Gram Panchayat Recruitment – পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। বেতন যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস দেখুন।

লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে Gram Panchayat Recruitment বা গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে বাম্পার নিয়োগ। আপনি কি সরকারি চাকরি (Government Job) করতে চান? অথচ তেমন কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা নেই? তবে আপনার জন্য আজ চলে এসেছে একটি দারুণ সুযোগ যেখানে কেবল অষ্টম পাস হলেই আপনি আবেদন জানাতে পারেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে একটি বড়োসড়ো নিয়োগ বিজ্ঞপ্তি (Government Job Recruitment Notification) জারি করা হয়েছে।

West Bengal Gram Panchayat Recruitment 2024.

এক সঙ্গে অনেক ধরনের শূন্য পদের জন্য Gram Panchayat Recruitment এর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। মোট ৬৬৫২টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে। রাজ্যের বিভিন্ন সাধারণ বেকার ছেলে মেয়েরা সকলেই আবেদন করতে পারবেন এখানে। প্রথমে অফলাইন মারফত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারপর একটি ছোট্ট পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবে চাকরি। পরীক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন।

Gram Panchayat Recruitment Vacancy Details

রাজ্যের ২০ জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রধানত গ্রুপ সি ও ডি বিভাগে বিভিন্ন কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি বেরিয়েছে। পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং অন্যান্য কিছু পদে এখানে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৬৬৫২টি। সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। Gram Panchayat Recruitment সমস্ত পদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে পরীক্ষা হবে? দেখে নিন।

Gram Panchayat Workers

এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই যে কোন সরকারি স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট থাকতে হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকা আবশ্যক। এই পদের জন্য মোট 58 নম্বর এর একটি পরীক্ষা নেওয়া হবে। ইংরেজিতে 10, বাংলায় 13, গণিতে 10 ও সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন থাকবে।পরীক্ষায় পাশ করলে 15 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। আর তারপরেই হবে Gram Panchayat Recruitment. যারা এই পদে কাজ করবেন তাদেরকে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা বেতন প্রদান করবে সরকার।

Nirman Sahayak Gram Panchayat Recruitment

এই পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। এখানে পরীক্ষা হবে মোট ১১০ নম্বরের। ইঞ্জিনিয়ারিং (সিভিল) – ৬৫ নম্বর, ইংরেজি – ১৩ নম্বর, সাধারণ জ্ঞান – ৭ নম্বর, ইন্টারভিউ – ১৫ নম্বর। ২৮,৯০০ টাকা থেকে বেতন শুরু হবে। পরে তা বেড়ে ৭৪,৫০০ টাকা পর্যন্ত হবে।

Gram Sahayak

যে কোনো সরকারি বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ১৮ থেকে ৪০ এর মধ্যে।এখানে পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাশ করলে 15 নম্বরের পরীক্ষা আবার ইন্টারভিউের সময় দিতে হবে। ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত (WB Gram Panchayat Recruitment).

Aadhaar Card Update (আধার কার্ড আপডেট)

Gram Secretary

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এর সঙ্গে ছয় মাসের কোনো কম্পিউটার কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে অথবা যদি উচ্চ মাধ্যমিকে বিষয় থাকে তাও সমস্যা নেই। ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। পরীক্ষা হবে ১০০ নম্বরের। ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাশ করলে 15 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে (Gram Panchayat Recruitment).

আগামী মাস থেকেই পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, ছুটি, নিয়োগ সহ প্রচুর সুবিধা চালু হচ্ছে।

Gram Panchayat Recruitment Executive Assistant

এই পদের জন্যেও লাগবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। সঙ্গে কম্পিউটার সাবজেক্ট বা ৬ মাসের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এখানেও আগের দুটি পদের মতোই মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজিতে ২৫, বাংলায় ২৫, গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানের 10 এবং 15 নম্বরের ইন্টারভিউ। শুরুতে ২৮,৯০০ টাকা থেকে বেতন পাবেন কর্মীরা। তারপর ৭৪,৫০০ টাকা পর্যন্ত স্কেল বাড়তে পারে Gram Panchayat Recruitment বা গ্রাম পঞ্চায়েতে চাকরির এই সকল পদে।
Written by Nabadip Saha.

আবার বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বেশি টাকা না পেলে কি করবেন? কবে একাউন্টে ঢুকবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment