বিনিয়োগকারীদের জন্য সুখবর। সম্প্রতি ১০ টি নিরাপদ বিনিয়োগ প্রকল্প ১০ বছরে ৭ গুন রিটার্ন দিয়েছে। যেগুলো Stock Market এর সঙ্গে যুক্ত। তবে Stock Market বা শেয়ার বাজারের সাথে যুক্ত হলেও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে আসা করা যায় আগামীতেও দুর্দান্ত রিটার্ন দেবে এই শেয়ার গুলো। তাই বিনিয়োগের আগে এই স্কীম গুলো একবার দেখে নিন।
Top 10 share in Indian Stock Market
এই ১০টি স্টক এর মাধ্যমে সম্প্রতি মালামাল হয়েছেন অনেকেই। যার মধ্যে মাত্র ৫ টি স্টক (Stock Market) থেকে রিটার্ন এসেছে ৭০০ শতাংশ। এখনো স্টকের (LIC Pension Fund Stock Price) এর দাম আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে আগামী দিনে লাভ আরো বাড়বে। আপনিও যদি চান এই লাভের অংশীদার হতে পারেন। সেই জন্য সময় নষ্ট না করে এখনই বিনিয়োগ শুরু করুন এই স্টক গুলিতে।
LIC Pension Fund Investment Plan.
এলআইসির নাম তো আমরা সকলেই শুনেছি। অনেকেই এলআইসি এর বিভিন্ন প্ল্যান কিনেও থাকি। তবে কেন এটি সেরা তা আবারও প্রমাণ হয়ে গেল। ন্যাশনাল পেনশন স্কিম (NPS) দেশের মধ্যে মোট ১০ টি স্টক রেখেছে। যার মধ্যে LIC Pension Fund অন্যতম। অন্য ৯ টি স্টক হলো Axis Pension Fund, Aditya Birla Sun Life Pension, HDFC Pension, ICICI Prudential Pension, Kotak Mahindra Pension, Max Life Pension, এবং TATA Pension Management, UTI Pension এবং SBI Pension Manager.
Stock Market এ বিনিয়োগ করে মালামাল হয়েছেন বর্তমানে। কারণ এর মোট পাঁচটি স্টকে গত ১০ বছরে ৭০০ শতাংশ রিটার্ন পাওয়া গেছে। যারা এখানে ১০ বছর ধরে বিনিয়োগ করেছেন বর্তমানে তাদের সোনায় সোহাগা। 31 জানুয়ারি 2024 পর্যন্ত LIC Pension Fund Scheme সেরা পাঁচটি হোল্ডিংস পোর্টফোলিওর 33.5 শতাংশ দিয়েছে। বিশেষজ্ঞদের মত, খুব শীঘ্রই আরো বেশি রিটার্ন দিতে পারে এই শেয়ারটি।
HDFC Bank Share Price
২০১৪ সালে এইচডিএফসি ব্যাংকের (HDFC Bank Share) শেয়ারে বিনিয়োগ করেছিলেন উদ্যোক্তারা। তখন Stock Market এর একটি শেয়ারের দাম (HDFC Share Price) গেছে 333.75 টাকায়। গতকাল অর্থাৎ ২০২৪ এর ২৫ শে ফেব্রুয়ারি 12:01 এ বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE তে এর সেই একই শেয়ারের লেনদেন হয়েছে 1425.50 টাকায় অর্থাৎ ১০ বছরে প্রায় 327% লাভ দিয়েছে এই শেয়ারটি।
Reliance Industries Share Price
Stock Market এর আরেকটি জনপ্রিয় শেয়ারের নাম হল রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড (RIL). গত ২০১৪ সালে যখন এই কোম্পানি বিনিয়োগ করেছিল তখন এর একটি শেয়ারের দাম হয়েছিল 370.89 টাকা। ২০২৪ এ দাঁড়িয়ে বোম্বে স্টক এক্সেঞ্জ বা BSE তে গতকাল 12:05 এ এই শেয়ারের দাম উঠেছে 2,971.35 টাকার ঘরে। এই ১০ বছর ধরে আর আই এল শেয়ার মোট ৭০১ শতাংশ রিটার্ন দিয়েছে Stock Market বিনিয়োগকারীদের।
ICICI Bank Share Price
২০১৪ থেকে তথ্য অনুযায়ী, Stock Market এ আইসিআইসিআই ব্যাংকের একটি শেয়ারের দাম ছিল 189.76 টাকা। বোম্বে স্টক এক্সচেঞ্জে গতকাল 12:07 এ আইসিআইসিআই এর শেয়ারটি 1,066 টাকা দরে ট্রেড করেছে। সুতরাং ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত মোট 461 শতাংশ লাভ পাওয়া গেছে এই শেয়ার (LIC Pension Fund) থেকে। Stock Market এর এই ধরণের আরও কিছু স্টক সম্পর্কে জেনে নিন।
Infosys Technology Share Price
২০১৪ সালে এলআইসি তে ইনফোসিস টেকনোলজিসের একটি শেয়ার বিক্রি হয় 468.96 টাকার দরে। BSE তে এই বছর সেই দাম গতকাল 12:10 এ দাঁড়িয়েছে 1,679.55 টাকাতে। সুতরাং Stock Market এ এই শেয়ারটি ১০ বছরে 258 শতাংশ লাভ পাওয়া গেছে ইনফোসিসের শেয়ার (Infosys Share) থেকে। এত বেশি রিটার্ন ব্যাংক বা পোস্ট অফিসের Fixed Deposit সহ কোনও স্কীমে পাওয়া যায় না।
মাত্র 4 বছরে বিনিয়োগ হবে আট গুন। এই স্কীমে টাকা রাখলে ঝড়ের গতিতে টাকা বাড়বে।
L&T Share Price
২০১৪ তে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি Stock Market এ তার একটি শেয়ার বিকিয়েছে 662 টাকা মূল্যে। BSE এর ট্রেডে গতকাল 27 শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে 12:15 এ সেই দাম উঠেছে 3,365 টাকাতে অর্থাৎ ৪০৮ শতাংশ রিটার্ন পাওয়া গেছে এই ১০ বছর জুড়ে। এই সকল স্টক মিলিয়ে বিপুল অংকের বিনিয়োগ সঞ্চিত হয়েছে। আর এই কারণের জন্য আপনারা এই স্টকে বিনিয়োগ করতে পারবেন।
সতর্কতাঃ
যদিও উপরোক্ত প্রত্যেকটি শেয়ার Stock Market এর জনপ্রিয় শেয়ার, এবং কোম্পানি গুলো ও নামী। তাই নিরাপদ ও বেশি রিটার্ন পেতে, এই স্টক গুলো পছন্দের তালিকায় রাখতে পারেন। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ কার্যত ঝুকি সাপেক্ষ। তাই বিনিয়োগের আগে সমস্ত ডকুমেন্টস পড়ে ও নিয়ম কানুন জেনে নেবেন।
Written by Nabadip Saha.
আধার কার্ড থাকলে নগদ টাকা পাবেন আপনি। টাকার দরকার হলে আবেদন করুন।