পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর। তা গৃহীত হয়েছে বলেও জানা গিয়েছে। নবান্নতেও তাঁর পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠিয়ে দিয়েছেন বলে খবর। যদিও পদত্যাগের কারন হিসাবে কিশোর দত্ত ব্যাক্তিগত কারণ হিসাবে উল্লেখ করেছেন। তবে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলা সহ একাধিক মামলাতে কার্যত রাজ্যকে তুলোধনা করছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। এমনকি শিক্ষক নিয়োগ মামলাতেও বারবার কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। অন্যদিকে ৫ বছর ধরে চলা রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা মামলা নিয়েও বার বার হাইকোর্ট ও স্যাটের তোপের মুখে পড়তে হয়েছে। তবে হঠাৎ করে কিশোর দত্তের পদত্যাগ বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। তবে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কে হচ্ছেন সে বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর একাধিক নাম উঠে আসছে।তবে কিশোর দত্ত হঠাত করে ইস্তফা দেওয়ার কারনে বেশ কয়েকটি মামলা দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। বিশেষ করে একাধিক গুরুত্বপূর্ণ মামলা যেমন শিক্ষক নিয়োগ, ডিএ, ভবানীপুরের ভোট নিয়ে দুটি মামলা দীর্ঘায়িত হয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, তাঁর পদত্যাগ পত্র পাওয়ার পরেই নবান্নে আইনজীবীদের সঙ্গে বৈঠক করছেন আইনমন্ত্রী। খুব শীঘ্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নতুন নাম ঘোষণা করা হবে।