আর মাত্র এক সপ্তাহ পরে আসতে চলেছে কেন্দ্রীয় বাজেট ২০২৪ (Union Budget 2024). তার আগেই Income Tax বা আয়কর নিয়ে কোন বড় সিদ্ধান্ত হতে চলেছে বলে মনে করছেন অনেকে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা এবারের বাজেটে (Union Budget 2024) থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে আয়করের ঊর্ধ্বসীমা নিয়েও নিজেদের বিশেষ কিছু অনুমান ব্যক্ত করেছেন তারা। যার মধ্যে একটি হল স্ট্যান্ডার্ড ডিডাকশন। বেতনভুক শ্রেণীর কর্মচারীরা সকলেই এই স্ট্যান্ডার্ড ডিডাকশন (Income Tax Standard Deduction) সম্পর্কে ওয়াকিবহাল। স্ট্যান্ডার্ড ডিডাকশন যত বাড়ে তত অর্থ সঞ্চয় ঘটায় এটি।
Income Tax Standard Deduction may Increase upto ₹90000.
তাই সকলেরই আশা থাকে কেন্দ্রীয় সরকার যাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন রেট বাড়ায় (Income Tax). এবারের বাজেটেও সকলে মুখাপেক্ষী হয়ে রয়েছেন এই স্ট্যান্ডার্ড ডিডাকশন (Income Tax Standard Deduction) রেট বৃদ্ধি হওয়ার। আর তার সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে আসন্ন বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন এক ধাক্কায় বেড়ে ৯০০০০ টাকা করা হতে পারে অর্থ মন্ত্রকের (Union Finance Ministry) তরফে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
What is Income Tax Standard Deduction?
স্ট্যান্ডার্ড ডিডাকশন কি?
স্ট্যান্ডার্ড ডিডাকশন হল একটি ফ্ল্যাট ডিডাকশন। যেকোনো চাকরিজীবী হোক বা ব্যবসায়ী সমস্ত করদাতাদের (Income Tax Payers) মধ্যে সমতা বজায় রাখার জন্যই ইনকাম ট্যাক্স (Income Tax 2024) বিভাগ এই প্রক্রিয়াটি চালু করেছে। এর মাধ্যমে কোনো খরচ বা সঞ্চয় না দেখিয়েই করযোগ্য আয় থেকে ছাড় পেতে পারেন যেকোনো বেতনভুক শ্রেণীর কর্মচারী। ফলে তাদের অর্থ সাশ্রয়ে সুবিধা করে এটি।
স্ট্যান্ডার্ড ডিডাকশন আগে কত ছিল?
ভারত সরকার (Government Of India) স্ট্যান্ডার্ড ডিডাকশন সর্ব প্রথম চালু করে 1974 সালে। তারপর থেকে এটি বহাল ছিল। কিন্তু ২০০৪-২০০৫ সালে কেন্দ্রের বাজেটে কর আরোপ প্রক্রিয়া সহজ করার জন্য এটিকে তখন সরানো হয়েছিল। এরপর টানা 13 বছর বন্ধ ছিল এটি। তারপর ২০১৮ সালের বাজেটে অর্থ মন্ত্রকের তরফে এই Income Tax Deduction নিয়ে আবারও সুপারিশ জানানো হয়। আর সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রক্রিয়া পুনরায় চালু করার।
তখন সমস্ত বেতনভুক কর্মচারী (Employees) ও পেনশনভোগীদের (Pensioneers) জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন রেট নির্ধারণ করা হয়েছিল ৪০০০০ টাকা। এর পরের সালে অর্থাৎ 2019 এর বাজেটে আবারো নতুন সিদ্ধান্ত নেওয়া হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে এবং তখন তা বাড়িয়ে করা হয় ৫০০০০ টাকা। কিন্তু বলা হয়েছিল যে এটি কেবল পুরনো গড় ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
যাই হোক, এরপর নতুন করে ২০২৩ সালের বাজেটে বিষয়টি আরও একবার উঠে আসে। তখনো এর রেট ৫০০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু বিষয়টি লাগু করা হয় পুরনো (Old Income Tax Regime) ও নতুন (New Income Tax Regime) উভয় করের ক্ষেত্রেই। এখন দুই প্রকার কর ব্যবস্থাতেই স্ট্যান্ডার্ড ডিডাকশন রেট এক। এই নিয়ে সকলের মধ্যে চর্চা চরমে।
12 লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না আয়কর। এই নিয়ম মানলেই লাভই লাভ।
এবার কি আবার বাড়বে স্ট্যান্ডার্ড ডিডাকশন?
অনেক মনে করছেন এটি ঘটতে পারে। কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এবছর ভারত সরকারের অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন (Income Tax) নিয়ে একটি ঘোষণা করতে পারে অর্থ মন্ত্রক, যেখানে এটিকে বাড়িয়ে ৯০০০০ টাকা করা হবে। যদিও সরকারের তরফে এবিষয়ে এখনো কোনো ইতিবাচক বার্তা মেলেনি। তবে যদি সত্যি তা হয়, তবে এরপর টাকা জমানো আরও সহজ হয়ে যাবে বেসরকারি, সরকারি কর্মী ও পেনশনারদের। ফলে চরম উপকৃত হবেন তারা।
Written by Nabadip Saha.