সাধারণত পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সকল ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে। Reliance Foundation Scholarship এর মাধ্যমে এবারে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু অর্থের অভাবে অনেক সময় তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায়। অল্প বয়স থেকে তাদেরকে পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়। ফলে ক্যারিয়ারে বড় সড়ো ক্ষতি হয় তাদের। তাই এই সকল মেধাবী অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয়, রাজ্য সরকার এমনকি বেশ কিছু বেসরকারি সংস্থাও অনেক রকমের স্কলারশিপ (Reliance Foundation Scholarship) চালু করেছে।
Reliance Foundation Scholarship 2024.
আজকে Reliance Foundation Scholarship নিয়ে আজ আমরা কথা বলব এখানে। এর মাধ্যমে বর্তমানে যারা স্কুল, কলেজ বা অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তাদের বছরে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতিবছরই এই সময়ে এই স্কলারশিপের আবেদন শুরু হয়। এবছরেও কিছুদিন আগে শুরু করা হয়েছে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের কাজ। কি এই স্কলারশিপ? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? জানতে হলে পড়তে থাকুন।
Reliance Foundation Scholarship 2024
রিলায়েন্স (Reliance) কোম্পানির নাম আমরা প্রত্যেকেই জানি। দরিদ্র মেধাবী ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা করতে এই কোম্পানি চালু করেছে Reliance Foundation Scholarship. ১৯৯৬ সাল থেকে এই স্কলারশিপ দিচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির (Dhirubhai Ambani Scholarship) ৯০ তম জন্মবার্ষিকীতে ২০০২ সালের ডিসেম্বরে স্কলারশিপ (Private Scholarship 2024) নিয়ে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছর এই সময়ে এই স্কলারশিপটি দিচ্ছে কোম্পানি।
সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের (Reliance Foundation Scholarship) প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি (Nita Ambani) ঘোষণা করেছেন, “রিলায়েন্স ফাউন্ডেশন আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ (Scholarship) দেবে। আজকের ছাত্র দল আগামী দিনে জাতির ভবিষ্যৎ। তাই ছেলে মেয়েরা যাতে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে
Reliance Foundation Scholarship Important Information
১. এই Reliance Foundation Scholarship আওতায় মোট ৫,০০০ জন শিক্ষার্থী পর্যন্ত যারা বর্তমানে স্নাতক করছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে।
২. এক্ষেত্রে সেই সমস্ত পড়ুয়াদের বছরে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
৩. সেই সমস্ত পড়ুয়ারা যারা এই মুহূর্তে স্নাতকোত্তর ডিগ্রি অনুসরণ করছে তাদের মধ্যে মোট ১০০ জনকে নির্বাচন করা হবে এই স্কলারশিপের সুবিধা দেওয়ার জন্য।
৪. স্নাতকোত্তর অনুসরণকারী ছাত্র ছাত্রীদের এখানে বার্ষিক ৬ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ (Private Scholarship) প্রদান করা হবে।
Reliance Foundation Scholarship Apply Criteria
১. এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. স্নাতক বৃত্তির জন্য পড়ুয়াদের ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ সহ ভারতে একটি পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে পাঠরত হতে হবে।
৩. স্নাতকোত্তর বৃত্তির জন্য যে সমস্ত পড়ুয়ারা GATE পরীক্ষায় ৫৫০ – ১,০০০ স্কোর পেয়েছে এবং বর্তমানে প্রথম বর্ষের পড়াশোনা করছেন সেই সমস্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
৪. যে সমস্ত ছাত্র ছাত্রীরা CGPA ৭.৫ অথবা তার বেশি স্কোর করে স্নাতক পাস করেছে এবং বর্তমানে অন্যান্য কোন ক্ষেত্রে নিজেদের শিক্ষা অনুসরণ করছে, এই স্কলারশিপের জন্য তারাও আবেদন করার যোগ্য।
Reliance Foundation Scholarship Online Apply Process
১. প্রথমে Reliance Foundation Scholarship অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে।
২. তারপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে।
৩. এরপর Apply অপশনে ক্লিক করলে যে আবেদন পত্রটি দেখা যাবে সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিতে হবে।
৪. তারপর যে সমস্ত নথিপত্র গুলি প্রয়োজনীয় সে গুলিকেও স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৫. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর আবেদনকারীরা তাদের আবেদন পত্রের একটি করে প্রিন্ট আউট নিয়ে নেবেন।
Reliance Foundation Scholarship Apply Documents
১. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
২. আধার বা ভোটার কার্ড বা অন্যান্য যেকোনো ধরনের একটি ফটো আইডি প্রুফ।
৩. যে প্রার্থী যে ধরনের শিক্ষাগত যোগ্যতায় উত্তীর্ণ হয়ে আবেদন করবেন সেই শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
৪. ইনস্টিটিউশন হেড মারফত সই করা একটি প্রমাণ যেখানে লেখা থাকবে যে প্রার্থী বর্তমানে সেখানে অধ্যয়নরত।
৫. বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড (Aadhaar Card) বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card).
৬. প্রার্থীর বার্ষিক পারিবারিক আয়ের একটি ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
৭. প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের এবং টিউশন বা হোস্টেল ইত্যাদির যাবতীয় খরচ সমূহের প্রমাণপত্র।
৮. আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংক একাউন্টের (Bank Account) পাসবুকের প্রথম পাতার জেরক্স।
এই কার্ড বানালেই পাবেন 5 লাখ টাকা। ভোটের আগে মোদী সরকারের সিদ্ধান্ত।
Reliance Foundation Scholarship Apply Last Date
Reliance Foundation Scholarship আবেদন করার জন্য সংস্থার পক্ষ থেকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষের তারিখ আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে সকল প্রার্থীরা বর্তমানে উপরোক্ত ক্ষেত্রের যে কোন একটিতে শিক্ষা গ্রহণ করছে, তারা যত শীঘ্রই সম্ভব এই তারিখ ফুরোবার আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
Written by Nabadip Saha.
এই বছরের মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে কোন স্কলারশিপে আবেদন করবেন?