LPG Gas Price – নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমলো। আরো 1 বছর দাম কম থাকবে।

ভোটের আগেই বাজিমাত মোদী সরকারের। LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা করলেন নরেন্দ্র মোদী নারী দিবসের (Womens Day 2024) দিনে অর্থাৎ আজ সকালে। এই মুহূর্তে জানা যাচ্ছে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানো হল। আর গতকাল উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) গ্যাসের দাম ৩০০ টাকা কমানো হয়েছে। আগামী এক বছর পর্যন্ত এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) কিনলেই গ্রাহকরা এই ভর্তুকি লাভ করতে চলেছেন।

LPG Gas Price Reduce Upto 100 Rupees.

আগে গ্যাসের দাম কম ছিল এবং তখন ভর্তুকিও পেত সকলে বেশি বেশি। কিন্তু LPG Gas Price বেড়ে যাওয়ার পর থেকে ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া বন্ধ হয়ে গেছে। ফলে কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রতি বিরূপ হয়েছিল সাধারণ মানুষের মন। কিন্তু আবার সেই প্রক্রিয়া পুনরায় চালু করে সকলকে চমকে দিলেন প্রধানমন্ত্রী। আগামী মাস থেকেই এই টাকা পাবেন সকলে। কাদের কত টাকা ভর্তুকি ঢুকবে? দেখে নিন এক নজরে।

LPG Gas Price Subsidy

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) কয়েক দিন আগে এই নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। হিসাব অনুযায়ী দেখা গেছে গোটা দেশের মধ্যে ৩১.৩৬ কোটি গ্রাহকের নামে এলপিজি সিলিন্ডার নথিভুক্ত রয়েছে। তাদের মধ্যে ৯ কোটি গ্রাহক উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana 2.0) সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যেই এই সুবিধা। এর আওতায় আগামী এক বছর মোট 12 টি সিলিন্ডার লাভ করবেন তারা (LPG Gas Price).

প্রত্যেকটির উপর থাকবে ৩০০ টাকা করে ভর্তুকি অর্থাৎ মোট ৩৬০০ টাকা লাভ হবে প্রত্যেকের। ইতিমধ্যেই এই জন্য ১২ হাজার কোটি টাকার বরাদ রাজকোষ থেকে দিতে হয়েছে কেন্দ্রকে। জানা যাচ্ছে এই মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) বিজ্ঞপ্তি বের হতে পারে। তারপর আর কোন প্রকল্প শুরু করা যাবে না। তাই কেন্দ্রীয় সরকার এই মাস থেকেই নতুন এই সুবিধা চালু করতে তৎপর এলপিজি গ্রাহকদের জন্য (LPG Gas Price).

এই বছরের মার্চ মাস থেকেই শুরু হবে এই ভর্তুকি দেওয়া। আগামী ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত চালু থাকবে তা। এই এক বছর সকলে লাভ করবেন ৩০০ টাকা ভর্তুকি। আর এই ভর্তুকি বৃদ্ধির ফলে LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম অনেকটাই কমতে চলেছে। আর এই কারণের জন্যই আগামীদিনে দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেকটাই সাশ্রয় হতে চলেছে।

Who Will Get The LPG Gas Subsidy?

২০২৩ সালের আগস্ট মাস থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য LPG Gas Price 200 টাকা কম করেছে কেন্দ্র। তারপর থেকে স্থিতিশীল রয়েছে সেই দাম। যদিও চলতি মাসে ইন্ডেন গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Indane Commercial LPG Gas Price) বেড়েছে। কিন্তু ঘরোয়া রান্নার গ্যাসের (LPG Gas) ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আসেনি দামে। বর্তমানে আমাদের রাজ্যে সাধারণ গ্রাহকদের একটি গ্যাস সিলিন্ডার কিনতে হয় 929 টাকা দিয়ে।

SBI Personal Loan (স্টেট ব্যাংক পার্সোনাল লোন)

উজ্জ্বলা যোজনা গ্রাহকরা এই সিলিন্ডারে কিনলে তার ওপর ৩০০ টাকা করে ভর্তুকি পায়। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সেই ভর্তুকি আরও এক বছর পর্যন্ত প্রদান করবে কেন্দ্র অর্থাৎ সাধারণ গ্রাহকদের এখানে কোন সুবিধা মিলবে না। তাদের যেমন ৩০ টাকা করে ভর্তুকি ঢুকছিল তেমনি ঢুকবে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে LPG Gas Price বেড়েছে ৩০০ শতাংশ।

পশ্চিমবঙ্গের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের 1 কোটি পরিবার বিনামূল্যে রান্নার সরঞ্জাম পাবে।

তবে সেই তুলনায় সেই সময় দেশে LPG Gas Price বাড়েনি। এর জেরে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকার। সরকার তাদের এককালীন ২২ হাজার কোটির ক্ষতিপূরণ দিয়েছিল এর জন্য। এর ওপর ভর্তুকি দেয়ার জন্য আরো কয়েক হাজার কোটি টাকা খরচ হয় প্রতিবছর। এবার আগামী এক বছর ভর্তুকি দিতে গিয়ে আরো অতিরিক্ত খরচ করতে হবে কেন্দ্রকে।
Written by Nabadip Saha.

5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ভোটের আগে ছেলে মেয়ে সবাই পাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment