ভারতীয় টেলিকম মার্কেটে বিরাট হাওয়া বদল। ভোডাফোনের সিম (VI) এবার বন্ধের মুখে! JIO Airtel একত্রে কামাল করে দিলো। গত এক বছরে ১৫ লাখ হারিয়েছে এই সংস্থা। অন্যদিকে VI কে হারিয়ে সেরা সেরা তালিকায় উঠে এসেছে জিও আর এয়ারটেল। ট্রাই (TRAI) এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি গ্রাহক যুক্ত হয়েছে জিওতে গত এক বছরে এবং তারপরেই রয়েছে এয়ারটেলের (Bharti Airtel) স্থান। তালিকায় বাদ পড়েছে ভোডাফোন।
JIO Airtel VI Customer Comparison In April 2024 By TRAI.
কিন্তু কেন এই অবস্থা? যুগের সঙ্গে তাল মিলিয়ে 5G পরিষেবা (5G Service) প্রদান করছে JIO Airtel বর্তমানে। কিন্তু ভোডাফোন এখনো তা চালু করেনি। সেই সঙ্গে আগের মত উন্নত পরিষেবা ও আর দেয় না এখন ভোডাফোন। তাই এর বাজার অনেকটাই পড়ে গেছে বলা যায়। এবার এই সিমকে VI SIM Card চিরতরে বন্ধ করা হবে নাকি এই নিয়েই আশঙ্কা করছে ট্রাই।
এই বছর জানুয়ারি মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI এর তরফে দেশের বিভিন্ন নেটওয়ার্কের সমীক্ষা করা হয়। এরপর বের করা হয় তালিকা। তালিকা অনুযায়ী দেখা গেছে সবার শীর্ষে স্থান রয়েছে জিওর (JIO Airtel). ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে প্রচুর গ্রাহক যুক্ত হয়েছেন জিও নেটওয়ার্ক এর সাথে। ট্রাই এর তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় 4.2 মিলিয়ন বা 42 লক্ষ এর কাছাকাছি।
জিওর পরিষেবা বরাবরই উন্নত এই কথা আমরা জানি। ২০১৬ সালে প্রথম লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে ওঠে এই সিম। অন্যান্য টেলিকম কোম্পানি গুলির বাজার পড়ে যেতে থাকে এরপর। আরো একবার ট্রাই এর তালিকার মাধ্যমে নিজের সেই একাধিপত্য প্রমাণ করে দিল রিলায়েন্স জিও (JIO Airtel). এখন এই নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 46 কোটি।
তবে ট্রাইয়ের তালিকায় উল্লেখযোগ্য স্থান পেয়েছে আরও একটি টেলিকম কোম্পানি যার নাম Airtel. জিওর পরেই দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক এই সংস্থার বর্তমানে। ট্রাই তার পরিসংখ্যানের মাধ্যমে জানিয়েছে, গত এক বছরে ৭.৫ লক্ষ বা ০.৭৫ মিলিয়ন নেটওয়ার্ক ব্যবহারকারী আরও যোগ দিয়েছেন এয়ারটেলে। যার ফলে এর বর্তমান গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এখন ৩৮২ মিলিয়ন বা ৩৮ কোটিতে। আর এই নিয়ে JIO Airtel এর মধ্যে কড়া টক্কর লেগেই আছে।
এদিকে নাম অনেকটাই নিচে চলে গেছে VI এর। ২০২৩ থেকে ২৪ সালের মধ্যে ভিআই তার নেটওয়ার্ক থেকে ১৫ লক্ষ গ্রাহককে হারিয়েছে। যার ফলে বড়সড় ধাক্কা খেয়েছে কোম্পানি। বর্তমানে ভি আই এর ইউজারের সংখ্যা মোট ২২১ মিলিয়ন বা ২২ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে (JIO Airtel VI). এই ঘটনা অনেকটাই আশঙ্কা সৃষ্টি করেছে ভিআই গ্রাহকদের মনে। তবে কি BSNL, TATA Indicomm এর মত এবার Vi ও বিলুপ্তির পথে?
আনলিমিটেড ইন্টারনেট পাবে জিও গ্রাহকরা। আম্বানির মাস্টার স্ট্রোক।
এবারে দেখার অপেক্ষা যে JIO Airtel এর সঙ্গে কতদিন পর্যন্ত VI (Vodafone Idea) টক্কর দিয়ে নিজেদের অস্তিত্ব ভারতীয় বাজারে বজায় রাখতে পারে। আর যেই সকল গ্রাহকরা এখনো VI এর সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে অনেকেই নিজেদের সিম কার্ড পোর্ট করানোর মাধ্যমে JIO Airtel এর মধ্যে যে কোন একটা কোম্পানিকে বেছে নিচ্ছেন।
Written by Nabadip Saha.
1লা এপ্রিল থেকে বাড়ছে মোবাইল রিচার্জের দাম। কমপক্ষে কত রিচার্জ করতে হবে?
Jio is 1 st preference.
Number 2 is airtel.