আমরা সবাই চাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে। ভবিষ্যতে বিপদ আপদ আসলে তার মোকাবিলা করার জন্য Insurance Policy করার দরকার সকলের। আর এই জন্যই চালু হয়েছে বিমার সুবিধা। অনেকেই বিভিন্ন ইন্সুরেন্স স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন। আবার অনেকে ভাবেন ইনসিওরেন্সে টাকা মার যায়। তাই ভয় পেয়ে বীমা (Insurance) করেন না অথবা করালেও অনেক সময় তা বাতিল করে দেন।
Insurance Policy New Rule By IRDAI.
তবে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এবার থেকে Insurance Policy নিয়ে চালু হল নতুন নিয়ম। বীমা করেও যদি আপনি তা বাতিলও করে দেন, কোম্পানি আপনাকে পুরো টাকাটা ফেরত দিতে বাধ্য। এই কয়দিন আপনার যে লাভ টি ইন্সুরেন্স এর উপর হবে সেটিও ফেরত পেয়ে যাবেন আপনি। তাই বিমা নিয়ে আর কোন ভয় পাওয়ার দরকার নেই। নতুন নিয়মে সুবিধা হতে চলেছে কোটি কোটি বিমা গ্রাহকের।
সম্প্রতি বিমা নিয়ে ইন্সিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি বা IRDAI তার নতুন নিয়ম ঘোষণা করেছে। যার ফলে আর কোন রকম দুর্নীতি করতে পারবে না বীমা সংস্থা গুলি। গ্রাহকদেরই লাভ হবে এখান থেকে। কি সেই নিয়ম? দেখে নেওয়া যাক। এতদিন পর্যন্ত Insurance Policy করলেও অনেক গ্রাহকের পক্ষেই তা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। ফলে মাঝপথেই অনেকে বন্ধ করে দিতেন বীমা।
এই জন্য কোম্পানির তরফ থেকে একটি ফ্রি লুক ইন পিরিয়ড থাকতো গ্রাহকদের হাতে। কোম্পানির তরফ থেকে ১৫ দিন পর্যন্ত সময় দেওয়া হতো বীমা বিচার করে দেখার জন্য। যদি কোন গ্রাহক Insurance Policy করার পর মনে করতেন যে তিনি বিমা চালিয়ে যেতে পারবেন না বা কোন কারনে এর সুবিধা তার ভালো লাগছে না, তখন তিনি সেই বীমা বাতিল করে দিতে পারতেন।
এবার এই লুক ইন পিরিয়ড নিয়েই বড় সড় পরিবর্তন আনল IRDAI (Insurance Regulatory And Development Authority) বীমা যাচাই করে দেখার জন্য সময় সীমা আরও বাড়ালো তারা। এখন ১৫ দিনের চেয়েও আরো বেশি দিন সুযোগ দেওয়া হবে তাদের এজন্য। এই সময়ের মধ্যে যদি কেউ Insurance Policy বাতিল করে দেন তাহলে পুরো টাকাটা তখন ফেরত দিতে হবে কোম্পানিকে।
মাসিক আয় মাত্র 5000 টাকা হলেও কোটিপতি হওয়া সম্ভব। ব্যাংক ঋণ নিয়ে ধনী হবার গোপন সুত্র জেনে নিন।
এমনকি সেই কদিনে গ্রাহকের যে লাভ টি টাকার উপর হয়েছে সেটিও ফেরত পাওয়ার নিশ্চয়তা দিয়েছে আইআরডিএ। তবে এক্ষেত্রে বিমার অর্থ (Insurance Policy Money) কতটা ফেরত পাওয়া যাবে তা নির্ভর করবে সেই কোম্পানির ওপর। তবে যাই হোক নতুন নিয়মে উপকারই পেতে চলেছেন বীমা কারীরা। আর এই সম্পর্কে আরও জানার জন্য আপনারা নিজেদের বীমা কোম্পানিতে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
আপনার খুব টাকার দরকার? আধার ব্যাংক একাউন্ট আছে? আর চিন্তা করবেন না।