How To Become Rich – রোজগার যত কমই হোক, এই উপায়ে বড়োলোক হতে পারবেন। ধনী হওয়ার সহজ উপায়।

যে কোনো ব্যক্তিই হোক জীবনে অর্থের দরকার সকলেরই থাকে। আর অর্থের মাধ্যমে সকলেই বড়লোক (How To Become Rich) হতে চায়। যোগান পাওয়ার জন্য দরকার অর্থ সঞ্চয় করে রাখা। নইলে সব সময় টাকা আসবে টাকা পাবেন কোথা থেকে? তবে অন্যান্য ব্যক্তিরা যেমন তেমন, যারা বয়স্ক মানুষ, সদ্য চাকরি থেকে অবসর নিতে চলেছেন, তাদের ক্ষেত্রে কর্মজীবনে অর্থ সঞ্চয় করে রাখা বেশি জরুরী হয়।

How To Become Rich By Follow Investment Tips.

কারণ রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি (Gratuity), প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা আর পেনশন (Pension) এইতো ভরসা।কিন্তু নদীর বালিও নিতে নিতে এক সময় ফুরিয়ে যায়, সেখানে টাকা পয়সা তো কোনো ব্যাপারই নয়। তাই আপনি যদি কর্মজীবনে থাকাকালীনই বড়লোক (How To Become Rich) না হতে চান বা সঞ্চয়ের মনোভাব না তৈরি করেন তাহলে অবসরের পর কিন্তু আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ অসুরক্ষিত, এই কথা জেনে রাখবেন।

আমরা আপনাকে আজ এমন একটি উপায়ের কথা বলবো, যেভাবে টাকা জমালে রিটায়ারমেন্ট এর পর আর আপনার দরকারই পড়বে না পেনশন!! আর How To Become Rich বা কিভাবে বড়লোক হওয়া যায় এই প্রশ্নের উত্তর সকলে নিজেই দিতে পারবেন। আপনি যা টাকা সঞ্চয় (Savings Investment) করবেন তা দিয়েই ভবিষ্যৎ জীবন হেসে খেলে কেটে যাবে।

How To Become Rich Using 40-30-20-10 Rule

সংসার এমন জায়গা যেখানে যত টাকা খরচ করবেন তত খরচ হতেই থাকবে। আপনার আয় যদি ৫০ হাজারও হয় আর আপনি যদি বেহিসেবী খরচা করেন তাহলে জীবনেও টাকা জমাতে পারবেন না। এই জন্য আগে নিজের ওজন বুঝে চলা শিখতে হবে। বিশ্ববিখ্যাত বিলিয়নিয়র ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, “সঞ্চয় বিনিয়োগের (How To Become Rich Savings Investment) সবচেয়ে বড় অস্ত্র।

ধনী (How To Become Rich) হতে চাইলে কীভাবে সঞ্চয় (Savings) করতে হয় জানতে হবে। ওখান থেকেই আসল বিনিয়োগ শুরু হয়। এই জন্যই আজ আমরা কথা বলব ৪০-৩০-২০-১০ রুল নিয়ে। কিভাবে এটি উপকারে আসবে? কিভাবে এটিকে প্রয়োগ করবেন? আর যে কোন ধরণের বিনিয়োগ (Financial Investment) করার আগে সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবেন।

Calculate How To Become Rich In Just 1 Month

যে কোনো চাকরিতে বেতন হয় প্রত্যেক মাসে। আবার এক মাসেরও দেরি হয় কোন কোন ক্ষেত্রে। তাই আপনাকে সবার আগে শিখতে হবে কিভাবে এক মাসের বেতনের (Salary) টাকায় আপনি পুরো মাস চালিয়ে নিতে পারবেন, যাতে মাঝখানে আপনাকে আর কোন টাকা না তুলতে হয়। দেখুন, খরচা করলেই খরচা। বেহিসেবি খরচ অনেক দিকে হবে।

কিন্তু আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন যে এক মাসের আগে আমি আর টাকা তুলব না। মাসের প্রথমে সমস্ত খরচাপাতির একটা লিস্ট করে নিন। সেই অনুযায়ী টাকা তুলুন এবং পুরো মাস তাতে চালিয়ে নেওয়ার চেষ্টা করুন। খুব জরুরী দরকার ছাড়া মাসের মাঝখানে টাকা তুলবেন না। এই ভাবে টাকা অনেকটাই বাঁচবে (Money Savings Tips). বিন্দু বিন্দুতে সিন্ধু হয় আর এর মাধ্যমেই How To Become Rich হওয়া সম্ভব।

40-30-20-10 Rule How To Become Rich

বিভিন্ন গুরুত্বপূর্ণ খরচা যেমন বাড়ি ভাড়া, ঋণ, রেশন এবং শিশুদের ফি, অফিস যাতায়াতের খরচ ইত্যাদি গুলিকে এক্ষেত্রে রাখুন প্রথমে। নিজের আয়ের সর্বোচ্চ ৪০ শতাংশ খরচ করার চেষ্টা করুন এখানে। এরপর ধরা যাক বিনোদনের কথা। মাসে একদিন বা দুই দিন শপিং করা, কোথাও ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া করা, সিনেমা দেখা ইত্যাদির জন্য খুব বেশি হলেও ৩০ শতাংশের বেশি খরচ না করার সিদ্ধান্ত নিন।

Instant Personal Loan (ইনস্ট্যান্ট পার্সোনাল লোন)

যদি কারোর কাছে কোন ধার বাকি থাকে তাহলে সেই টিকে এবার সামনে আনুন। এমন ধার (How To Become Rich To Take Personal Loan) নিন যে নিজের বেতনের ২০ শতাংশ অর্থ দিয়েই তা শোধ করে ফেলা যায়। এরপর শেষ লক্ষ্যমাত্রা ১০%। যেটা দিয়ে আপনি নিজের আমানত গড়ে তুলবেন। প্রত্যেক মাসে চেষ্টা করুন নিজের বেতনের অন্তত ১০% ব্যাংকে অথবা কোন লাভজনক স্কিমে বিনিয়োগ (Investment Scheme) করার।

মাসিক আয় মাত্র 5000 টাকা হলেও কোটিপতি হওয়া সম্ভব। ব্যাংক ঋণ নিয়ে ধনী হবার গোপন সুত্র জেনে নিন।

এইভাবে যদি একবার খরচা করতে শুরু করেন, তবে আমরা আপনাকে কথা দিচ্ছি যে যতদিন চাকরি করবেন টাকার অভাব ভোগ করতে হবে না। আবার সঞ্চয়ও হবে যার ফলে অবসরের পর জীবন হেসে খেলে কাটবে। শেষ বয়সে কে সাহায্য করল না করল তা দেখার প্রয়োজনই পড়বে না। আর কোটি কোটি মানুষের মত How To Become Rich বা বড়লোক হওয়ার স্বপ্ন আপনার পূরণ হবে।
Written by Nabadip Saha.

টাকার দরকার হলেই দেবে SBI. আধার কার্ড থাকলে এখনই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment