পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপে (Nabanna Scholarship 2024) আবেদন করেছিলেন তাদের আবেদন স্ট্যাটাসে এল পরিবর্তন। স্কলারশিপের জন্য ফান্ড বরাদ্দ করা হয়ে গিয়েছে সরকারের তরফ থেকে। ফলে খুব শীঘ্রই সেই সকল পড়ুয়ার ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে স্কলারশিপের টাকা। মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর বা অন্য যে কোনো উচ্চ শিক্ষার কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপে (Scholarship) এবার 10 হাজার টাকা পেতে চলেছেন।
Nabanna Scholarship 2024 Online Apply.
টাকা ঢোকার আগে সকলের ফোনে একটি করে মেসেজ যাবে। যারা সেই মেসেজ পাবেন না তারাও চিন্তা করবেন না। টাকা ঠিকই ঢুকে যাবে। কবে হাতে পাবেন Nabanna Scholarship 2024 এর টাকা? জানতে নিজের স্ট্যাটাস অনলাইনে চেক (Nabanna Scholarship 2024 Online Status Check) করে নিন এইভাবে। আর এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।
What Is Nabanna Scholarship 2024
দরিদ্র মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার অনেক রকমের স্কলারশিপ (Government Scholarship) চালু করেছে। যেমন স্বামী বিবেকানন্দ (SVMCM Scholarship), ঐক্যশ্রী (Aikyashree Scholarship), উত্তরকন্যা (Uttarkanya Scholarship) ইত্যাদি। এরই মধ্যে একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্কলারশিপ।
স্কুল বা কলেজে পড়াকালীন বা কোন প্রশিক্ষণ নেওয়া কালীন ছাত্র ছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারেন। আর পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের কাছে এই Nabanna Scholarship 2024 বা নবান্ন স্কলারশিপ খুবই জনপ্রিয় স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম।
Nabanna Scholarship 2024 Apply Criteria
১. নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
৩. পূর্ববর্তী পরীক্ষায় ৫০-৬০ শতাংশের কাছাকাছি নম্বর থাকতে হবে।
৪. আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে ও সেই একাউন্ট ডিটেলস আবেদনের সময় জমা করতে হবে
Nabanna Scholarship 2024 Money Update
১. উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপ এর মাধ্যমে বছরে ১০০০০ টাকা করে প্রদান করে সরকার।
২. স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় বছরে ১০০০০ করে টাকা।
৩. স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা পায় বছরে ১০০০০ টাকা।
৪. বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং, ফার্মেসি বা অন্যান্য ক্ষেত্রে ১২০০০ টাকা পাওয়া যায়।
Nabanna Scholarship 2024 Status Check
সরকার সূত্রে খবর পাওয়া গেছে, যারা Nabanna Scholarship 2024 জন্য আবেদন করেছিলেন, তাদের স্ট্যাটাসে সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে। যেখানে ‘Application Submitted’ এর স্থানে ‘Under Process’ লেখাটি দেখা যাচ্ছে। এর অর্থ ছাত্রছাত্রীদের পেমেন্ট প্রসেসিং করা হচ্ছে। তাদের জন্য ফান্ড বরাদ্দ হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই ব্যাংক একাউন্টে এই টাকা ঢুকে যাবে।
তবে এক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রী জানাচ্ছে যে তাদের নাকি দু এক মাস ধরে এই একই স্ট্যাটাস দেখাচ্ছে। কিন্তু টাকা এখনো ঢোকেনি। আমরা তাদেরকে বলি, এখানে চিন্তা করার কোন দরকার নেই। আসলে নবান্ন স্কলারশিপের টাকা সিরিয়াল অনুযায়ী লিস্ট ধরে ছাত্র ছাত্রীদের একাউন্টে ঢোকানো হয়। এক্ষেত্রে যার নাম আগে থাকবে তার অ্যাকাউন্টটির প্রথমে টাকা ঢুকবে।
ধীরে ধীরে সবাই পাবে। টাকা ঢোকার আগে অবশ্যই ফোনে একটি মেসেজ যাবে। কিন্তু পড়ুয়ার যদি ব্যাংক একাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তখন এই মেসেজটি সে পাবে না। সে ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স চেক করে নেওয়া যেতে পারে। আর একমাস পরেই লোকসভা নির্বাচন। সে ক্ষেত্রে সরকার যত শীঘ্রই পারবে, চাইবে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে। তাই Nabanna Scholarship 2024 টাকাও আগামী মাসের মধ্যেই ছাত্র ছাত্রীরা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
Nabanna Scholarship 2024 Online Status Check
১. নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট www.cmrf.wb.gov.in এর হোম পেজে যেতে হবে।
২. এরপর Applicant Services অপশনে ক্লিক করতে হবে।
৩. ‘Check Application Status’ এ ক্লিক করতে হবে।
৪. এরপর যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি এন্টার করতে হবে।
পশ্চিমবঙ্গের সেরা 5 টি সরকারি স্কলারশিপ। কোনটি কাদের জন্য। অনলাইনে কিভাবে আবেদন করবেন?
৫. মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেটিকে বসাতে হবে।
৬. একটি ক্যাপচা কোড থাকবে। সেটিকে লিখতে হবে।
৭. Submit বাটনে ক্লিক করলে স্ক্রিনে আবেদনকারীর আপডেটেড স্ট্যাটাস দেখাবে।
৮. এছাড়াও আপনারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই সম্পর্কে জেনে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
আবেদন করলেই 3000 টাকা পাবেন একাউন্টে। প্রধানমন্ত্রী স্কলারশিপে আবেদন করলেই পাবেন।