আবারো বাজার কাঁপাতে চলেছে জিও। গ্রাহকদের জন্য ধামাকাদার অফার (Jio Recharge Plan) চালু করল এই সংস্থা। মাত্র তিনটি প্ল্যান যেখানে দৈনিক কোন ডেটা লিমিট নেই, সঙ্গে জলের দরে উপলব্ধ এই প্ল্যান গুলি। শুনলে অবাক হবেন যেখানে বর্তমানে ৮৪ দিনের দৈনিক ১.৫ জিবি ডেটারও একটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan For 84 Days) হয়ে থাকে কমপক্ষে ৬০০ টাকার, সেখানে এই রিচার্জ গুলির দাম মাত্র ১৫৫ টাকা থেকে শুরু হয়।
Reliance Jio Recharge Plan With Benefits.
চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক প্ল্যানের ব্যাপারে। বর্তমানে আমাদের সবার কাছেই প্রায় স্মার্টফোন রয়েছে। আর স্মার্টফোন মানেই তাতে ইন্টারনেট থাকা তো আবশ্যক। না হলে তা কোন কাজই করবে না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের আনলিমিটেড রিচার্জ প্ল্যান (Unlimited Jio Recharge Plan) বাজারে রয়েছে। আনলিমিটেড বলা হলেও আসলে এগুলোতে সুবিধা মোটেই আনলিমিটেড দেওয়া হয় না।
যেমন যদি বলি ইন্টারনেটের কথা, সারাদিন ধরে ইন্টারনেট ব্যবহারের ফলে অনেক সময় দিনশেষের আগেই ফুরিয়ে যায় আমাদের ফোনের ডেটা। বর্তমানে আবার এসেছে 5G. ফাইভ-জি নেটওয়ার্কের ব্যবহারকারীরা জানেন যে তাদের কাছে প্রতিদিন 1GB, 1.5GB, 2GB ডাটা কোন ব্যাপারই নয়। মুহূর্তের মধ্যেই এই ডেটা শেষ হয়ে যায়। তখন ইন্টারনেট (Jio Internet) ফিরে পেতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
কিন্তু এবার থেকে যত খুশি Data আপনি ব্যবহার করলেও ফোনের ইন্টারনেট প্যাক শেষ হবে না কখনোই। সর্বদা হাই স্পিডে চলবে ফোনের নেট। যারা যারা অতিরিক্ত ডেটা ব্যবহার করেন তাদের জন্য একেবারে সস্তার মধ্যে বিশেষ ৩ টি প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও (Jio Recharge Plan). আর এই তিনটি প্ল্যান গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের জন্য নিয়ে এসেছে রিলায়েন্স জিও।
155 Rupees Jio Recharge Plan
এই প্ল্যানটি কেবল ফোর-জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যই। রিলায়েন্স জিওর ১৫৫ টাকার রিচার্জ প্লানের মধ্যে থাকছে Unlimited Calling এর সুবিধা, প্রতিদিন 100 SMS এবং মোট 2GB Internet Data. সঙ্গে আছে বিভিন্ন জিও অ্যাপ গুলির ফ্রি সাবস্ক্রিবশন (Jio Apps Free Subscription). এই প্ল্যানের বৈধতা হলো ২৮ দিন। এক্ষেত্রে মোট ২ জিবি ডেটা পাওয়ার ফলে দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার ভয় থাকছে না। আপনি যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ফলে এটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত সুবিধা জনক একটি প্ল্যান।
395 Rupees Jio Recharge Plan
এই প্ল্যানটি 4G And 5G Recharge Plan উভয় নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। এই প্ল্যান দিয়ে রিচার্জ (Online Recharge) করলে আপনি ২৮ দিন পর্যন্ত এর পরিষেবা উপভোগ করতে পারবেন। এই ২৮ দিন আপনি পাবেন প্রতিদিন আনলিমিটেড কলিং এর সুবিধা, ১০০ টি করে SMS এবং মোট 6 GB Data. এছাড়াও বোনাস হিসেবে এই প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাবেন বিভিন্ন Jio Cinema, Jio TV, Jio Cloud এর ফ্রী সাবস্ক্রিপশন।
1559 Rupees Jio Recharge Plan
রিলায়েন্স জিও এর ১৫৫৯ টাকার রিচার্জ প্লানেও থাকছে আনলিমিটেড সুবিধা। 4G এবং 5G দুই ধরনের সিম ব্যবহারকারীরাই প্ল্যান দিয়ে রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের সুবিধা ৩৩৬ দিন পর্যন্ত অর্থাৎ প্রায় এক বছর পর্যন্ত থাকে। এই এক বছর ধরে আপনি পান প্রতিদিন আনলিমিটেড কলিং, ১০০ টি এসএমএস। আর ডেটার কোন দৈনিক লিমিট নেই। মোট ২৪ জিবি ডেটা দেওয়া হয় (Jio Recharge Plan).
ভারতের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান আনলো Jio. 1 মাসের টাকায় 3 মাসের রিচার্জ।
এছাড়াও অন্যান্য Jio Recharge Plan গুলির মতোই এখানেও থাকে বিভিন্ন জিও অ্যাপসের বোনাস সাবস্ক্রিপশন। আর এই তিনটি প্ল্যান ছাড়াও আপনারা My Jio অ্যাপে এই ধরণের আরও অনেক প্ল্যান জেনে নিতে পারবেন। আর এই তিনটি প্ল্যান দেশের সকল বর্গের মানুষদের জন্যই নিয়ে আসা হয়েছে। আপনারা কোন প্ল্যানটি কিনতে চলেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.
সম্পূর্ণ ফ্রি পরিষেবার দিন শুরু আবার। Jio Airtel কে টেক্কা দিতে ময়দানে Elon Musk.