দান করা বা Donation পূণ্যের ব্যাপার, এই কথা ঠিকই। কিন্তু দান ধ্যান করে কেবল পুণ্য নয়, সরকারী নিয়মে আয়কর ও বাঁচাতে পারেন Income Tax Exemption Under 80G ধারা অনুযায়ী। আপনি এই কথা জানেন কি? আয়করের এক নিয়ম একথাই বলে। Income Tax Exemption Donation under 80G Rule দান ধ্যানের ওপর ট্যাক্স নেওয়াতে ছাড় দেওয়া হয়। সরাসরি ১০০ শতাংশ পর্যন্ত করে ছাড় পেয়ে যেতে পারেন আপনি এভাবে। দেশের যে কোনো ব্যক্তি এই সুবিধা নিতে পারেন শুধু তাকে দানের একটি প্রমাণ সঙ্গে রাখতে হবে।
Income Tax Exemption On Donation under 80G
Income Tax Exemption বা আয়কর বাঁচানোর জন্য অনেক মানুষই অনেক ধরণের আয়কর নিয়ম (Income Tax Rule) অনুসারে। আর এরই সঙ্গে যদি এই কাজের মাধ্যমে আপনাদের আয়কর বাঁচাতে পারেন। অনেক মানুষই বিভিন্ন ক্ষেত্রে দান করে থাকে। যেমন কোন প্রাকৃতিক দুর্যোগের সময়, বা কোন দাতব্য সংস্থায় বা কোন মন্দিরে আমরা অনেকেই দান ধ্যান করি। তবে বিশেষ নিয়ম মানলে এই দান করেও আপনি নিজের ট্যাক্স বাঁচাতে পারেন। এই নিয়ম গুলো জেনে রাখা ভালো।
Income Tax Exemption Rule In India.
এবছরের অন্তর্বর্তী বাজেটে (Union Budget 2024) আয়কর নিয়ম একই রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী অর্থাৎ আগের মতই ৭ লক্ষ টাকার উপরে বেতনের জন্য আয়কর দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি সেই ক্যাটেগরিতে হন তবে মাথার উপর সব সময়ই আয়কর দেওয়ার একটা চিন্তা থেকে যায়। কত টাকা আয়কর আসবে? মোটা টাকা দিতে হবে নাকি? ইত্যাদি। কিন্তু সামান্য কিছু দান ধানের পরিবর্তে এই বিপুল করের বোঝা সহজেই লঘু করা যাবে। তবে এই ধারায় আবেদন করতে হলে, আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে নথি রেডি রাখতে হবে। এবং আয়কর ছাড় পেতে হলে সেই নথি আপলোড করতে হতে পারে।
Income Tax Exemption 80G Rule
আয়কর আইনের 80G ধারা অনুযায়ী বলা হয়, যদি কোন ব্যক্তি কোন দাতব্য সংস্থা বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সরকারি ত্রাণ তহবিল অথবা অন্য কোন প্রতিষ্ঠানে দান করেন তিনি নির্দিষ্ট হিসাব অনুযায়ী আয় করে ছাড় পান। খাদ্য বস্তু, জামা কাপড় এবং অর্থ সাহায্য সমস্ত ক্ষেত্রে দানের ওপরই এই ছাড় দেওয়া হয়ে থাকে। আর্থিক দানের ক্ষেত্রে ন্যূনতম ২০০০ টাকা দান করলে এই সুবিধা পাওয়া যায়। এবার আয়কর আইনের 80G ধারা অনুযায়ী বা Donation under 80G অনুসারে কিভাবে আয়কর ছাড় (Income Tax Saving) পাবেন, জেনে নিন।
কারা পাওয়ার যোগ্য?
১) যে কোনো ব্যক্তি, অবিভক্ত হিন্দু পরিবার কিংবা কোম্পানি এই কর ছাড় দাবি করতে পারেন।
২) তবে ব্যক্তিকে অবশ্যই বেতনভুক কোনো কর্মচারী হয়ে থাকতে হবে (Income Tax).
৩) যে সংস্থায় দান করা হয়েছে তার একটি রশিদ থাকতে হবে যেখানে সেই সংস্থার নাম, ঠিকানা, প্যান নম্বর, কোম্পানির নথিভুক্তির নম্বর থাকবে। এটি যার কাছে থাকবে না তিনি সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
What is the limit for donation under 80G?
কত টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়?
১) ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ এর জন্য রাজ্য সরকার যে তহবিল তৈরি করে, সেই সব ক্ষেত্রে সীমিত সময়ের জন্য ১০০ শতাংশ কর ছাড় পাওয়া যায়।
২) জাতীয় শিশু তহবিল, জাতীয় ক্রীড়া তহবিলের মতো নির্দিষ্ট তহবিলে দানে ১০০ শতাংশ ছাড় পাওয়া যায়।
৩) ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করা দানে ৫০ শতাংশ কর ছাড় (Income Tax Exemption) পাওয়া যায়।
৪) সম্প্রতি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠিত রাম মন্দিরেও দান করলে Income Tax Exemption On Donation under 80G এর ধারা অনুযায়ী আয়কর ছাড় পাবেন।
বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।
কিভাবে আবেদন করা যায়?
Income Tax Exemption On Donation under 80G পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানানো যায়। এজন্য আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম উপলব্ধ। তবে আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। কারণ সময় সময় আয়কর তার এই সংক্রান্ত ক্ষেত্রে কর ছাড়ের শর্ত গুলি সংশোধন করে থাকে।
আরও পড়ুন, ভোটের আগে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে, আবেদন করতে ক্লিক করুন।
এবারের বাজেট ঘোষণার পর আয়কর নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তেমনটা আশাসূচক কিছুই মেলেনি। তবে আয়করের একাধিক ধারা মেনে চললে ১২ লাখ টাকা পর্যন্ত ইনকামে কোনও আয়কর দিতে হবে না, বিশদে জানতে এখানে ক্লিক করুন।
এছাড়া এই বিষয়ে আরও কোনও প্রশ্ন থাকলে নিচের কমেন্ট অপশনে প্রশ্ন, মতামত বা কমেন্ট করুন।
প্রতিদিন নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, চাকরি ও ব্যবসায়ীদের সুখবর, মোদীর বড় ঘোষণা, বিষদে জানতে ক্লিক করুন।