এবার থেকে বীমা বা Insurance Policy আরও সহজ হলো। সাধারণ মানুষের সুবিধায় সমস্ত বীমা পলিসি নিয়ে নতুন নিয়ম চালু হলো।

ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে সাধারণ মানুষ বীমা বা Insurance Policy করে থাকে। এই বীমা বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন জীবন বীমা (Life Insurance), সাধারণ বীমা (General Insurance), স্বাস্থ্যবীমা (Health Insurance) প্রভৃতি। এই বীমা ব্যবস্থার নিয়ম তথা Insurance Rules নিয়ে বিরাট নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। যার ফলে আরো সহজ হয়ে গেল সাধারণ মানুষের সুবিধা পাওয়া। সম্প্রতি বীমা সংস্থা গুলির নিয়ন্ত্রক IRDAI (Insurance Regulatory And Development Authority) মারফত প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

Insurance Policy new rules in India

জীবন বীমা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। নিজের পরিবারের কথা চিন্তা করে জীবিত থাকাকালীন প্রত্যেকেরই উচিত বীমা করে যাওয়া। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি বা কোন কঠিন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বীমা অবশ্যই দরকার। কিন্তু এতদিন বিমা নিয়ে নানা জটিলতা দেখা দিত। যার জেরে বীমা (Insurance Policy) করতেই ভয় পেতো সাধারণ মানুষ। এবার সেই কাজকে সহজ করে দিলো IRDAI এর নতুন নিয়ম। এরপর থেকে বীমা করাতে গেলেই বিশাল সুবিধা পাবে সাধারণ মানুষ।

IRDAI Insurance Policy

IRDA এর বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য বীমা নিয়ে একটি বিরাট বড় আপডেট ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত যাদের বয়স ৬৫ বছরের বেশি হয়ে যেত তাদের নতুন করে বীমা (Insurance Policy) করার সুযোগ দেওয়া হতো না। যদি অতীতে কোন বীমা করা থাকতো তবে সেই বীমা রিনিউ করার সুযোগ পেতেন তারা। এতে অনেকেই অসুবিধায় পড়তেন। অল্প বয়স থাকতে চিন্তা করতেন না বীমা করার কথা।

কিন্তু বৃদ্ধ বয়সে এসে যখনই কোন রোগে আক্রান্ত হতেন দরকার পড়ত বিমার। এই পরিস্থিতিতে নিয়ম না থাকায় তারা চেয়েও বীমা করতে পারতেন না। সেই নিয়ম পাল্টে দিল এবার আইআরডিএ। বলা হয়েছে, এখন থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তি রাও স্বাস্থ্য বীমা (Health Insurance Policy) লাভের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। আরো একটি বিষয় ঘোষণা করা হয়েছে আইআরডিএ মারফত।

আগে ক্যান্সার বা অন্যান্য কোন কঠিন রোগে আক্রান্ত হলে মানুষের জরুরি ভিত্তিতে দরকার পড়ত বীমার টাকার। এই পরিস্থিতিতে বীমা করা থাকলেও সংস্থা গুলি টাকা দিতে নানা সমস্যা করত গ্রাহকদের। এই দিকেও নিয়মে কড়াকড়ি আনা হয়েছে এবার। যাদের বীমা করা আছে এবং কোন কঠিন রোগে আক্রান্ত হয়ে টাকার জন্য আবেদন জানাচ্ছেন তাদের অবিলম্বে সেই টাকা দিতে হবে, বীমা সংস্থা গুলিকে জানিয়েছে IRDA তথা বীমা নিয়ামক সংস্থা।

LIC (এলআইসি)

বিমা নিয়ে নতুন নিয়ম চালু হবার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করেছে আইআরডিএ। যার কারণে বীমার প্রসার ও আরো বৃদ্ধি পাবে দেশে। কিন্তু এর সঙ্গে একটি আশঙ্কাও করেছে তারা। বীমার এই চাহিদার সুযোগ নিয়ে সংস্থা গুলি প্রিমিয়াম (Insurance Rules) অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই পরিস্থিতিতে যাদের আয় বেশি তারা বীমা চালিয়ে যেতে পারবেন।

পহেলা মে থেকে ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন

কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে নিয়মিত প্রিমিয়াম জমা দেওয়া সম্ভব হবে না। ফলে আবার অসুবিধা হবে নতুন করে। ইতিমধ্যেই করোনার পর থেকে মানুষের বীমা (Insurance Policy) করার পরিমাণ বেড়েছে। যার সুযোগ নিয়ে সংস্থাগুলিও প্রিমিয়াম আগের তুলনায় বাড়িয়েছে এখন। এরপর প্রিমিয়ামের (Insurance Premium) পরিমাণ আরো বাড়লে মানুষ বীমা করতেই পিছপা হবে।
Written by Nabadip Saha.

22 ক্যারেট সোনার দাম একধাক্কায় কমলো। ইচ্ছে মত গয়না কিনুন বিয়ের মরশুমে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment