লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। আর এই সময়ে কেন্দ্র সরকার মাতৃ বন্দনা যোজনা বা Matru Vandana Yojana নিয়ে আসা হল মহিলাদের জন্য। এবারে নির্বাচনে মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। সেটা প্রত্যেক রাজনৈতিক দোল ভালো করেই বুঝতে পারছেন, আরেই জন্য প্রত্যেকেই মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প এনে বা ভাতা বৃদ্ধি করে তাদের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছেন।
Matru Vandana Yojana Online Apply Process.
এছাড়াও ক্ষমতাকে পাখির চোখ করে এখন লড়ে চলেছে প্রতিটি রাজনৈতিক দল। কে কার চেয়ে বেশি ভালো সেটাই দেখানোর পালা। এবার আমাদের রাজ্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারও চালু করল লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প। রাজ্যের সকল মহিলা এর সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত এই রাজ্যের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) 500 এবং 1000 টাকা করে পেতেন (Matru Vandana Yojana 2024).
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (WB CM Mamata Banerjee) ঘোষণা মত মে মাস থেকে তা বেড়ে ১০০০ এবং ২০০০ হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর এই Matru Vandana Yojana আবেদন করলেই দেবে নগদ ১০০০ টাকা। ভোটের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হবে। আর একবার তা হলে নতুন প্রকল্প আর চালু করা যাবে না। তাই এখন থেকেই এই প্রকল্পের জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র।
ভোটের আগেই রাজ্যের মা বোনেরা আবেদন করতে পারবেন Matru Vandana Yojana প্রকল্পে। আর সব কিছু জেনে নিয়ে তবেই সকলের উচিত কোন ধরণের আর্থিক বিনিয়োগ করার আগে সকল তথ্য সঠিক করে জেনে নিয়ে তবেই আবেদন করা। এই মাতৃ বন্দনা যোজনাতে আপনারা কিভাবে তা করবেন? কোথায় গিয়ে করতে হবে? সবকিছু জেনে নিন প্রতিবেদনটি পড়ে।
Matru Vandana Yojana 2024
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক রাজ্য ইতিমধ্যে এর অনুকরণে নানা প্রকল্প সৃষ্টি করেছে। এবার ছত্তিশগড়ের রাজ্য সরকার ও শুরু করল এই ধরনের একটি প্রকল্প। যার নাম Mahtari Vandana Yojana বা Matru Vandana Yojana. রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). নিজে দাঁড়িয়ে থেকে ছত্তিসগড় (Chattishgarh) এই প্রকল্পের উদ্বোধন করেছেন।
আর ঘোষনা করেছেন এর মাধ্যমে সেই রাজ্যের প্রতিটি মা বোনকে প্রতিমাসে ১০০০ টাকা করে নিশ্চিত ভাতা দেওয়া হবে অর্থাৎ বছরে মোট 12 টি কিস্তিতে টাকা পাবেন মহিলারা। প্রথম কিস্তির জন্য ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মোট ৭০ লাখ মহিলাকে এর সুবিধা দেওয়া হবে। এজন্য নাম নির্বাচন করা চলছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। কারা ও কিভাবে Matru Vandana Yojana নাম নথিভুক্ত করতে পারবেন জেনে নিন।
Matru Vandana Yojana Apply Criteria
১. আবেদনকারীকে অবশ্যই ছত্রিশগড় রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিতা, বিধবা, অথবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এর সুবিধা পাওয়ার যোগ্য।
৩. আবেদনের জন্য নূন্যতম বয়সসীমা হতে হবে ২৩ এবং সর্বোচ্চ বয়সসীমা ৬০।
৪. আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২.৫ লাখ টাকার কম হতে হবে।
Matru Vandana Yojana Online And Offline Apply Process
এই Matru Vandana Yojana প্রকল্পে অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে সরকার। সেখানে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। যারা চাইবেন অফলাইন আবেদন করতে তাদের স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত বা ব্লকের শিশু এবং নারী কল্যাণ দফতরে যেতে হবে।
এরপর প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নিতে হবে। ফর্মের উপর ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে। এরপর সেই ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। যদি আপনি সুবিধা পাওয়ার জন্য নির্বাচিত হন ফোনে মেসেজ যাবে এবং পরের মাস থেকেই ব্যাংক একাউন্টে (Bank Account) টাকা ঢুকবে।
1 লাখ টাকা বিনিয়োগে কোন ব্যাংকে কত সুদ দিচ্ছে। কোন ব্যাংকে সর্বাধিক সুদ পাবেন?
Matru Vandana Yojana Apply Documents
১. আধার কার্ড (Aadhaar Card).
২. ভোটার কার্ড (Voter ID Card).
৩. পরিবারের ইনকাম সার্টিফিকেট (Income Cerficate).
৪. ব্যাংক একাউন্টের নথি (Bank Account Documents).
৫. বয়সের প্রমাণ (Birth Proof).
৬. স্থায়ী বাসস্থানের প্রমাণ (Address Proof).
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য। আজই জেনে নিন।
Thanks for matru Vandana yojana