ভোটের আগেই কপাল খুললো দেশের গরীব মানুষদের (E Shram Card). প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যোজনার মাধ্যমে টাকা দিচ্ছেন প্রত্যেক গরিবের ব্যাংক একাউন্টে। কত টাকা? প্রতি মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা। টাকা পাওয়ার জন্য কোন ঝক্কি পোহাতে হবে না। কেবল একবার আবেদন করলেই প্রতিমাসে পেনশন পাবেন। শুধু প্রমাণ হিসেবে লাগবে একটি নথি। আপনিও যদি প্রতি মাসে ঘরে বসে বসে ৩০০০ টাকা পেনশন লাভ করতে চান, তবে আর দেরি না করে জেনে নিন বিস্তারিতভাবে পড়ে।
E Shram Card Online Apply Process.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক রকমের জনমুখী যোজনা চালু করেছেন। যেমন উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana), আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana), রোজগার মেলা (Rojgar Mela), কিষান যোজনা (PM Kisan Yojana) ও আরো অনেক। এরকমই একটি উল্লেখযোগ্য স্কিম হল ই শ্রম কার্ড (E Shram Card).
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যাদের নির্দিষ্ট কোন স্থায়ী রোজগার নেই, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া। ১৬ বছর বয়স হলেই এই প্রকল্পের আবেদন করা যায়। ৬০ বছর বয়স পার হলেই পাওয়া যায় ৩০০০ টাকা পেনশন। এখনো পর্যন্ত দেশের মোট ২০ কোটি মানুষ E Shram Card আওতায় নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে ২ কোটি মানুষকে এর সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
E Shram Card Benefits
১) যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা ৬০ বছর বয়স পূর্ণ হলেই এখান থেকে 3000 টাকা নিশ্চিত পেনশন পাবেন প্রতিমাসে।
২) শ্রম কার্ড সারা ভারতে যে কোন প্রান্তে গ্রাহ্য হয়।
৩) শঙ্করের সুবিধা ভোগিদের স্বয়ংক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় নাম তুলে দেয়। PMSBY এর মাধ্যমে কোন ব্যক্তি যদি দুর্ঘটনা জনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গ ভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন তবে তার পরিবারকে ২ লক্ষ টাকা বীমা প্রদান করা হয়।
৪) আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তবে ১ লক্ষ টাকা বীমা পায় তার পরিবার।
৫) E Shram Card মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ও সুবিধা পেয়ে থাকেন। যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার।
৬) যদি কোন গর্ভবতী মহিলার E Shram Card থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতেও সরকার ওই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতিমাসে বেতন প্রদান করে।
৭) শ্রমিক কার্ডের আবেদনকারীরা তাদের সন্তানদের পড়াশোনার জন্যেও অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে।
E Shram Card Apply Criteria
১) যার কোনো ক্ষুদ্র ব্যবসা, ভাগচাষ বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মী তাদেরই এই সুবিধা দেওয়া হয়।
২) যারা সরকারের কাছে নিয়মিত আয়কর জমা দেন তারা এখানে আবেদন করতে পারবেন না।
৩) আবেদনকারী EPFO কিম্বা ESIC এর মেম্বার হলে এই E Shram Card সুবিধা নিতে পারবেন না।
৪) সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৫৯ বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারেন।
E Shram Card Apply Documents
১) আধার কার্ড (Aadhaar Card).
২) এক কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
৩) PAN Card যদি থাকে।
৪) ব্যাংক একাউন্টের বিবরন।
৫) মোবাইল নাম্বার।
E Shram Card Online Apply Process
১. প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. পেজের ডান পাশে থাকা New Registration বাটানে ক্লিক করুন।
৩. ‘Registration on E Labour অপশন নির্বাচন করুন।
৪. এরপর সেই মোবাইল নম্বরটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত আছে।
দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।
৫. তারপর Send OTP তে ক্লিক করুন।
৬. ওটিপি লিখে Submit বাটনে চাপ দিলেই নতুন পেজ খুলবে।
৭. এখানে একটি আবেদন পত্র দেখা যাবে। সেটিতে আপনার ব্যক্তিগত, কাজের এবং ব্যাঙ্কের বিবরণ সঠিক ভাবে লিখতে হবে।
৮. এরপর Submit বাটন প্রেস করলেই আবেদন শেষ।
Written by Nabadip Saha.
এখন থেকে 30 হাজারের বেশি টাকা রাখলেই বন্ধ হবে ব্যাংক একাউন্ট? RBI কি জানালো?
I have allredy Esram card Ihave no facalety
এমার্জেন্সি দরকার