PNB Scholarship – স্কলারশিপ দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আবেদন করলেই পাবেন 40 হাজার টাকা।

PNB Scholarship বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর স্কলারশিপ (Scholarship) সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে চলেছি। রাজ্যের দুস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগে একাধিকবার বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সংস্থা গুলি। বিভিন্ন স্কলারশিপ ইতিমধ্যেই চালু করা হয়েছে। যার দ্বারা উপকৃত হয়ে থাকে লক্ষ লক্ষ শিক্ষার্থী। উচ্চশিক্ষায় সহায়তা হয় তাদের।

PNB Scholarship Online Apply Process.

এই রকমই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের (Government Scholarship) আবেদন শুরু হয়েছে সম্প্রতি। যেকোনো ধরনের শিক্ষার্থী এখানে আবেদনের জন্য যোগ্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে কোন বিভাগ থেকে থেকে পড়ুয়ারা এবারের PNB Scholarship আবেদন করতে পারেন। এই জন্য কি যোগ্যতা লাগে? কি কি ডকুমেন্ট লাগে? কিভাবে আবেদন করতে হয়? আর কত টাকাই বা পাওয়া যায়? ইত্যাদি নিচে দেখে নিন।

PNB Housing Finance Scholarship কি?

পিএনবি হাউসিং ফিন্যান্স স্কলারশিপ (PNB Scholarship) হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্যার্থে চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্কিম। দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রতিবছর এই স্কলারশিপটি দেওয়া হয়। লাখ লাখ শিক্ষার্থী এর সুবিধা পায়। যে সকল দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীরা মাধ্যমিকের পর উচ্চশিক্ষা বা কোনো প্রশিক্ষণ অনুসরণ করে, তাদেরকে এই অর্থ সাহায্য প্রদান করে সংস্থা। এই স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে মেলে প্রার্থীদের।

How Much Money You Will Get In PNB Scholarship

  • এই PNB Scholarship নবম ও দশম শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের দেওয়া হয় ১০ হাজার টাকা।
  • একাদশ দ্বাদশ শ্রেণী ও IT পড়ুয়াদের জন্য ১২৫০০ টাকা।
  • ডিপ্লোমাতে ২৫ হাজার টাকা।
  • যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং M.Tech কোর্সে ৩০ হাজার টাকা।
  • পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ৪০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হয়।

PNB Scholarship Apply Qualification

১. ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আগের শ্রেনীর পরীক্ষায় সর্বনিম্ন 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষার্থীদের।
৩. পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকা এর কম হতে হবে।
৪. রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোন বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যায়নরত হতে হবে ছাত্র ছাত্রীদের।
৫. শেষ বছরে একই কোর্স বা অধ্যয়নের সময়ে অন্যান্য সরকারি স্কলারশিপ বা বৃত্তি পাচ্ছেন না এমন প্রার্থীদেরই প্রদান করা হবে এই PNB Scholarship টাকা।

PNB Scholarship Apply Documents

১. ব্যাংক পাসবুক (Bank Passbook).
২. আধার নম্বর (Aadhaar Card).
৩. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র (Family Income Certificate).

৫. একটি Email ID And Mobile Number.
৬. যেখানে প্রয়োজন সেখানে জাতের শংসাপত্র (Caste Certificate).
৭. যেখানে প্রয়োজন সেখানে প্রতিবন্ধী শংসাপত্র।
৮. বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি।

PNB Scholarship Online Apply Process

  • প্রথমে বিদ্যাভারতীর অফিসিয়াল ওয়েবসাইট www.vidyabharatialumni.org ভিজিট করতে হবে
  • রেজিস্ট্রেশন লিংকের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এর জন্য লাগবে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড।
  • যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
  • এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
UIDAI Aadhaar Card (আধার কার্ড)
  • Apply Now বাটনে ক্লিক করে আবেদনের পেইজটিতে আসতে হবে।
  • সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সব কিছু হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনের কাজ শেষ। এরপর দরকারি কাগজ পত্র গুলির একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে (PNB Scholarship 2024).

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

PNB Scholarship Apply Last Date

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়েছে নাকি সে বিষয়ে জানা যায়নি। আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে জানতে। যদি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়, তবে যত শীঘ্রই সম্ভব আবেদন সেরে ফেলাই ভালো।
Written by Nabadip Saha.

রাজ্যের স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিরাট সুখবর।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment