PM Kisan Yojana – কৃষকবন্ধুদের 16 তম কিস্তির টাকা এখনো ঢোকেনি? কি করলে আপনার টাকা ঢুকবে?

পিএম কিষান প্রকল্পের (PM Kisan Yojana) টাকা নিয়ে সমস্যা চলছে অনেক দিন ধরেই। কেন্দ্রীয় সরকার তার কথা রেখে গত ২৮ শে ফেব্রুয়ারি রিলিজ করে দিয়েছে গত বছরের তৃতীয় কিস্তির টাকা। দেশের কোটি কোটি কৃষক (Farmers) তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা লাভ করেছেন। প্রায় ২১ হাজার কোটি টাকা এক্ষেত্রে খরচ হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কিন্তু সব ঠিক থাকলেও এবারের কিস্তির (PM Kisan Yojana Installment) টাকা নিয়ে বিরাট গোলযোগ শুরু হয়েছে।

PM Kisan Yojana Installment Payment Update.

কারণ বেশিরভাগই এই প্রকল্পের টাকা তাদের একাউন্টে পেলেও অনেকেই নাকি সেই টাকা এখনো পাননি বলে জানাচ্ছেন। গত বছরের দুটি কিস্তি অর্থাৎ 14 এবং 15 তম কিস্তির টাকা তারা পেয়েছিলেন কিন্তু ১৬ তম কিস্তিটি (PM Kisan Yojana 16Th Installment) নাকি একাউন্টে ঢোকেনি তাদের। এই দিকে একমাস পেরিয়ে গেছে। সরকারের কাছেও অনেকেই অভিযোগ করেছেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো।

আর এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের (PM Kisan Yojana) মাধ্যমে ১৬ তম কিস্তির টাকা এখনো পাননি। তারা খুব তাড়াতাড়ি কেন এই টাকা এখনো পাননি সেই সম্পর্কে জেনে নিন। আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কারণে ঢুকছে না টাকা? কি করতে হবে? তার সঠিক উত্তর দেওয়া হল এখানে।

How To Get Money On PM Kisan Yojana

১. কিষান যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম eKYC সম্পন্ন করতে হবে। না হলে কিন্তু টাকা ঢুকবে না। PM Kisan পোর্টালে OTP ভিত্তিক PM Kisan Yojana eKYC উপলব্ধ রয়েছে। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্র গুলিতে যোগাযোগ করা যেতে পারে৷ eKYC নিজের মোবাইল থেকে বাড়িতে বসেও করে নিতে পারেন। এই জন্য প্লে স্টোর থেকে পিএম কিষান অ্যাপটি ডাউনলোড করে ফেস রিকগনেশন এর মাধ্যমে কাজটি করতে হবে।

২. যে ব্যাংক একাউন্টে কিষান যোজনার টাকা ঢোকে সেখানে আধার নম্বর সংযুক্ত থাকা দরকারি। না হলে কিন্তু টাকা ঢুকবে না।
৩. যাদের ব্যাংক একাউন্টে আধার লিঙ্ক করা আছে তারা চেক করুন একাউন্টে DBT প্রকল্প সক্রিয় আছে কিনা। না থাকলে টাকা ঢোকা নিয়ে সমস্যা হতে পারে।
৪. এছাড়াও আপনি যদি জয়েন্ট একাউন্ট দিয়ে PM Kisan Yojana আবেদন জানান তাহলেও এক্ষেত্রে টাকা না ঢুকতে পারে।

Agriculture Subsidy Loan (কৃষক বন্ধুদের কৃষি ঋণ)

PM Kisan Yojana Status Check

১. কিষান যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in সেখানে যেতে হবে।
২. হোম পেজের ওপর দেখতে পাবেন Formers কর্নার। এখানে ক্লিক করুন।
৩. এরপর দেখতে পাবেন Beneficiary Status অপশন। এর উপর ক্লিক করুন।
৪. নিজের রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করে এগিয়ে যান।
৫. নীচে একটি Get Report লেখা বাটন দেখবেন। স্ট্যাটাস জানার জন্য এখানে ক্লিক করতে হবে। যদি আপনার টাকা একাউন্টে ঢুকে যায় তবে Transaction Completed দেখাবে। আর না হলে Pending দেখাবে।

1.40 কোটি মানুষকে সহজ শর্তে ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে পাবেন জেনে নিন।

PM Kisan Yojana Helpline

যে কোনও ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা PM Kisan হেল্পলাইন নম্বর 155261/ 011- 24300606 ডায়াল করতে পারেন। এছাড়াও আপনারা [email protected] ইমেল আইডিতে মেইল করেও জানাতে পারেন। আর এখানে ফোন করার মাধ্যমেও আপনাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাহলে আর অপেক্ষা না করে আপনারা এই সকল নিয়ম অবশ্যই মেনে দেখুন।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল মকুব নিয়ে বড় সুখবর। কারা ও কিভাবে এই সুবিধা পাবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment