প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর থেকে রেজাল্টের (Madhyamik 2024 Result) জন্য মুখিয়ে থাকেন পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। এই বছরও একই অবস্থা সকলের। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি। তারপর কেটে গেছে দুই মাসের মতো। এই মুহূর্তে সকলেরই একটাই চিন্তা। এবারে কবে বেরোচ্ছে পরীক্ষার রেজাল্ট?
WBBSE Madhyamik 2024 Result Check Online.
অনেকের আন্দাজ এপ্রিলেই বেরোতে পারে পরীক্ষার ফলাফল (Madhyamik 2024 Result). আবার অনেকে বলছেন প্রতিবছরের মতো মে তেই বেরোবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে পর্ষদ কি জানাচ্ছে? সে ব্যাপারেই আজ কথা বলব এখানে। দেখে নিন মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ। কিভাবে সবার আগে দেখবেন নিজের রেজাল্ট?
Madhyamik 2024 Result Latest Update.
ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। এর উপর অনেকটাই নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা। তাই এই পরীক্ষা নিয়ে একটা চিন্তা থাকে সকলেরই মনে। পরীক্ষার রেজাল্ট কেমন হলো? কে কেমন নাম্বার পেল? তার ওপর নির্ভর করে সব কিছু। সে কারণেই রেজাল্টের (Madhyamik 2024 Result) অপেক্ষায় দিন গুনতে থাকে পরীক্ষার্থীরা।
এই বছরের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik 2024 Result) নিয়ে বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর ছড়াচ্ছে। একেক জায়গায় একেক রকম ডেট দেওয়া হচ্ছে রেজাল্টের। এর মধ্যে কোনটা আদৌ সত্যি, আর কোনটা মিথ্যা সেটাই জেনে নেব এখানে। আর এবারের রেজাল্ট এপ্রিলের মধ্যেই বেরোতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Madhyamik 2024 Result Expected Publish Date
প্রতিবছর পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৮৮ দিনের মধ্যে বেরোয় মাধ্যমিকের রেজাল্ট। এই বছর ১২ই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। তাই অনেকেরই আন্দাজ প্রতিবছরের মত মে মাস নাগাদ বেরোতে পারে পরীক্ষার রেজাল্ট। কিন্তু এই মুহূর্তে সেই আপডেট নিয়ে সংশয়ে রয়েছেন পরীক্ষার্থীরা। কারণ মাঝে পড়ে গিয়েছে লোকসভা ভোট। এপ্রিলের শেষ থেকে মে এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ভোটদান।
আর ভোটের মাঝে কোনভাবেই পরীক্ষার রেজাল্ট (Madhyamik 2024 Result) বেরোনো সম্ভব নয়। তাই একাংশের মতে, এপ্রিলেই মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট (WBBSE Result) বের করে দিতে পারে। আবার অনেকে মনে করছেন ভোটদান শেষ হওয়া এবং ভোটের ফলাফল ঘোষণার মাঝামাঝি করে মে মাসেই জারি হতে পারে পরীক্ষার রেজাল্ট। যদিও এর সম্ভাবনা খুব কম।
কারণ ভোট পর্ব না মেটা পর্যন্ত কোনো সরকারি কাজ ঠিকভাবে হয় না। সেক্ষেত্রে নয় এপ্রিলে, নয় ভোট মিটলে একেবারে জুন মাসে বেরোবে রেজাল্ট (Madhyamik 2024 Result). যদিও এই ব্যাপারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) কোন অফিসিয়াল ঘোষণা এখনো করেনি। এই বিষয়ে তাদের বিজ্ঞপ্তি বেরোলে তবেই জানা যাবে রেজাল্টের সঠিক দিনক্ষণ।
পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18 হাজার টাকা পাবেন মাধ্যমিক পাশ করলেই! কিভাবে আবেদন করবেন?
How to Check Madhyamik 2024 Result?
১. www.wbresults.nic.in/ www.exametc.com/ www.indiaresults.com. এর মধ্যে কোন একটি ওয়েবসাইটে যেতে হবে ছাত্র ছাত্রীদের।
২. “Madhyamik Result 2024” লিংকের উপর ক্লিক করতে হবে।
৩. এরপর নির্দিষ্ট বক্সে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং এডমিট কার্ডের রোল নম্বর বসাতে হবে।
৪. Enter Date of Birth এর বক্সে নিজের ডেট অফ বার্থ নির্বাচন করতে হবে।
৫. সবশেষে Submit বাটনে ক্লিক করে দিলেই রেজাল্ট লোড হয়ে যাবে স্ক্রিনে।
Written by Nabadip Saha.
পশ্চিমবঙ্গ গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হল। কবে শুরু? আবার কবে স্কুল খুলবে?