পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের (Food SI Result) জন্য একটি বিরাট বড় আপডেট। আপনি কি এই বছর ফুড এস আই পদের পরীক্ষা দিয়েছেন? তবে খবরটি অবশ্যই জেনে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ নিয়েছিল Food SI Recruitment প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু দুর্নীতির জেরে সেই দিন পন্ড হয়ে যায় পরীক্ষা। এরপর থেকে পরীক্ষার্থীরা মুখিয়ে ছিলেন রেজাল্টের (Food SI Result) অপেক্ষায়।
WBPSC Food SI Result 2024.
সম্প্রতি পিএসসি সেই নিয়ে উত্তর দিয়েছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। খুব শীঘ্রই তারা প্রকাশ করতে চলেছে এই পরীক্ষার রেজাল্ট। দেখে নিন কবে। গত ২০২৩ এর সেপ্টেম্বরে বের হয় ফুড এস আই পদের পরীক্ষার বিজ্ঞপ্তি। মোট ৪৮০ টি শুন্য পদের জন্য এবারের বিজ্ঞপ্তি (Food SI Result) বেরিয়েছিল। এরপর যথারীতি আবেদন শুরু হয় এবং ১৫ লক্ষের কাছাকাছি আবেদনকারী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায়।
প্রথমে জানুয়ারিতে হবার কথা ছিল এই পরীক্ষাটি। তবে পরে আরো দুই মাস পিছিয়ে এনে মার্চে ফেলা হয় পিএসসি তরফে। মোট ৬টি শিফটে দুই দিন ধরে পরীক্ষা চলে। প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসে ছিল বলে সূত্রে খবর। বহুদিন পর পিএসসির (Food SI Result) মাধ্যমে কোন গ্রুপ সি নিয়োগ (Group C Recruitment) হচ্ছে, তাই এই পরীক্ষা নিয়ে আলাদা উত্তেজনা ছিল সকলের মধ্যে। কিন্তু পরীক্ষার (Food SI Exam) দিন ঘটে আসল ঘটনা।
দুপুর বারোটা থেকে শুরু হয়েছিল পরীক্ষা। কিন্তু তার আগেই ১১:৪২ মিনিট নাগাদ ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। অভিযোগ পরীক্ষার প্রশ্নপত্রের ছবি নাকি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেয় কিছু অসাধু ব্যক্তি। এমনকি এই প্রশ্নপত্র চড়া দামে বিক্রি করা হয় বলেও কয়েকজনের কাছ থেকে শোনা যায়। এতদিন পর সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য কোন নিয়োগ প্রক্রিয়া (Food SI Result) হচ্ছে। আর তাতেও ফের বাঁধা। এই ঘটনায় যথেষ্ট হতাশ হন পরীক্ষার্থীরা।
এরপর মার্চ মাসের ১৯ এবং ২০ তারিখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) অফিসের কাছে বিক্ষোভ করেন তারা। রাজ্যের অনেক জেলায় একই দুর্নীতির ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন তারা। পরীক্ষার্থীদের কাছে যদিও এই দুর্নীতি যে ঘটেছে তা স্বীকার করে নেয় পাবলিক সার্ভিস কমিশন। এরপর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আশ্বাস (Food SI Result) দেন আবারো স্বচ্ছ ভাবে এই পরীক্ষা পুনরায় গ্রহণ করার।
সেই সঙ্গে এও বলা হয় যে আগের পরীক্ষার রেজাল্টও (Food SI Result) নাকি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। পিএসসির কথায় খানিকটা ভরসা পান পরীক্ষার্থীরা। রি এক্সাম কবে হবে, কখন হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি পিএসসির তরফে। এই নিয়ে কেবলমাত্র খবর শোনা গেছে। এদিকে সেই পরীক্ষা নেওয়ার আগেই তাদেরকে বের করতে হবে আগের পরীক্ষার রেজাল্ট।
দীর্ঘ 10 বছর পর PSC এর মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ। এইভাবে আবেদন করুন।
যদিও এই Food SI Result নিয়ে কোনো তারিখ এখনো নির্দিষ্ট করেনি পাবলিক সার্ভিস কমিশন। আশা করা যায়, যেহেতু এই রকম বড় একটি দুর্নীতির অভিযোগ উঠেছে তাই খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবে পিএসসি। এবারে এই রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই ধরণের খবর সবার আগে আপনাদের জানাবো।
Written by Nabadip Saha.
রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর। সরকার দারুণ সিদ্ধান্ত নিলো।