু করার মাধ্যমে সকল গ্রাহকদের খুবই সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

এখনকার পাওয়া খবর অনুসারে শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারের তরফে এই CSC পরিষেবা সেই রাজ্যের সকল রেশন দোকানে (Ration Shop) শুরু করা হয়েছে। কিন্তু ভবিষ্যতে কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে যদি সকল রাজ্য সরকারেরা এই নির্দেশ লাগু করে তাহলে সকল দেশবাসী এর মাধ্যমে আরও অনেক সুবিধা পেতে পারবেন।

Benefits Of CSC Center Open In Ration Shop

১. এতদিন কারোর রেশনের সঙ্গে আধার কার্ড লিংক না করা থাকলে রেশন দোকান থেকে আবার ঘুরে যেতে হতো সাইবার ক্যাফেতে।
২. কিন্তু এখন রেশন দোকানেই এই পরিষেবা মেলায় আর কষ্ট করতে হবে না।
৩. তবে শুধু রেশন আধার লিঙ্ক নয়, তার সঙ্গে আরও একগুচ্ছ সরকারি সুবিধা এই সমস্ত সিএসসি গুলোতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

ATM Withdrawal Limit (এটিএম থেকে টাকা তোলা)

৪. কারোর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তৈরি।
৫. আধার কার্ডের ডকুমেন্ট আপডেট।
৬. যে কোনো নথিপত্রের কারেকশন করা
৭. প্রিন্ট বের করা।
৮. পিএম উজ্জ্বলা যোজনা, মানধন যোজনা, আবাস যোজনা, কিষাণ যোজনা, এছাড়াও যে কোন রাজ্য সরকারই প্রকল্প ইত্যাদির জন্য আবেদনও করা যাবে এখান থেকে।

আপনার খুব টাকার দরকার? এই নিয়ম মানলে সরকারই সাহায্য করবে।

Employment Generate In Ration Shop For Open CSC Center

তবে এর মাধ্যমে শুধু সাধারণ মানুষেরই সুবিধা হবে না, উপকার পাবেন বেকার যুবক যুবতীরাও। এই সব সিএসসি গুলিতে কাজের জন্য প্রচুর শিক্ষিত ছেলে মেয়েদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে ঘুঁচবে বেকার সমস্যা। তবে এই সুবিধা পরীক্ষামূলকভাবে আপাতত উত্তর প্রদেশের জন্য চালু হচ্ছে। এই ব্যাবস্থা সফল হলে, হয়তো সারা দেশে এই পরিষেবা চালু হতে পারে। আর এই সুবিধা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, প্রতিমাসে ATM থেকে ফ্রিতে কতবার টাকা তুলতে পারবেন? নতুন নিয়ম জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment