টাকার অভাব থাকলেও যারা স্বপ্নের বাড়ি বানাতে চান বা একটি গাড়ি কিনতে চান তাদের জন্য Home Loan ও Car Loan বা গৃহঋণ ও গাড়ীর ঋণ আরেকটি স্বপ্নের মতো। টাকা না থাকলেও অনেকেই এই লোনের আবেদন তথা Apply for Home Loan/ Car Loan করে নিজের নামে একটা বাড়ি বা নিজের একটা গাড়ি কিনতে পেরেছেন। কিন্তু লোন নিলেও দেনা শোধ করার সময় গ্রাহকের মাথার উপর হয় বজ্রাঘাত।
Home Loan Car Loan Interest Rate.
কারণ সুদ আসল মিলিয়ে কার্যত লোনের (Loan) ডবল টাকা ফেরত নিয়ে নেয় ব্যাংক। তবে এবার থেকে চিন্তার দিন শেষ। কারণ সম্প্রতি রেপো রেট (RBI Repo Rate) স্থিতিশীল করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI. যার কারনে কমেছে সুদের হার (Loan Interest Rate). তাই লোন নেওয়া অনেক সহজ হয়ে গেছে এখন।
Instant Home Loan Car loan Apply Online
বিশেষ করে কার লোন (Car Loan) এবং হোম লোনের (Home Loan) ওপর পাওয়া যাচ্ছে বেশি সুবিধা। বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা এই সুযোগে মোটা টাকা লোন নিয়ে নিচ্ছেন। আপনিই বা কেন পিছিয়ে থাকবেন? আজি চলে যান নিজের ব্যাংকে লোন নিতে। তবে তার আগে পুরোটা ভালোভাবে বুঝে নিন। গত ২০২২ সালে রাশিয়া (Russia) ও ইউক্রেন (Ukraine) দুটি রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ চলছিল, স্বাভাবিকভাবেই আর্থিক মন্দা দেখা দিয়েছিল অনেক দেশে।
ভারতের অর্থনীতিতেও (Indian Economy) এর প্রভাব পড়েছিল। শুরু হয় মুদ্রাস্ফীতি। ফলে রেপো রেট বাড়ায় আরবিআই। যার কারনে বেড়েছিল সুদের হারও। গ্রাহকরা ব্যাংক থেকে যেকোনো লোন তথা হোম লোন বা কার লোন নিলেই তাদেরকে অতিরিক্ত দেনায় ডুবতে হতো। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অর্থনৈতিক পরিস্থিতি বদলেছে বলে জানালো রিজার্ভ ব্যাংক। যেখানে এক ধাক্কায় রেপো রেট ৬.৫ শতাংশে এসেছে।
How to get instant Home Loan
যার ফলে কমেছে সুদের হারও। আর আগামী দিনে এই রেট স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে ৬ সদস্যের একটি বৈঠক হয় এই নিয়ে। এরপর শুক্রবার দিন বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে লোনের ওপর সুদের হার কমার সুখবর পান বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা। ব্যাংক অফ বরোদার (BOB) ফিন্যান্সিয়াল এডভাইজার মদন সাবনভিস বৈঠকের পর জানিয়েছেন।
How to apply for car loan
এবারের বাজেটের ইঙ্গিতের পর সারা দেশের মুদ্রাস্ফীতির হার কমার সম্ভাবনা রয়েছে। তাই রেপো রেট (RBI Repo Rate) কমিয়ে ৬.৫ শতাংশে নামানো হয়েছে। এখানেই তা স্থির থাকবে বলে আশা করা যায়। মুদ্রাস্ফীতির (Inflamation) হার এখনো 6.8% রয়েছে। আরবিআই এর এই সিদ্ধান্ত ব্যাংকিং ব্যবস্থায় অনেক নমনীয়তা আনবে। সুবিধা জনক হবে মানুষের পরিষেবা পাওয়া। লোনের উপর সুদের হার কমার ফলে ব্যাংক যেমন সহজে লোন দিতে পারবে তেমনি গ্রাহক সহজেই তা নিতে পারবে।
টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।
আর দেনায় জর্জরিত হতে হবে না কাউকে। যদিও এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে খারিফ শস্যের উৎপাদন নিয়ে আশঙ্কা করছেন RBI এর কর্মকর্তারা। তখন আবার মূল্য বৃদ্ধি ঘটলেও ঘটতে পারে। তাহলে আবার বাড়বে সুদের হার (Loan Interest Rate Hike). আর যারা বর্তমানে হোম লোন বা কার লোন নিতে চাইছেন, তাদের আগের থেকে সকল কিছু জেনে নিয়ে চলা উচিত।
সুররাং রিজার্ভ ব্যাংকের ঘোষণা অনুযায়ী বাড়ি ঋণ বা গাড়ি ঋণ যেটাই নেবেন না কেন, রিজার্ভ ব্যাংকের নিয়ম শিথিলের ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক সহজ শর্তে ঋণ পাবেন। এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। এই ব্যাপারে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Nabadip Saha.
টাকার দরকার হলেই 5 মিনিটে দেবে স্টেট ব্যাংক। আর লাইনে দাঁড়াতে হবে না।