পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য দারুন সুখবর। Swami Vivekananda Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল। পশ্চিমবঙ্গের দুস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে একাধিক স্কলারশিপ (Scholarship 2024) চালু করেছে সরকার। এর মধ্যেই অন্যতম একটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship 2024). প্রতিবছর রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া এই স্কলারশিপের টাকা পেয়ে চরম উপকৃত হয়।
Swami Vivekananda Scholarship 2024.
এবারেও সম্প্রতি শুরু করা হয়েছে এই Swami Vivekananda Scholarship এর আবেদন প্রক্রিয়ার কাজ। মাধ্যমিক পাস থেকে শুরু করে যে কোন ধরনের উচ্চ শিক্ষা অনুসরণকারী প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। ফ্রেশ এবং রিনিউয়াল দু’ধরনের আবেদনই গ্রহণ করা হচ্ছে। সঠিক পদ্ধতি জেনে তবেই আবেদন করুন। কিভাবে আবেদনের জন্য এগোবেন? দেখে নিন।
Swami Vivekananda Scholarship Details
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পুরো নাম হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো স্কলারশিপ। রাজ্যের দু:স্থ ও মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে এই বৃত্তি প্রদান করা হয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) নেতৃত্বে এই স্কলারশিপের (Government Scholarship) শুভ সূচনা হয়।
স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা অনুসরণকারী শিক্ষার্থীরা এই Swami Vivekananda Scholarship বছরে ১২০০০ থেকে ৯৬০০০ টাকা পর্যন্ত বৃত্তি পায়। এই টাকার মাধ্যমে তারা তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারে। আর Swami Vivekananda Scholarship এর মাধ্যমে রাজ্যের অনেক পড়ুয়াদেরই সুবিধা হতে চলেছে এবং ভবিষ্যতেও হবে বলে মনে করছেন অনেকে।
Swami Vivekananda Scholarship Apply Qualification
১. মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রী পর্যন্ত যে কোনো ধরনের পড়ুয়া এখানে আবেদন জানাতে পারে।
২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম ৭৫ শতাংশ, স্নাতক স্তরে ৬০ শতাংশ এবং স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপে আবেদন করা যায়।
৩. এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র ছাত্রীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক, স্নাতক, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ভোকেশনাল, ডিপ্লোমা, স্নাতকোত্তর বা অন্যান্য যেকোনো ধরনের উচ্চ শিক্ষা করতে হবে।
৪. পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
How Much Money You Will Get In Swami Vivekananda Scholarship
১. যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক এর ছাত্র ছাত্রী, তারা পায় বার্ষিক ১২০০০ টাকা।
২. যারা কোন সাধারণ UG ডিগ্রি যেমন কলা,বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তারা বার্ষিক ১২০০০ – ১৮০০০ টাকা পায়।
৩. স্নাতকোত্তর (MA, M.Sc, M.Com) পড়ুয়ার বার্ষিক ২৪০০০ – ৩০০০০ টাকা পায়।
৪. UG এবং PG ইঞ্জিনিয়ারিং (B.Tech, BE, B.Arch And M.Tech) এর পড়ুয়ারা পায় বার্ষিক ৬০০০০ টাকা।
৫. যারা বর্তমানে পলিটেকনিক বিভাগের ডিপ্লোমা করছে তাদের বার্ষিক ১৮০০০ টাকা দেওয়া হয়।
৬. মেডিকেল এবং ফার্মেসি ডিগ্রি অনুসরণকারী স্টুডেন্টরা পায় বার্ষিক ৬০০০০ টাকা।
৭. B.Sc নার্সিং করা পড়ুয়ারা বার্ষিক ৬০০০০ টাকা বৃত্তি পায় এবং মেডিকেল কোর্সে ডিপ্লোমা, ল্যাব টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল ও GNM নার্সিং কোর্সের ছাত্রছাত্রীরা বার্ষিক ১৮০০০ টাকা পায় (Swami Vivekananda Scholarship).
Swami Vivekananda Scholarship Apply Documents
১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
২. যে কোনো একটি ফটো আইডেন্টিটি প্রুফ যেমন Aadhaar Card, Voter ID Card.
৩. বয়স সংক্রান্ত যে কোনো নথি যেমন মাধ্যমিকের অ্যাডমিট (Madhyamik Admit), বার্থ সার্টিফিকেট (Birth Certificate).
৪. আগের ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট ও মার্কশিট।
৫. পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট (Family Income Certificate).
৬. ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
৭. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
৮. প্রয়োজন হলে আরও কিছু নথি চাওয়া হতে পারে।
Swami Vivekananda Scholarship Online Apply Process
১. ব্রাউজারে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটটি প্রথমে ওপেন করতে হবে।
২. Register বাটানে ক্লিক করতে হবে।
৩. Swami Vivekananda Scholarship এর যাবতীয় তথ্য স্ক্রিনে আসবে। সবকিছু ভালোভাবে দেখে Proceed for Registration এ ক্লিক করতে হবে।
৪. Registration ক্যাটাগরি থেকে সঠিক কোর্স অনুযায়ী ডিরেক্টরেট বেছে নিয়ে Apply for Fresh Application Or Apply for Renewal অপশনে ক্লিক করতে হবে।
৫. Apply for Fresh Application এ ক্লিক করলে স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
৬. সেখানে নিজের নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৭. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
৮. ফ্রেশ ও রিনিউয়াল উভয় প্রার্থীরাই তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন।
৬. Dashboard এ ‘Edit Profile/Application‘ অপশনে ক্লিক করুন।
৭. এবার আসল কাজ। Swami Vivekananda Scholarship আবেদনপত্র ফিলাপ করতে হবে।
৮. ফর্ম পূরণ হলে Save and Next এ ক্লিক করে পরের পেজে আসুন।
৯. উপরোক্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
১০. সব কিছু হয়ে গেলে সাবমিট করে দিন। স্কলারশিপে আবেদনের কাজ শেষ। নিজে নিজের অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে নিন।
আবেদন করলেই মাসে 3000 টাকা পাবেন। শুরু হলো প্রধানমন্ত্রী স্কলারশিপে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
আর এবারে এই প্রিন্ট আউট আপনাদের ভবিষ্যতে এই Swami Vivekananda Scholarship সম্পর্কে যে কোন ধরণের তথ্য জানার জন্য কাজে লাগাতে পারবেন। আর এই সম্পর্কে আপনারা নিজেরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পাঠরত রয়েছেন, সেইখানে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে কোন স্কলারশিপে আবেদন করবেন?