যে কোনো টাকার দরকারে অত্যন্ত উপকারে আসে ব্যাংক লোন, MSME Loan, Micro Finance Loan প্রভৃতি। তবে শুধু ব্যাংকেই নয়, এনবিএফসি (NBFC) সংস্থা গুলি থেকেও অসময়ে সহজ শর্তে লোন পাওয়া যায়। আপনি কি বর্তমানে লোন নেওয়ার কথা ভাবছেন? তবে আগে অবশ্যই জেনে নিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। লোন নিয়ে জারি হচ্ছে রিজার্ভ ব্যাংকের (RBI Rules) নতুন নিয়ম যাতে লোন (Loan) পাওয়া আরো সহজ ও সুবিধা জনক হয়ে যাবে ঋণগ্রহীতা দের জন্য।
Get Instant MSME Loan Online.
মাস পয়লা থেকেই লোন নিয়ে বিভিন্ন ব্যাংক ও এনবিএফসি গুলিতে কড়া নিয়ম আনছে ভারতীয় রিভার্ভ ব্যাংক। গ্রাহকদের লোন (MSME Loan) দেওয়ার সময়ে যদি এই নিয়ম তারা না মানেন তাহলেই বিপদ। গ্রাহকরা কি সুবিধা পাচ্ছেন এতে? দেখে নেওয়া যাক। গ্রাহকদের কাছ থেকে ঋণ নিয়ে অনেক রকম অভিযোগ পেয়েছে আরবিআই, ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা গুলির বিরুদ্ধে।
ঋণ দিতে অনীহা, ঋণের উপর বেশি সুদ (MSME Loan Interest Rate) নেওয়া, ঋণে গচ্ছিত রাখা সম্পত্তিতে নিরাপত্তার অভাব ইত্যাদি আরো অনেক। তাই এবার ১ অক্টোবর ২০২৪ থেকে বিভিন্ন ব্যাংক ও এনবিএফসি গুলির বিরুদ্ধে Personal Loan এবং MSME Loan নিয়ে কড়া নিয়ম জারি করছে রিজার্ভ ব্যাংক। এই বিষয়ে কিছুদিন আগেই নির্দেশিকা জারি করা হয়েছে। কি বলা হয়েছে তাতে দেখে নেওয়া যাক।
এরপর থেকে কোন গ্রাহক লোন নিতে গেলেই এই সমস্ত প্রতিষ্ঠান গুলিকে তাদের লোন সংক্রান্ত যাবতীয় তথ্য দেখাতে হবে গ্রাহককে। এই প্রক্রিয়াকে নাম দেওয়া হয়েছে কেএফএস। যেকোনো ব্যক্তিগত এবং MSME Loan নেওয়ার ক্ষেত্রে ঋণের সুদ এবং অন্যান্য খরচের বিবরণ, ডিজিটাল লোন এবং স্বল্প পরিমাণ ঋণের সমস্ত তথ্য সহ আরো বিবিধ বিষয় জানাতে হবে ঋণগ্রহীতার কাছে।
একে বলা হয় কেএফএস। KFS এর তথ্য একটি চার্জ আকারে লিখিতভাবে জানাতে হবে ব্যাংক গুলিকে। গ্রাহকরা কেএফএস দেখে তবে বিচার করবেন তিনি সেই সংস্থা থেকে লোন নেবেন কিনা। যদি কোন লোনের (MSME Loan) ক্ষেত্রে কেএফএস না উল্লেখ করা হয় তাহলে সেই লোন নেওয়াই যাবে না। লোনে স্বচ্ছতা বজায় রেখে সকলকে সমানভাবে সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
আরবিআই পরিচালিত সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সব গুলোকেই এই নিয়ম মানতে হবে। এর ফলে কি সুবিধা হবে ঋণ গ্রাহকদের? কেএফএস উল্লেখ থাকা মানে সেই লোনে (MSME Loan) কোন দুর্নীতির আশঙ্কা নেই। লোনের যাবতীয় তথ্য আগেই ব্যাংক জানিয়ে দিচ্ছে ঋণ গ্রহীতাদের। এরপরে ভবিষ্যতে সেখান থেকে কোন হিডেন চার্জ কাটার বা অতিরিক্ত সুদ নেওয়ার ভয় থাকবে না।
আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।
এছাড়াও ঋণ গ্রহীতার সম্পত্তির কোন ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকবে না এক্ষেত্রে। ফলে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে সুবিধাজনক ভাবে সেই লোন (MSME Loan) পেতে পারেন গ্ৰাহক। আর এই নিয়মটি শুধুমাত্র পার্সোনাল লোন এবং MSME লোনের ক্ষেত্রেই প্রযোজ্য। এরফলে অনেক গ্রাহকদের খুবই সুবিধা হতে চলেছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.
300 টাকা খরচ করলে পাবেন 50000 টাকা। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুযোগ।