অনেক মানুষই তাদের সোনা গয়না বন্ধক রেখে প্রয়োজনের সময় টাকা ধার (Gold Loan) নেন। বিভিন্ন ব্যাংক এবং NBFC সংস্থা গুলি সহজে এবং সুবিধা জনক ভাবে মানুষকে গোল্ড লোনের সুবিধা দিয়ে থাকে। কিন্তু জানেন কি, গোল্ড লোন নিলে তাতে ঝুঁকিও থাকে অনেক। অনেক ঋণদাতাই গ্রাহকদের এভাবে ঠকিয়ে থাকেন অনেক সময়। গোল্ড লোন নিয়ে এখনো অনেক ধরনের এই রকম অভিযোগ শোনা গেছে ঋণগ্রহীতাদের কাছ থেকে (Reserve Bank Of India).
RBI Rules For Mortgage Gold Loan.
যেমন কারোর থেকে বেশি নেওয়া হচ্ছে, কাউকে সোনা বন্ধক নিয়েও কোন টাকা লোন দেওয়া হয়েছে, কারোর সোনা বন্ধক রাখার পর আর পাওয়া যায় নি ইত্যাদি। তাই Gold Loan নিয়ে আরবিআই বর্তমানে কড়া নিয়ম (RBI Rules) জারি করেছে ব্যাংক ও এনবিএফসি গুলির বিরুদ্ধে। যার কারণে এরপর থেকে গোল্ড লোন নিলেই সেই সংস্থা গুলি কোন দুর্নীতি করছে কিনা মানুষ ধরতে পারবে সহজে। আপনিও যদি গোল্ড লোন নিতে চান তার আগে অবশ্যই জেনে রাখুন বিষয়টি।
Complain For Gold Loan Against Banks & NBFC Institutions
বিভিন্ন ঋণ গ্রাহকদের কাছ থেকে Gold Loan ব্যাপারে এই রকম একাধিক অভিযোগ শুনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর তাদের তরফে স্বয়ং তদন্ত করা হয়েছে এই নিয়ে। তদন্তে সেই সব অভিযোগের স্বপক্ষে প্রমাণ মিলেছে। প্রধানত যে সমস্ত দুর্নীতি গুলি মানুষের সঙ্গে ঘটেছে সে গুলি হল। আগের থেকে আপনারা এই সম্পর্কে জেনে নিলে ভবিষ্যতে আপনাদেরই সুবিধা হতে চলেছে।
১. লোন সংস্থা গুলি সোনার দাম ইচ্ছে করে কমিয়ে রাখছে।
২. আর সোনা বন্ধক রেখে Gold Loan দেওয়ার সময় গ্রাহকদের কাছ থেকে বেশি সোনা নিয়ে তার পরিবর্তে কম টাকা লোন দিচ্ছে।
৩. অনেক বড় বড় কোম্পানি গুলি এই চক্রের সঙ্গে জড়িত বলে খবর মিলেছে RBI এর সূত্রে।
৪. যার কারণে দুর্নীতি সহজে ধরা পড়েনি।
৫. বিভিন্ন নাম করা এনবিএফসি সংস্থা গুলি Gold Loan নিলে গ্রাহকদের থেকে চড়াহারে সুদ নিচ্ছে।
৬. আপনি যদি কোন ব্যাংকে Gold Loan নেন তবে জানবেন ব্যাংক আপনাকে ৮.৭৫ থেকে ১১ শতাংশ সুদের মধ্যে সেই লোন দেয়।
৭. কিন্তু এনবিএফসি সংস্থা গুলি এই সুদ নিয়ে থাকে ৩৫, ৩৬ শতাংশ করে।
৮. শুধু সুদের হারেই নয়, লোনের প্রসেসিং চার্জও যেখানে ব্যাংকে মাত্র ৫০০০ টাকা সেখানে এন বি এফ সি সংস্থা গুলি ডবল বা তিন গুন টাকা প্রসেসিং চার্জ নিচ্ছে বলে অভিযোগ।
৯. কিছু কোম্পানি আবার সোনার ওজন কমিয়ে পরিমাপ করছে।
১০. কেমন ২২ ক্যারেট হলমার্ক সোনাকে ১৮ বা ২০ ক্যারাটের সোনা বলে চালাচ্ছে তারা। যাতে গ্রাহকদের Gold Loan কম দেওয়া যায়।
RBI Rules On Gold Loan
১. বিভিন্ন কোম্পানি গুলির মধ্যে তুলনা করে কোন কোম্পানি নির্দিষ্ট পরিমাণ সোনার জন্য কত টাকা ঋণ দিচ্ছে?
২. প্রসেসিং চার্জ কত রাখছে?
৩. সেই সংস্থা সুদের হার কত ধার্য করে করেছে?
৪. সেই সব কিছু Gold Loan নেওয়ার আগে গ্রাহকদের যাচাই করে নেওয়ার কথা বলা হয়েছে।
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।
৫. সোনার বিশুদ্ধি পরিমাপের জন্য ক্যারেট মিটার পাওয়া যায়।
৬. গ্রাহকরা সোনা বন্ধক রাখার আগে নিজের সোনার সঠিক ওজন জেনে নিয়ে তবেই লোন নিন।
৭. এছাড়াও রিজার্ভ ব্যাংকের Ombudsman রয়েছে।
৮. সতর্কতা অবলম্বনের পরও গ্রাহকরা যদি এই ধরনের কোন দুর্নীতির সম্মুখীন হন তাহলে তার কাছে রিপোর্ট করে জানাতে পারেন।
Written by Nabadip Saha.
পোস্ট অফিসে একাউন্ট থাকলে 5500 টাকা পাবেন। নতুন স্কিম শুরু হল।