ভোট শুরুর আগেই আবার চমক দেখাল মোদী সরকার। ই শ্রম কার্ড বা E Shram Card থাকলেই প্রত্যেকের একাউন্টে ঢুকছে ৩০০০ টাকা। শোনা যাচ্ছে, কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প অনেকদিন আগেই আনা হয়েছে। যার মাধ্যমে মাসিক ভাতা পাচ্ছেন অনেকেই। কেন্দ্র ঘোষণা করেছে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্যই এই প্রকল্পটি। ভোটের আগে কয়েক কোটি মানুষকে এর সুবিধা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
E Shram Card Online Apply Process.
ভারতের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে আবেদন আবেদন করতে পারবেন। আপনি যদি ভারতের নাগরিক হন, তবে আপনার কাছেও সুযোগ রয়েছে E Shram Card এর মাধ্যমে ভোটের আগেই ৩০০০ টাকা পাওয়ার। এই জন্য আবেদন কিভাবে করবেন? কি নথি লাগবে? জেনে রাখুন। আর আগের থেকে জেনে নিলে আপনাদেরই আখেরে সুবিধা হতে চলেছে।
What Is E Shram Card
কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হল ই শ্রম কার্ড যোজনা। ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এর উদ্বোধন করেন। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি। উপযুক্ত ব্যক্তিরা ৬০ বছর বয়সের পর যখন তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, তখন এখান থেকে মাসিক ৩০০০ টাকা পেনশন (Pension) পান।
এছাড়াও দেওয়া আরও নানা আর্থিক সুবিধা ও সুরক্ষা। নিজস্ব ব্যাংক একাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যায়। বর্তমানে দেশের কয়েক কোটি মানুষ এই E Shram Card এর মাধ্যমে ভাতা পান, অনেকের নাম রয়েছে ওয়েটিং লিস্টে। আবার নতুন আবেদন শুরু হল। আর দেশের যে কোন মানুষ এই আবেদন করতে পারবেন। আর নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করে নিতে পারবেন।
E Shram Card Benefits
১. ৬০ বছর পেরোলে এখান থেকে নিশ্চিত ৩০০০ টাকা পেনশন পাবেন প্রত্যেক মাসে।।
২. কার্ড ব্যবহারকারী যদি শারীরিকভাবে অক্ষম হন তাকে ১ লক্ষ টাকা।
৩. মারা গেলে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেবে কেন্দ্রীয় সরকার।
৪. কার্ড হোল্ডার এর পরিবারের শিশুরা সাইকেল এবং মহিলারা সেলাই মেশিন পাবেন বিনামূল্যে।
৫. ‘এক দেশ, এক শ্রম কার্ড’ এর আওতায় দেশের যে কোনো স্থান থেকে এর সুবিধা নিতে পারবেন।
৬. তবে এই জন্য আধার লিঙ্ক থাকা আবশ্যক।
৫. যাদের E Shram Card আছে তারা UAN নম্বর সহ আরো বিশেষ কিছু ধরনের সুবিধা পান। আর কোটি কোটি মানুষ এই সুবিধা পেয়েছেন।
E Shram Card Apply Eligibilty Criteria
১. অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. বয়স হতে হবে সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৫৯ বছরের মধ্যে।
৩. আবেদনকারীকে একজন অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে অর্থাৎ কোনো স্থায়ী বেতন থাকা চলবে না।
৪. EPFO এবং ESIC নাম নথিভুক্ত রয়েছে এমন মানুষরা এখানে আবেদনের যোগ্য নন।
৫. যারা আয়কর (Income Tax) দেন তারা এখানে আবেদন করতে পারবেন না।
E Shram Card Online Apply Process
১. www.eshram.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
২. হোমপেজে Register On e-Shram. অপশনে ক্লিক করুন।
৩. নিজের নাম, ই মেল আইডি, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, Captcha Code, ইপিএফও (EPFO) এবং ইএসআইসি (ESIC) মেম্বার স্ট্যাটাস বসিয়ে Send OTP বাটনে ক্লিক করুন।
৪. টেক্সট বক্সে ওটিপি এন্টার করে Register বাটনে ক্লিক করুন।
৫. আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। যেটি লগইনের কাজে লাগবে।
৬. লগইন করে নিন। এরপর স্ক্রিনে E Shram Card আবেদন পত্র আসবে। এখানে ব্যক্তিগত ও কাজ সংক্রান্ত কিছু তথ্য জানতে চাওয়া হবে।
৭. সঠিকভাবে ফর্ম পূরণ করে Next বাটন চাপুন।
৮. দরকারি ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে আপলোড করে দিন।
৯. আবার Next চাপুন।
১০. পরের পেজে এসে সব কিছু একবার রিভিউ করে নিয়ে Submit বাটনে ক্লিক করুন। আবেদন শেষ।
১১. অপেক্ষা করুন। যদি আপনি নির্বাচিত হন লিস্টে (E Shram Card List 2024) নাম উঠবে এবং ফোনে এসএমএস যাবে।
মাসের শুরুতেই 32 টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। পশ্চিমবঙ্গে নতুন দাম কত?
E Shram Card Apply Documents
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. আধার কার্ড (Aadhaar Card).
৩. প্যান কার্ড (PAN Card).
৪. আধার লিঙ্কড মোবাইল নম্বর।
৫. ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
Written by Nabadip Saha.
পোস্ট অফিসে প্রতিমাসে 1 হাজার জমিয়ে, 5 বছরে কত রিটার্ন পাবেন?