চার চাকা বা দুই চাকার গাড়ি (Vehicle) কিনতে চাইছেন? তাহলেই সোনাই সোহাগা। কেন্দ্রীয় প্রকল্প EMPS Scheme এর মাধ্যমে আপনার কাছে সুযোগ রয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত সরকারী সাহায্য জেতার। না এটা কোন মিথ্যা কথা নয়। স্বয়ং কেন্দ্রীয় সরকার (Central Government) এই ধরনের একটি প্রকল্প চালু করেছে সম্প্রতি। আপনি যদি বাইক, মোটর সাইকেল বা চার চাকার যে কোনো ছোট গাড়ি (Electric Car) ব্যবহার করে থাকেন, তাহলেই এই সুবিধা পেয়ে যাবেন।
EMPS Scheme Online Apply And Benefits.
কেন এই EMPS Scheme? কাদেরকে সুবিধা দেওয়া হবে? কিভাবে পাওয়া যাবে? এটা নিয়ে নিচে আলোচনা করা হলো। আর এই প্রকল্পের মাধ্যমে দেশের সকল মানুষদের গাড়ি কেনার স্বপ্নপূরণ হতে চলেছে। কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি কেনার জন্যই দেওয়া হবে। আগামী দিনে বিশ্বকে উষ্ণায়ন থেকে রক্ষা করার জন্য সকল দেশ এই ইলেকট্রিক বাহনের দিকে এগোচ্ছে।
EMPS Scheme 2024.
বর্তমানে পেট্রোপণ্যের চাহিদা আকাশছোঁয়া হারে বৃদ্ধি পেয়েছে। তাই মানুষের পক্ষে পেট্রোল ডিজেল (Petrol Diesel Price) কেনা আর সহজসাধ্য নয়। এই কারণে বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল এর চাহিদা প্রচুর বেড়েছে মানুষের মধ্যে। পাশাপাশি এই ধরনের যানবাহন গুলিতে পরিবেশ দূষণ ও কম ঘটে। তাই শহরাঞ্চলে বেশিরভাগ মানুষকেই এখন দেখা যায় Buying EV As Per EMPS Scheme ব্যবহার করতে।
এই দুই সুবিধার জন্য সরকারও চাইছে দেশে ই ভি ইলেক্ট্রিক ভেহিকেল (Electric Vehicle) এর সংখ্যা বৃদ্ধি করতে। আমজনতা কে এই বিষয়ে আরো বেশি করে উৎসাহিত করা হচ্ছে। এমনকি এই বছরের বাজেটে ও কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিন গাড়ির বাজার গড়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে অভ্যন্তরীণ বাজারে। এই লক্ষ্যেই এবার মোদী সরকার চালু করেছে নতুন EMPS Scheme বা ইনসেন্টিভ স্কিম।
Electric Mobility Promotion Scheme
এর নাম হল Electric Mobility Promotion Scheme. যেখানে মানুষ যদি দুই চাকা বা চার চাকার ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করেন, তাহলেই তাকে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দিচ্ছে সরকার। মানুষের মধ্যে ইভি কেনার নেশা বাড়ানোর জন্যই এরূপ সিদ্ধান্ত। আর এই কারণের জন্যই সকলের EMPS Scheme এর মাধ্যমে কিভাবে টাকা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া উচিত।
EMPS Scheme Provide Two Wheeler & Four Wheeler Incentive
এই EMPS Scheme মাধ্যমে টু হুইলার এবং ফোর হুইলার উভয় গাড়ির ক্ষেত্রেই আলাদা আলাদা ইনসেনটিভ দেবে সরকার। এখানে উল্লেখ্য, আমাদের দেশে অনেক মানুষেরই ই ভি কেনার প্রতি ঝোঁক রয়েছে, কিন্তু তা বেশিরভাগই ছোট ফোর হুইলারের ক্ষেত্রে। এখনো টু হুইলার যেমন বাইক বা মোটর সাইকেল ইত্যাদি পেট্রোল ডিজেলেই চলতে বেশি দেখা যায়।
তাই মানুষকে বৈদ্যুতিন টু হুইলার কেনার প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য তাদেরকেও আলাদা করে ইনসেন্টিভ দিচ্ছে সরকার এই স্কিমে। তবে আরও একটি সুখবর। কেবল ফোর হুইলার বা টু হুইলার নয়, পাশাপাশি থ্রি হুইলার যেমন অটো, টোটো ইত্যাদির চালকরাও এই EMPS Scheme Subsidy পাবেন বলে জানান প্রধানমন্ত্রী।
EMPS Scheme 2024 Subsidy Amount
- ১০ হাজার টাকা ভর্তুকি পাবেন যদি আপনি নতুন টু হুইলার ইলেকট্রিক ভেহিকেল ক্রয় করেন।
- ২৫ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হবে যদি আপনি থ্রি হুইলার যেমন ইলেকট্রিক অটো, টোটো ইত্যাদি কেনেন।
- আর ৫০ হাজার টাকা পেয়ে যাবেন যদি চার চাকার কোন বৈদ্যুতিন গাড়ি আপনি কিনতে যান।
Why EMPS Scheme Is So Important?
১. এই EMPS Scheme মাধ্যমে সরাসরি ভর্তুকি পাওয়ার জন্য মানুষের মধ্যে বৈদ্যুতিন গাড়ি কেনার চাহিদা বৃদ্ধি পাবে।
২. প্রতিবছর বিদেশ থেকে পেট্রোল ডিজেল ইত্যাদি কিনতে সরকারের প্রচুর টাকা খরচ হয়। মানুষ বেশি পরিমাণে ই ভি কিনলে সেই খরচ বাঁচবে।
৩. দিনকে দিন যেভাবে পরিবেশ দূষিত হয়ে চলেছে তাতে কার্বন জ্বালানির ব্যবহার বাড়লে মানুষের বাঁচা দায় হয়ে পড়বে। এই পরিস্থিতিতে ই ভি এর চাহিদা বাড়লে পেট্রোল ডিজেল জ্বালানির ব্যবহার কমবে, ফলে পরিবেশ দূষণ ও আর হবে না।
ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোন গ্রাহকদের বিরাট সুখবর। টাকার দরকার হলে এইভাবে আবেদন করুন।
৪. ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা খরচ সাপেক্ষ। মানুষ চিরাচরিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিন গাড়ি কেনায় প্রস্তুতকারক কোম্পানি গুলিরও এই ধরনের গাড়ির বিক্রি বাড়বে, ফলে উৎপাদন বাড়বে। যা দেশের অর্থনীতিকে মজবুত করবে।
কিন্তু সবশেষে, একটি সমস্যা থেকেই যায়। আর তা হল ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন নিয়ে। ইভি এর চার্জিং স্টেশন তৈরি করা বেশ খরচার ব্যাপার এবং এই জন্য উন্নত পরিকাঠামো দরকার। আমাদের দেশে দুয়েরই যথেষ্ট অভাব রয়েছে। তবুও সরকার আশাবাদী অদূর ভবিষ্যতে হয়তো এই সমস্যার সমাধান হবে।
Written by Nabadip Saha.
সিম কার্ড নিয়ে নতুন নিয়ম শুরু হচ্ছে 1লা জুলাই থেকে। নতুন পুরনো সবার জন্য। 3 মাস আগেই সতর্ক হন।