এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Result 2024) নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই রেজাল্টের জন্য মুখিয়ে অপেক্ষা করে পরীক্ষার্থীরা। এই বছরও গত 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শেষ হয়েছে। পরীক্ষার্থীরা যথেষ্ট ভালো ভাবেই পরীক্ষা দিয়েছে বলে সংবাদ মিলেছে।
WBBSE Madhyamik Result 2024.
এখন সকলের অপেক্ষা, পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে। তবে এবারের পরীক্ষার্থীদের রেজাল্টের অপেক্ষা কিছুটা কম করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক রেজাল্ট (Madhyamik Result 2024) নিয়ে তিনি এমন এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন, যাতে নিজেদের পরীক্ষার ফলাফলের বিষয় খানিকটা আশ্বস্ত হলো পরীক্ষার্থীরা। হয়তো এবারে তাদের অনেকেরই ভালো নম্বর উঠতে পারে! দেখা যাক, কি বলা হলো ঘোষণায়?
তার দ্বারা কি উপকার হতে চলেছে পরীক্ষার্থীদের? পশ্চিমবঙ্গে গত ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি তারিখে। পরীক্ষা শেষ হতে না হতে ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার হাতে পরীক্ষার্থীদের উত্তরপত্র তুলে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE). শিক্ষক শিক্ষিকারা এই সব উত্তরপত্র গুলি তাদের নিজেদের বাড়ি নিয়ে গিয়ে চেক করবেন এবং তারপর প্রদত্ত নম্বর ছাত্র ছাত্রীদের রেজাল্টে উঠবে (Madhyamik Result 2024).
এক্ষেত্রে মাধ্যমিকের খাতা দেখা নিয়ে প্রতি বছর একাধিক অভিযোগ শোনা যায় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। যেমন কেউ বলে উত্তরপত্র হারিয়ে গেছে, আবার কেউ বলে উত্তরপত্র নষ্ট হয়ে গেছে। ফলে রেজাল্ট খারাপ হয় ছাত্র ছাত্রীদের। এই সমস্যার সমাধান করতেই এবার শিক্ষকদেরকে সতর্ক করলেন ব্রাত্য বসু। প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীদের (Madhyamik Result 2024).
এবারও তাই আশা করছে পরীক্ষার্থীরা। যদিও শিক্ষামন্ত্রী পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে কিছু ঘোষণা করেননি।তবে প্রত্যেক পরীক্ষার্থীর খাতা যাতে যত্ন নিয়ে ঠিকভাবে দেখা হয়, শিক্ষকদের কারণে যাতে পরীক্ষার্থীরা নম্বর না কম পায় সেই উদ্দেশ্যে একাধিক গাইডলাইন জারি করেছেন। এই সব সতর্কবার্তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE Madhyamik Result 2024) তরফ থেকে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে শিক্ষকদের? এক নজরে দেখে নেব।
Madhyamik Result 2024 New Guidelines
১. পরীক্ষার্থীদের উত্তরপত্র আগুন বা অন্যান্য গরম জিনিসের থেকে দূরে রাখতে হবে।
২. বাড়ির বাচ্চা কাচ্চা অথবা পোষ্য এবং পোকা মাকড়ের থেকে দূরে সরিয়ে রাখতে হবে।
৩. কারোর সামনে বসে উত্তরপত্র মূল্যায়ন করা যাবে না।
৪. কোনো অন্য কাজের জায়গায় বসে বা বাসে, ট্রেনে যাতায়াত করাকালীন এই উত্তরপত্র বের করা যাবে না।
৫. উত্তরপত্রের ওপর কিছু পড়ে যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।
কিন্তু এখনো পর্যন্ত Madhyamik Result 2024 বা মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর তারিখ সম্পর্কে খোলসা করে কিছু জানানো হয়নি। কিন্তু অনেকেই মনে করছেন যে এই রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া হতে পারে পড়ুয়াদের স্বার্থে কারণ এবারের পরীক্ষা অনেকটা আগেই সম্পন্ন করে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের জন্য। এবারে দেখার অপেক্ষা যে এই নিয়ে কি সিদ্ধান্ত আগামীদিনে নেওয়া হতে চলেছে।
Written by Nabadip Saha.