SSC CHSL 2024 – উচ্চ মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 5000 শূন্যপদে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।

ভোটের মুখে সুখবর চাকরি প্রার্থীদের জন্য। যারা এতদিন ধরে কম যোগ্যতায় কোন ভালো সরকারি চাকরি (SSC CHSL 2024) খুঁজছিলেন তাদের কাছে চলে এলো সুবর্ণ সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি (SSC Group C) পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি (Staff Selection Commission) প্রকাশিত হয়েছে। একটি নয় দুটি নয় এক সঙ্গে ৫০০০ শুন্য পদ পূরণ করা হতে চলেছে এখানে। দেশের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদনের যোগ্য।

SSC CHSL 2024 Recruitment.

এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের থাকছে প্রতি মাসে মোটা বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা। এত ভালো একটি চাকরির সুযোগ (SSC CHSL 2024 Job) হাত ছাড়া করা কোনো ভাবেই উচিত হবে না। সেই জন্য প্রতিবেদনটি আগে ভালোভাবে পড়ে নিন। তারপর শুরু করে দিন আবেদন প্রক্রিয়া। আর এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা তবেই এই আবেদন করবেন।

SSC CHSL 2024 Recruitment Department & Vacancy Details

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Staff Selection Commission বা SSC এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা CHSL পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে সব পদের কথা উল্লেখ করা হয়েছে সে গুলি হল জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি।

সব মিলিয়ে এখানে মোট শূন্যপদ রয়েছে ৫০০০ টি। এর মধ্যে General, OBC, SC, ST, EWS দের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। শূন্য পদের বিষয় বিস্তারিত জানতে হলে SSC CHSL 2024 অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন। আর এই নিয়োগ সম্পর্কে আরও কয়েকটা তথ্য সম্পর্কে আগে আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হল।

SSC CHSL 2024 Recruitment Online Apply Process

১. প্রথমে প্রত্যেক আবেদনকারীকে যেতে হবে SSC CHSL 2024 অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in এ যেতে হবে।
২. সেখানে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৩. যাদের আগেই রেজিস্ট্রেশন করা আছে, তাদের পুনরায় নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে।
৪. এরপর এই Apply ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট চাকরির লিংকটি খুঁজে বের করতে হবে।

৫. Start Application বাটনে ক্লিক করলে স্ক্রিনে আবেদন পত্র আসবে।
৬. নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে SSC CHSL 2024 আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
৭. তারপর Next বাটনে ক্লিক করে পরের পেজে এসে সকল দরকারি নথিপত্র আপলোড করতে হবে।
৮. সবশেষে আবারও Next বাটনে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করলেই কাজ শেষ।

৯. সকলে নিজেদের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট রেখে দেবেন।
১০. এক্ষেত্রে সাধারণ শ্রেনি ও OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য হল ১০০ টাকা।
১১. তবে তপসিলি জাতি উপজাতির এবং মহিলাদের জন্য এই প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

SSC CHSL 2024 Recruitment Apply Documents

১. পাসপোর্ট ছবি ও সিগনেচার।
২. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা আধার কার্ড।
৩. পরিচয়পত্র হিসেবে আধার বা ভোটার বা প্যান কার্ড ইত্যাদি।
৪. জাতিগত শংসাপত্র যদি থাকে।
৫. সকল দরকারি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

SSC CHSL 2024 Apply Qualification & Age

SSC CHSL 2024 পরীক্ষার জন্য আবেদনকারীদের যে কোন সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। OBC, SC, ST, EWS প্রার্থীদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেয়া হবে।

DSSSB Recruitment - পোস্ট অফিসে ডাক পিওন পদে কর্মী নিয়োগ

SSC CHSL 2024 Recruitment Process

কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার তিনটি ভাগ থাকে। প্রথমে হয় অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন, তারপর মেন পরীক্ষা, এবং শেষ পর্যায়ে ইন্টারভিউ ও কম্পিউটার স্কিল টেস্ট। প্রতিধাপে নির্দিষ্ট কাট অফ নম্বর থাকবে। যারা সব ধাপ গুলিতে সেই নম্বর পাবেন তারাই চাকরির জন্য মনোনীত হবেন শেষ পর্যন্ত। পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, সময় ইত্যাদি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে। দেখে নেবেন।

এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শূন্যপদ, বেতন ও আবেদন প্রক্রিয়া।

SSC CHSL 2024 Salary & Apply Last Date

এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রথমে ১৯৯০০ টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে। পরে তা বাড়তে বাড়তে ৮১০০০ টাকা পর্যন্ত গিয়ে পৌঁছাবে। সঙ্গে থাকবে DA, TA, ESI, HRA, Pension ইত্যাদি সুবিধা। বিজ্ঞপ্তি অনুযায়ী এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ২ এপ্রিল ২০২৪ থেকে। আগামী ১ মে ২০২৪ পর্যন্ত এই আবেদন চলবে।
Written by Nabadip Saha.

ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু পশ্চিমবঙ্গে। শীঘ্রই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment