SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) ছাত্র ছাত্রীদের জন্য বিরাট সুখবর। কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কি? অন্যান্য বছরের তুলনায় এবারে স্কলারশিপ (Scholarship) দেওয়ার জন্য আরও বেশি বাজেট বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে রাজ্যের তরফে মোট ১৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে পড়ুয়াদের টাকা দেওয়ার জন্য।
SVMCM Scholarship Amount Increase.
সুতরাং এবারে কি SVMCM Scholarship এর মাধ্যমে আরও বেশি টাকা ঢুকতে চলেছে পড়ুয়াদের একাউন্টে? অনেকেরই মনে আশা জন্মেছে এসম্পর্কে। রাজ্যের সকল মেধাবী কিন্তু গরীব পড়ুয়াদের জন্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ (Govt Scholarship) ঘোষণা করা হয়েছে। এবারে SVMCM Scholarship নিয়ে সরকার কি জানাল দেখা যাক।
SVMCM Scholarship 2024
রাজ্যের আর্থিক ভাবে দুর্বল মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থাকার জন্য এখনও অবধি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছে সরকার। কন্যাশ্রী (Kanyashree), যুবশ্রী (Yuvashree), ঐক্যশ্রী (Aikyashree), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) সহ অনেক গুলি স্কিম এজন্য রয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে বেশ কিছু স্কলারশিপও। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
মাধ্যমিকের পর ছাত্র ছাত্রীদের সমস্ত ধরনের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তার রাজ্য সরকার এই স্কলারশিপ চালু করেছে। যে কোনো ছাত্র ছাত্রী ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করলেই এর জন্য আবেদন করতে পারে। প্রতি বছর বহু ছাত্র ছাত্রী এর টাকা পেয়ে থাকে। এই টাকা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বইপত্রের খরচ, টিউশন ফি জাতীয় খরচ গুলিকে কভার করে থাকে (SVMCM Scholarship).
SVMCM Scholarship কত টাকা দেওয়া হয়?
- মাধ্যমিকের পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য ১২০০০ টাকা থেকে ৯৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়।
- উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে মাসে ১০০০ টাকা করে ভাতা পায় ছাত্র ছাত্রীরা।
- স্নাতক পর্যায়ে দেওয়া হয় ১৫০০ করে টাকা।
- স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারা পেয়ে যান ২৫০০ টাকা।
SVMCM Scholarship বাজেট
গত ২০২১ ২২ সালে এই স্কলারশিপের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর ২০২২-২৩ আর্থিক বর্ষে বাজেট ৩০০ কোটি টাকা বাড়িয়ে ১৪০০ কোটি টাকা করা হয়েছিল। আর এই বছর অর্থাৎ ২০২৩-২৪ আর্থিক বর্ষে বাজেট আরও ১০০ কোটি টাকা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করা হলো। এর ফলে আরও লাভবাণ হতে চলেছে পড়ুয়ারা।
আরও বেশি টাকা ঢুকবে?
রাজ্য সরকারের তরফে এরকম কোনো বার্তা দেওয়া হয়নি যে এবারে বেশি বাজেট থাকায় বেশি টাকা পাবে পড়ুয়ারা। বরং সরকার জানিয়েছে, আরও বেশি সংখ্যক ছাত্র ছাত্রী যাতে এই স্কলারশিপের টাকা পায় সেই চেষ্টাই করছে তারা। কোনো ছাত্র ছাত্রী উপযুক্ত হওয়া সত্ত্বেও যাতে সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকেই লক্ষ্য রেখে এবারে বাজেট বাড়ানো হয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ খবর।
কবে ঢুকবে টাকা?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) টাকা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গের পড়ুয়াদের ব্যাংক একাউন্টে (Bank Account) ঢুকবে বলে খবর রয়েছে। এখনও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে তা। আর তারপর মার্চ মাস নাগাদ যোগ্য প্রার্থীরা তাদের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে এর টাকা পেয়ে যেতে পারে।
Written by Nabadip Saha.
আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারী সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা।
আবেদন প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শেষ নয়…আবেদন প্রক্রিয়া চলবে 31st March পর্যন্ত।