আপনার কি ব্যাংকে একাউন্ট রয়েছে? Debit Card কিম্বা SBI Credit Card বা অন্য ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তবে একটি খবর জেনে নেওয়া অত্যন্ত দরকার। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ক্রেডিট কার্ড নিয়ে বেশ কিছু নিয়ম কানুনের পরিবর্তনে করেছে। যার ফলে বিশাল সুবিধা পাবেন সমস্ত ব্যাংকের গ্রাহকরা। আগে ক্রেডিট কার্ডের বিষয়ে ব্যাংকের তরফ থেকে কিছু বাধ্যবাধকতা থাকতো কার্ড হোল্ডারদের। কিন্তু এবার আরও বেশি সংখ্যক ক্রেডিট কার্ড বিতরনের উদ্দেশ্যে কয়েকটি কড়া নিয়ম শিথিল করা হলো।
RBI Rules For Credit Card Holders.
যার ফলে আরও সহজে সুবিধা পাওয়া যাবে ক্রেডিট কার্ড (Credit Card) থাকলে, আর এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে এখন কোটি কোটি মানুষের এই Credit Card আছে। কারণ এখন অনেকেই ক্যাশ (Cash) টাকা নিয়ে লেনদেন করতে পছন্দ করে না। এর বদলে অনলাইনে পেমেন্ট (Online Payment) করতে বেশি পছন্দ করে। তাই সময়ের সাথে সাথে UPI App, Debit Card ও ক্রেডিট কার্ডের গুরুত্ব বা প্রয়োগ বেড়েছে। তাই এবার নিয়ম পরিবর্তন করার ও সময় এসেছে। এবার এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
Credit Card Benefits
এখন ব্যাংক একাউন্ট (Bank Account) খুললেই প্রায় প্রত্যেক গ্রাহকের হাতে ডেবিট কার্ড (Debit Card) এবং ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হয়। ক্রেডিট কার্ডে সুবিধা পাওয়া যায় অনেক। মনে করুন আপনার একাউন্টে টাকা নেই। কিন্তু হঠাৎ কোনো প্রয়োজন হল। তখন আপনি ক্রেডিট কার্ড থেকে সেই টাকা কাটাতে পারেন। বা কেনাকাটাও করতে পারেন। এর জন্য আগে অনেক চার্জ দিতে হতো। এবার সেই নিয়মের ও বদল হচ্ছে। শুধু কেনাকাটাই নয় এবার আপনারা যখন খুশি তখনই ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে পারবেন।
একাউন্টে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের বকেয়া টাকা আপনাকে তৎক্ষণাৎ নয় বরং পরে শোধ করতে হবে ব্যাংকের কাছে। সময় মতো যদি আপনি ক্রেডিট কার্ডের লোন (Credit Card Loan) শোধ করে দিতে পারেন তবে কোনো অতিরিক্ত চার্জ কাটবেনা সংশ্লিষ্ট ব্যাংক। ক্রেডিট কার্ডের এই নতুন নিয়মের ফলে এক্ষণ থেকে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক। আর এই নিয়ম সম্পর্কে সকলের আগেভাগে জেনে নেওয়া উচিত।
Credit Card New Rules In India
সম্প্রতি রিজার্ভ ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বিধি নিষেধ তুলে দিয়েছে। যার ফলে আরো সুবিধা জনক হয়েছে এই কার্ড ব্যবহার করা গ্রাহকদের পক্ষে। আগে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিলে ব্যাংকই সিদ্ধান্ত নিতো আপনাকে কোন সংস্থার Credit Card দেওয়া হবে। এতে গ্রাহকের কোন সিদ্ধান্ত থাকত না যে তিনি কোন সরবরাহকারীর কাছ থেকে ক্রেডিট কার্ড নিতে চান।
মনে করুন Visa, Mastercard, RuPay এই তিনটি সংস্থার ক্রেডিট কার্ড রয়েছে। যদিও সব কার্ডই ভালো। তেমন করে আলাদা কিছু নেই। কিন্তু কোনো কোনো কার্ডে বিশেষ কিছু সুবিধা থাকে। তাই আপনার মনে হতেই পারে যে সেই নির্দিষ্ট কার্ডটিকেই আপনি নেবেন। কিন্তু ব্যাংক আপনাকে দিয়ে দিল অন্য আরেকটি কোম্পানির কার্ড। ফলে আপনি না চাইতেও তখন সেটি নিতে হত আপনাকে।
Credit Card Apply online
অথবা অন্য কার্ডের জন্য আবেদন করলে পুনরায় টাকা লাগতো। কিন্তু এখন থেকে আর এই নিয়ম চলবে না, স্পষ্ট জানালো রিজার্ভ ব্যাংক। ব্যাংক একাউন্ট হোল্ডার যে সংস্থার কার্ড পছন্দ করবে, সেই কার্ডই তাকে দিতে হবে ব্যাংকের তরফ থেকে। তবে শুধু নতুন কার্ড করার ক্ষেত্রেই নয়, বরং Credit Card পুনর্নবীকরণের সময়েও এই একই নিয়ম মানতে হবে ব্যাংককে। তাই এখন থেকে অনেক সুবিধা হতে চলেছে।
Apply Credit Card With Instant Approval
এবার যারা নতুন করে ক্রেডিট কার্ড নিতে চান, তারা সহজেই ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন, এবং সাথে সাথে আপনার নামে Credit Card ইস্যু হয়ে যাবে। এবং কয়েকদিন পর আপনার ঠিকানায় কার্ড পৌছে যাবে। যদিও বর্তমানে অনেক ব্যাংক সাথে সাথে কার্ড প্রদান করে থাকে। আবার অনেক সময়ে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ব্যাংক থেকেই আপনাকে ফোন করা হয়। সেখানে আপনার জন্য Pre Approved Credit Card দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, আর এর মাধ্যমেও আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন।
ব্যাংক লোন নিয়েছেন বা নেবেন? কম সুদ পেতে এই 4 টি কাজ অবশ্যই করুন।
ক্রেডিট কার্ডের এই নতুন নিয়ম দেশের সবকটি ব্যাংকের (Indian Banks) ওপর নতুন এই নিয়ম লাগু করেছে কেন্দ্রীয় ব্যাংক, তাই আপনার যেখানেই একাউন্ট থাকুক না কেন এই সুবিধা পাবেন আপনি। আর Credit Card এর এই নতুন নিয়মের ফলে অনেকটাই সুবিধা হতে চলেছে গ্রাহকদের। আর ভবিষ্যতে এই ধরণের আরও সুবিধার জন্য অপেক্ষা করছেন অনেকে।
Written by Nabadip Saha.
টাকা চাইলেই 5 মিনিটে টাকা পাবেন। আধার কার্ড ও ব্যাংক একাউন্ট থাকলে এইভাবে আবেদন করুন।