PMAY Scheme – ভোট ঘোষণার আগেই 1 লক্ষ 40 হাজার টাকা দেবে মোদী সরকার। আবেদন শুরু হয়ে গেল।

লোকসভা নির্বাচনের আগেই বড় প্রাপ্তি ঘটতে চলেছে দেশের গরীব মানুষের। PMAY Scheme এর মাধ্যমে সবার কপাল খুলে গেল। কারণ নতুন এক প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১.৪০ লক্ষ টাকা দিচ্ছে মাথাপিছু। ভাবছেন কি মিথ্যা কথা? একেবারেই না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই প্রকল্পের ঘোষণা করেছেন। কি এই প্রকল্প? কারা কারা এর টাকা পাবেন? কিভাবে এজন্য আবেদন করবেন? ইত্যাদি জেনে নিন।

PMAY Scheme 2024 Online Apply.

২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অনেক জনমুখী কর্মসূচি নেন নরেন্দ্র মোদী। এর মধ্যেই অন্যতম উল্লেখযোগ্য হলো PMAY Scheme বা পুরো অর্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যাদের মাথার উপর ছাদ নেই বা ছাদ থাকলেও তা পাকা নয়। এই সকল বাস্তুহীন ব্যক্তিদের স্থায়ী আশ্রয় প্রদান করার জন্যই কেন্দ্রের এই আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana) সূচনা।

২০১৫ সালের ২৫ জুন নরেন্দ্র মোদী কর্তৃক এই PMAY Scheme প্রকল্পের উদ্বোধন করা হয়। তারপর থেকে কোটি কোটি অসহায় মানুষ এর মাধ্যমে নিজের পাকা ঘর তৈরি করেছেন। আগামী লোকসভা ভোটের আগে আবারো বহু জন সুবিধা পেতে চলেছেন এর। আর অনেকেই মনে করছেন যে এই ভোটের আগে এই টাকা উপভোক্তাদের একাউন্টে ধুকিয়ে দেওয়া হবে।

PMAY Scheme Payment Update

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হয়। তিনটি কিস্তিতে (PMAY Scheme Installmant) এই টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। তারপরে কিস্তিতে ৫০ হাজার টাকা দেওয়া হয় বাড়ি তৈরীর কাজ আর কতটা বাকি তা দেখে। তৃতীয় এবং শেষ কিস্তিতে বাকি কাজ পর্যবেক্ষণ করে ১০০০০ টাকা শোধ করা হয়।

How Will Get PMAY Scheme Money

১. PM Awas Yojana প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর অবশ্যই বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে।
২. যাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে অথবা অন্য স্থানে পাকা বাড়ি রয়েছে তারা এ সুবিধা পাওয়া থেকে বাতিল হবেন।
৩. যারা একবার এই আবাস যোজনার সুবিধার লাভ করেছেন তারা আর দ্বিতীয়বার এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না।

PMAY Scheme Online Apply Process

১. এই জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অথবা পৌরসভার অফিসে।
২. সেখানে গিয়ে আবাস যোজনার আবেদন পত্র নিন।
৩. ফর্ম সঠিকভাবে নিজের হাতে পূরণ করুন।
৪. যে যে ডকুমেন্ট গুলি দরকার (নিচে দেওয়া আছে) সেগুলির এক কপি করে জেরক্স করে নিয়ে যান।

৫. আবেদন পত্রে ছবি লাগিয়ে তার নিচে সিগনেচার করুন
৬. এরপর আবেদনপত্র সহ সেই সব ডকুমেন্ট জমা করে দিন কর্তৃপক্ষের কাছে।
৭. আপনার আবেদন সফল হলে মোবাইলে মেসেজ যাবে বা আপনি PMAY Scheme ওয়েবসাইটে গিয়েও নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারেন।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PM E Mudra Loan

PMAY Scheme Apply Documents

১. দু কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card).
৩. রেশন কার্ড (Ration Card).
৪. ব্যাংক একাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স।
৫. আবেদনকারীর নিজের বা পরিবারের কোন সদস্যের জব কার্ড থাকলে সেটি।

পশ্চিমবঙ্গবাসীদের 5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন।

PMAY Scheme Online Status Check

১. প্রথমেই এর অফিশিয়াল ওয়েবসাইট www.pmayg.nic.in এ যেতে হবে।
২. Awassoft লেখা একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. Report অপশনে ক্লিক করতে হবে।
৪. Beneficiary Details For Verification লিংকে ক্লিক করতে হবে।
৪. নিজের রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম বাছতে হবে।
৫. Submit বাটনে ক্লিক করতে হবে।
৬. যদি আবেদন সফল হয় এবং লিস্টে নাম থাকে তবে স্ট্যাটাস (PM Awas Yojana Status) দেখাবে স্ক্রিনে।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গে পোস্ট অফিসের নতুন প্রকল্প। পাবেন নগদ 10 লক্ষ টাকা।

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “PMAY Scheme – ভোট ঘোষণার আগেই 1 লক্ষ 40 হাজার টাকা দেবে মোদী সরকার। আবেদন শুরু হয়ে গেল।”

Leave a Comment