পহেলা মে থেকে ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন

ব্যাংক একাউন্ট হোল্ডারদের জন্য বিরাট বড় দুঃসংবাদ! আগামী ১ মে ২০২৪ থেকে ব্যাংক গুলো ATM Card সহ তাদের বিভিন্ন সার্ভিসে অতিরিক্ত চার্জ বসাতে চলেছে। যার ফলে অসুবিধায় পড়বেন ব্যাংকের কোটি কোটি গ্রাহক। একাউন্টে টাকা জমা রাখা থেকে শুরু করে এটিএম কার্ড (ATM Card) ব্যবহার করা পর্যন্ত সবকটি ক্ষেত্রে এবার অতিরিক্ত চার্জ (Banking Charges) কাটবে ব্যাংক গুলি।

Banking & ATM Card Charges Hike From 1st May 2024.

তালিকায় রয়েছে দেশের বড় বড় বেশ কয়েকটি ব্যাংক (ATM Card Charges). এই গুলির সকল গ্রাহকদেরই মানতে হবে নতুন এই নিয়ম। কোন ব্যাংকের জন্য এই চার্জ (Bank Service Charge) কত টাকা, দেখে নিন। আর আপনারা আগের থেকে এই সকল নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে বাড়ি থেকেই সকল হিসাব করে নিতে পারবেন এবং এরফলে আপনাদের সুবিধা হতে চলেছে।

Bank Rules Changed & ATM Card Charges Hike From 1st May

নতুন অর্থ বছর পড়ার সঙ্গে দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়মের বদল করতে শুরু করেছে। এর আগেই বেশ কিছু ব্যাংকে বিষয়ে সতর্ক করেছে তার গ্রাহকদের। এবার এইচডিএফসি ব্যাংক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) এবং ইয়েস ব্যাংক (YES Bank) তাদের নতুন গাইডলাইন জারি করে দিল গ্রাহকদের জন্য। যেই সব পরিবর্তন এই নতুন গাইডলাইনে (ATM Card Charges) দেখা যাচ্ছে সে গুলি হল।

HDFC Bank Charges

HDFC Bank সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে (HDFC Bank FD) পরিবর্তন এনেছে। প্রধানত প্রবীনদের জন্য এই ডিপোজিট প্ল্যানটি চালু করা হয় ২০২০ সালে। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই বছর এপ্রিল মাসে। সেটিকে বাড়িয়ে ১০ মে পর্যন্ত করা হয়েছে ব্যাংকের তরফ থেকে।

ICICI Bank Charges

১. এরপর থেকে ডেবিট কার্ড (ATM Card Charges) ব্যবহার করলে দিতে হবে বছরে ২০০ টাকা করে চার্জ শহর এলাকায়, আর ৯৯ টাকা চার্জ গ্রামীণ এলাকায়।
২. আইসিআইসিআই চেক বুকের প্রথম ২৫ টি পাতা ব্যবহারে কোন চার্জ নেই, কিন্তু তারপর থেকে প্রতিটি পাতার জন্য ৪ টাকা করে চার্জ দিতে হবে ব্যবহারকারীকে।

৩. IMPS এর ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে আড়াই টাকা, ১০০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে পাঁচ টাকা, আর ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনে পনেরো টাকা চার্জ দিতে হবে।
৪. এছাড়া সেভিংস একাউন্ট বন্ধ করা, ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেট নেওয়া ইত্যাদির জন্য কোন চার্জ লাগবে না, তবে সই এটেস্টেড এর জন্য ১০০ টাকা চার্জ (ATM Card Charges) লাগবে।

Bonus Share Multibagger Stock

Yes Bank Charges

১. এলিমেন্ট ডেবিট কার্ড ব্যবহার করলে ২৯৯ টাকায় চার্জ দিতে হবে প্রতিবছর।
২. এনগেজ ডেবিট কার্ড ব্যবহার করলে দিতে হবে ৩৯৯ টাকা।
৩. এক্সপ্লোর ডেবিট কার্ডের (ATM Card Charges) ক্ষেত্রে দিতে হবে ৫৯৯ টাকা।
৪. আর রুপে ডেবিট কার্ড ব্যবহারকারীদের দিতে হবে ১৪৯ টাকা করে বার্ষিক ফি।

টাকার দরকার হলে কারো কাছে হাত পাতবেন না। আধার কার্ড থাকতে কোন চিন্তাই নেই।

অন্যান্য ব্যাংকের এটিএম কার্ডের ব্যবহারকারীদের প্রথম পাঁচটি লেনদেনে কোন চার্জ দিতে হবে না। তবে এরপর প্রতিটির জন্য ২১ টাকা করে অ্যাডিশনাল চার্জ (ATM Card Charges) দিতে হবে। আর নন ফিন্যান্সিয়াল ট্রানজেকশন এর ক্ষেত্রে ১০ টাকা চার্জ লাগবে। আর আগের থেকে এই সকল সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন যে আগামীদিনে এই খরচ বাড়তে চলেছে সকল গ্রাহকদের।
Written by Nabadip Saha.

প্রতিমাসে মোটা টাকা রোজগারের সুযোগ করে দিচ্ছে পোস্ট অফিস।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment