SBI Personal Loan – দেশের মধ্যে সবচেয়ে কম সুদে লোন দিচ্ছে স্টেট ব্যাংক। টাকার প্রয়োজন হলে এইভাবে আবেদন করুন।

বর্তমান সময়ে নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য অনেক মানুষ পার্সোনাল লোন (SBI Personal Loan) নিয়ে থাকেন। বিভিন্ন ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু যদি এই ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক (SBI) হয় তাহলে তো আর কোন কথাই নেই। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সবচেয়ে বেশি মানুষের একাউন্ট রয়েছে এই ব্যাংকেই। আর গ্রাহকসেবা ও সারভিসের কারনে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্যাংক। আপনারও যদি স্টেট ব্যাংকে একাউন্ট (SBI Bank Account) থাকে তবে একটি সুখবর অবশ্যই জেনে নিন। টাকার প্রয়োজন হলে আপনার চাহিদামতো অর্থের যোগান দেবে SBI.

SBI Personal Loan Online Apply Process.

সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী দীনেশ খাড়া জানিয়েছেন, স্টেট ব্যাংক মারফত একটি বিশেষ লোন চালু করা হচ্ছে। যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন এই ব্যাংকের একাউন্ট হোল্ডাররা। বিশেষত গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করেই এই লোন (SBI Personal Loan) দেওয়া শুরু করছেন তারা। অনেক গ্রাহকের আশা এর মাধ্যমে বিরাট উপকৃত হতে পারেন তারা।

How to get SBI Personal loan

আপনারা যারা যারা এই লোনের (SBI Personal Loan Calculator) লাভ নিতে চান অযথা দেরি করবেন না। আর আপনারা এই সম্পর্কে সকল জিনিস বিস্তারিত জেনে নিয়ে তবেই আবেদন করুন। কারণ খুবই কম সুদে লোন পাবেন নাকি বেশি সুদ গুনতে হবে? জেনে বুঝে তবেই এগবেন। এখান থেকে বিস্তারিত পড়ে ঝটপট আবেদন করে ফেলুন লোন নেওয়ার জন্য।

SBI Personal Loan for treatment

এসবিআই কোবিড লোন এই ব্যাংকের সর্বোচ্চ প্রদত্ত লোন (SBI Personal Loan) গুলির মধ্যে একটি। গোটা বিশ্বে কোভিড মহামারীর দাপট কিছুটা কম হলেও একেবারে কিন্তু তা বিদায়। আর কোনদিন তা নেবেও না। এদিকে অতিমারির মতো অসুস্থতা যদি কারোর হয় তবে চিকিৎসার জন্য তো লক্ষ লক্ষ টাকার দরকার। কিন্তু এত টাকা আসবে কোত্থেকে?

এই জন্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ২০২১ সালে অর্থাৎ যখন অতিমারীর দ্বিতীয় ঢেউ চলছিল তখন এই কোভিড লোন দেওয়া শুরু করে। এর আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (SBI Personal Loan) দেওয়ার ব্যবস্থা আছে। যদি কারোর এই ভাইরাসের সংক্রমণ ঘটে তবে হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে রিলিজ পাওয়া পর্যন্ত চিকিৎসার যাবতীয় খরচাপাতি যোগায় স্টেট ব্যাংক।

SBI Personal Loan details

১. এই লোনটি ব্যক্তিগত ঋণেরই (SBI Personal Loan) একটি অংশ হিসেবে শুরু করা হয়েছে।
২. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পার্সোনাল লোন নিতে গেলে ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে গ্রাহক কে।
৩. সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বাবদ পাওয়া যায় এখান থেকে।
৪. SBI Loan সম্পূর্ণ ভাবে কোনো কোল্যাটেরাল বা গ্যারান্টার ছাড়াই প্রদান করে থাকে।

৫. গ্রাহকদের আপৎকালীন অবস্থার চিন্তা করে অনেক কম সুদে এই লোন দেয় ব্যাংক। এখানে সুদের হার বার্ষিক ৮%।
৬. গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত একটি টার্ম পান ঋণ পরিশোধ করার।
৭. স্যালারিড, নন স্যালারিড এবং পেনশনভোগী সমস্ত ধরনের একাউন্ট ধারীরাই এলনের সুবিধা লাভ করতে পারেন।

Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)

SBI Personal Loan Online Apply

১. প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. তারপর ‘Personal Loan’ সেকশনে ক্লিক করুন।
৩. আবেদনপত্র স্ক্রিনে লোড হবে। এখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পার্সোনাল লোন সংক্রান্ত যাবতীয় তথ্য, নিজের একাউন্ট নম্বর, আধার কার্ডের নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখুন।
৪. তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন চলে যাবে।

টাকার দরকার? পার্সোনাল লোন নেবেন নাকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করবেন? কোন ক্ষেত্রে কোনটি ভালো?

SBI Personal Loan Offline Apply

আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় যান। সেখান থেকে আবেদন পত্র নিয়ে ফিলাপ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি এক সঙ্গে যুক্ত করে জমা করে দিন ব্যাংকের কাছে। আবেদনের কাজ শেষ। ব্যাংক কয়েক ঘন্টা বা ২/১ দিনের মধ্যেই আপনার SBI Personal Loan স্যাংশন করে দিতে পারে। আর তাহলে কি আপনারা এই ঋণ নিতে চাইছেন? এই সুযোগে নিয়ে নিন।

সবচেয়ে কম সুদে পার্সোনাল লোন পেতে এখানে ক্লিক করুন।

অর্থনৈতিক বিভিন্ন আর্টিকেল পড়ার জন্য EK24 News ফলো করুন। SBI Personal Loan বিষয়ে কোনও বিস্তারিত তথ্য ও কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। বিভিন্ন প্রকার লোনের তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

একাউন্টে টাকা না থাকলেও 5 লক্ষ টাকা পাবেন। আবেদন করলেই পাওয়া যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment