সোনা বা সোনার গয়না সকলেরই পছন্দের (Gold Price Today). পাশাপাশি সোনায় বিনিয়োগ (Gold As An Investment) লাভজনকও বটে। কারণ আপনি আজ যে নামে সোনা কিনছেন ভবিষ্যতে হয়তো তার ডবল দামে এটি বিক্রি হবে। তাই সোনায় বিনিয়োগ (Gold Investment) করতে গেলে বুঝে শুনে করতে হবে। যখন এর দাম (Gold Price) কম তখন কিনলে এতে আপনারই লাভ বেশি।
Hallmark 22K & 24K Gold Price Today.
সোনার দাম (Gold Price Today) কখনই স্থির থাকে না। প্রতিদিন ওঠানামা করছে দেশের বিভিন্ন জায়গায়।তাই সোনা কেনার আগে আগে তার দাম আজ কত সেটা জানুন। আদৌ এখন সোনা কিনলে তা লাভজনক তো। তাই দেখে নিন আজ আপনার শহরে কত সোনার দাম। গত কয়েক মাস যাবৎ সোনার দাম বেশ বেড়েছিল। তবে আবার ডলারের (US Dollar) সূচক এবং মার্কিন ট্রেজারি বাড়ার ফলে নিন্মগামী হয়েছে সোনার দাম (Hallmark Gold Price).
সপ্তাহের শেষের দিন অর্থাৎ রবিবার থেকেই বিরাট পতন ঘটল সোনার গয়নার (Gold Jewellery) দামে। তবে সোনার দাম কমলেও রুপার দাম পুরো সপ্তাহের তুলনায় খানিকটা ঊর্ধ্বমুখী (Gold Price & Silver Price) হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট (Multi Commodity Exchange Rate) এর তালিকা অনুসারে এই সকল দাম বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক (Gold Price Today).
Hallmark 24K Gold Price Today
আজ কলকাতায় রবিবার, ১৭ মার্চ ২০২৪ তারিখে GST ও TCS বাদে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম যাচ্ছে ৬৬১০০ টাকা। গতকাল ১৬ মার্চ ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ছিল ৬৬০০০ টাকা অর্থাৎ এই দুদিনে ৫০ টাকা কম হয়েছে ২৪ ক্যারেট সোনা। অন্যদিকে জি এস টি ও টি সি এস বাদে ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম হল ৬৫৯৫ টাকা (Gold Price Today).
গতকাল যা ছিল ৬৬০০ টাকা অর্থাৎ এক্ষেত্রে দাম ৫ টাকা কমেছে। অন্যদিকে আজ কলকাতায় ১০ গ্রামের ২৪ ক্যারেট খুচরো সোনার দাম হয়েছে ৬৬২৫০ টাকা। গতকাল এই দাম গেছে ৬৬৩০০ টাকা। ৫০ কমেছে দাম। আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারেট খুচরা সোনার দাম (Gold Price Today) ৬৬২৫ টাকা। গতকাল – ৬৬৩০ টাকা। ৫ টাকা পড়েছে দাম।
Hallmark 22K Gold Price Today
আজ রবিবার ১৭ মার্চ ২০২৪ তারিখে জি এস টি ও টি সি এস বাদে ১০ গ্ৰাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৬৩০০০ টাকা। গতকাল, শনিবার, ১৬ মার্চ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৩০৫০ টাকা। সেক্ষেত্রে ৫০ টাকা সস্তা হয়েছে দাম। আবার দেখা যায় ১ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম আজ জি এস টি ও টি সি এস বাদে হয়েছে ৬৩০০ টাকা। যা গতকাল ছিল ৬০৩৫ টাকা অর্থাৎ দুদিনে মোট ৫ টাকা কম হয়েছে দাম (Gold Price Today).
Pure Silver Price Today
আজ রবিবার ১৭ মার্চ ২০২৪, প্রতি কেজি রুপার বাটের দাম কলকাতায় হল ৭৭৩০০ টাকা। গতকাল হিসেবে সমপরিমাণ রূপার দাম ছিল ৭৪০৫০ টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে সোনার দাম কমলেও রুপার গয়নাতে ৩০০ টাকা বেড়েছে দাম। আবার খুচরা রুপার ক্ষেত্রেও আজকে দাম হয়েছে ৭৪১৫০ টাকা প্রতি কেজি। গতকাল সেই নাম ছিল ৭৪৪৫০ টাকা। এক্ষেত্রেও ৩০০ টাকা বেড়েছে দাম আজ।
এখন প্রতিদিন বিভিন্ন স্থানে সোনা রূপার দাম জানা কোনো কঠিন কাজ নয়। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন (Gold Price Today).
তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন। কিন্তু এই রুপোর দাম বা সোনার দাম (Gold Price Today) প্রতিদিন পরিবর্তিত হতে থাকে আর এই কারণের জন্য আপনারা গয়না কেনার আগে অবশ্যই এই দাম সম্পর্কে আগের থেকে জেনে নিয়ে তবেই কিনবেন।
Written by Nabadip Saha.
আধার কার্ডের বদলে এই নতুন কার্ড বানাতে হবে। কি কি সুবিধা? কিভাবে আবেদন করবেন?