পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দারুন সুখবর। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের TATA Scholarship বা টাটা স্কলারশিপের জন্য যেই সকল পড়ুয়ারা আবেদন করেছিলেন তাদের শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। এটি হল প্রথম ধাপের বাছাই তালিকা। তবে এই স্কলারশিপের (Scholarship) আবেদন প্রক্রিয়া শেষ হয়নি এখনো। ১০ মার্চ পর্যন্ত তা চলবে অর্থাৎ আরও একদিন তাই ছাত্র ছাত্রীরা চাইলে এখনো আবেদন করতে পারবেন।
TATA Scholarship 2024 Online Apply.
যাই হোক প্রথম ধাপের যে তালিকা বেরিয়েছে তার আবেদনকারীদের টাকা খুব শীঘ্রই ব্যাংক একাউন্টে ঢুকবে। আমাদের দেশে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে অনেক স্কলারশিপ প্রদান করা হয়েছে। কিন্তু টাটার তরফে এই স্কলারশিপও সকল মেধাবী পড়ুয়াদের জন্য নিয়ে আসা হয়েছে। কিভাবে TATA Scholarship তালিকায় নিজের নাম চেক করতে হবে? দেখে নিন।
How Much Money You Will Get In TATA Scholarship
১. ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গ্রুপ (TATA Group) এই স্কলারশিপ প্রদান করছে।
২. মাধ্যমিক স্তরে পড়ুয়া ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ এর মাধ্যমে ১০০০০ টাকা দেওয়া বছরে।
৩. যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে তাদের দেওয়া হয় বার্ষিক ১২০০০ টাকা।
৪. এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী পড়ুয়াদের অনেক সুবিধা হতে চলেছে।
How To Check TATA Scholarship List
১. প্রথমে www.buddy4study.com ওয়েবসাইট ওপেন করে নিন ব্রাউজারে।
২. মাধ্যমিক পড়ুয়ারা Class 10, উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা Class 12 এবং স্নাতক পড়ুয়ারা Graduation সেকশনের পাশে থাকা ‘Check Result’ অপশনে ক্লিক করুন।
৩. নির্দিষ্ট স্থানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর বা ইমেইল আইডি বসিয়ে লগইন করুন।
৪. এরপর স্কলারশিপের রেজাল্ট দেখাবে। যদি লিস্টে আপনার নাম থাকে তবে জানবেন টাকা পাবেন।
How To Apply TATA Scholarship
১. প্রথমে www.buddy4study.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. তারপর প্রার্থীরা যে registration ফর্মটি দেখতে পাবে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সমূহ ভালোভাবে এন্ট্রি করতে হবে।
৩. সবশেষে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
৪. প্রয়োজনে প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশনের একটি করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।
TATA Scholarship Apply Documents
১. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card).
২. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card).
৩. একটি ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
নবান্ন স্কলারশিপে নতুন আবেদন শুরু হলো। আগের টাকা কবে ঢুকবে? এবার 10,000 টাকা পাবেন।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৬. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৭. আবেদনের সময় প্রয়োজন হলে আরও কিছু ডকুমেন্ট চাওয়া হতে পারে পড়ুয়াদের কাছ থেকে (TATA Scholarship).
Written by Nabadip Saha.
আবেদন করলেই 3000 টাকা পাবেন একাউন্টে। প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করলেই পাবেন।