রাজ্যের সমস্ত মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ করা হতে চলেছে, ডাক পিয়ন পদে (Dak Peon DSSSB Recruitment). সম্প্রতি প্রকাশ্যে এসেছে পোস্ট অফিসের ডাক পিয়ন পদে চাকরির বিজ্ঞপ্তি। দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের (DSSSB Recruitment) পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই যে কোনও প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়।
DSSSB Recruitment 2024.
পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কোন কোন জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন? কীভাবে জানাবেন আবেদন? কী কী লাগবে প্রয়োজনীয় নথি? কীভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া? সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে। DSSSB Dak Peon Recruitment এ আবেদন করার আগে আপনারা এই সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে তবেই আবেদন করুন।
DSSSB Dak Peon Recruitment Important Update
বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের (DSSSB Recruitment) পক্ষ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পিয়ন কিংবা ডাক পিয়ন পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের শুধুমাত্র মাধ্যমিক কিংবা সমতুল্য বোর্ড থেকে পাস করলেই হবে। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৯৯টি।
DSSSB Dak Peon Recruitment Salary & Apply Age
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে মাসিক বেতন দেওয়া হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৬৯ হাজার ১০০ টাকা অবধি। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন স্পেশাল শ্রেণীভুক্ত মানুষ তাদের জন্য রয়েছে বিশেষ বয়সের ছাড়।
DSSSB Recruitment Process & Exam Syllabus
এখানে চাকরিপ্রার্থীদের দু’টি ধাপের মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রথম ১০০ নম্বরের নেওয়া হবে MCQ টাইপের অবজেক্টিভ টেস্ট এবং ১৫ নম্বরের থাকবে ইন্টারভিউ। ইংলিশ থেকে প্রশ্ন থাকবে ২৫ নম্বরের, হিন্দি থেকে প্রশ্ন থাকবে ২৫ নম্বরের, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন দেওয়া হবে ২৫ নম্বর এবং অঙ্ক থেকেও প্রশ্ন থাকবে ২৫ নম্বরের। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
How To Apply for DSSSB Recruitment Post
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে চলে যেতে হবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর নিজের ফোন নম্বর, ইমেইল আইডি, ব্যক্তিগত তথ্য ঠিকানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, নিজস্ব সই এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এখানে। সর্বশেষে জমা দিতে হবে আবেদন ফি।
Apply Process & Last Date
যে সমস্ত প্রার্থীরা রয়েছে জেনারেল এবং অন্তর্ভুক্ত তাদের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য ১০০ টাকা রয়েছে আবেদন ফি। অন্যান্য প্রার্থী অর্থাৎ মহিলা এবং অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য কোন রকম আবেদন ফি রাখা হয়নি। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মার্চ থেকে। আগামী ১৮ই এপ্রিল পর্যন্ত আবেদন চলবে।
রাজ্যের B.Ed প্রার্থীদের মাথায় হাত। কপাল খুললো নতুন D.El.Ed প্রার্থীদের।
এই DSSSB Dak Peon Recruitment করার জন্য পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং থাকবে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ১২০ মিনিট পরীক্ষার জন্য ধার্য করা হলেও PW দের জন্য বরাদ্দ থাকবে ১৬০ মিনিট। এছাড়াও জেনারেল এবং ওবিসির ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষায় ৫০ নম্বর পেলে তবেই পাস করবেন। এসসি, এসটি এবং অন্যান্য কাজের জন্য মাত্র ৪৫ নম্বর পেলেই এই চাকরিতে পাস করতে পারবেন তারা।
Written By Tithi Adak.
ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু পশ্চিমবঙ্গে। শীঘ্রই আবেদন করুন।